10-09-2022, 02:43 PM
(10-09-2022, 02:17 PM)Bumba_1 Wrote:
নাহ্ .. আজ কোনো teaser দেবো না। তার বদলে poster reveal (যদিও এটি প্রধান প্রচ্ছদ হবে না) করলাম .. যা আমি সচরাচর করি না। তবে এইটুকু অবশ্যই বলতে পারি .. এমন কিছু লেখা হবে যা আমি আগে কখনো লিখিনি বা লেখার কথা স্বপ্নেও ভাবিনি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে।
পুরোটা জানতে হলে পড়তে হবে নিষিদ্ধ সুখমূল উপন্যাসঃ- গোলোকধাঁধায় গোগোল
আগামীকাল রাতে নিয়ে আসছি একটা নয়, বেশ বড় আকারের দুটো আপডেট
কাল ডবল না ট্রিপল পর্ব আসছে। মানে তোমার ডবল আর আমার গল্পেরও বড়ো পর্ব। একেবারে গুরুত্বপূর্ণ একটি পর্ব। কারণ সেটিই হচ্ছে শেষ পর্বের আগের পর্ব। হ্যা, আমার গপ্পের যাত্রা এবার শেষের পথে। তাই তার আগের পর্ব লিখতে একটু সময় লেগে গেলো তাছাড়া ব্যাক্তিগত ব্যাস্ততার জন্যও দেরী হলো। কিন্তু আর দেরী করা উচিত হবেনা। এবারে পর্ব না দিলে পাঠক বন্ধুদের সাথে গল্পের দুরুত্ব বেড়ে যাবে। তাই আমাকেও কালকে আসতে হচ্ছে। তবে আমার মনে হয়না এতে আমাদের উভয়ের গল্পে কোনো প্রভাব পড়বে। আমি আমার মতো আসবো, তুমি তোমার মতো। দুটোই নিজের নিজের জায়গায়। যারা পড়ার ঠিকই পড়বে।


![[Image: Polish-20220910-141058213.jpg]](https://i.ibb.co/SNx4gYJ/Polish-20220910-141058213.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)