08-09-2022, 02:28 PM
(08-09-2022, 02:07 PM)Somnaath Wrote: দুর্দান্ত পর্ব clp); তবে পরের পর্বটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সেটা বেশ বুঝতে পেরেছি।
তোমার গল্পের নায়কের নামের মতই (ডাকনামটা নয়, ভালো নাম) এক ভার্চুয়াল ব্যক্তি তো দায়িত্ব নিয়ে একজনের রেপুটেশনের সংখ্যা বাড়িয়েই চলেছে। এখনো পর্যন্ত 400+ দিয়েছে , এতকিছু বলার পরেও লজ্জাশরম কিচ্ছু নেই গা এদের, নির্লজ্জের মতো ছাপ্পা ভোটের স্টাইলে প্রতিদিন একই গল্পে একই আপডেটে বারবার ঘপাঘপ দিয়েই চলেছে।
তোমার এই ধরনের মন্তব্যের একটা উত্তরও আমি দেবো না। যদি তোমার মনে হয় কেউ এইরকম অসাধু কাজ করছে, তাহলে কোনো authentic প্রমাণ জোগাড় করে সরাসরি মডারেটরের সঙ্গে যোগাযোগ করো, তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। শুধু শুধু আমার থ্রেডে এই ধরনের বিতর্কিত মন্তব্য করে আমাকে জড়িও না প্লিজ।
আমি এখন এই ফোরামের একজন সিনিয়র লেখক এবং কোনোরকম ম্যানিপুলেশন ছাড়াই যথেষ্ট সফল। অগুন্তি পাঠক 'হাঁ' করে বসে থাকে আমার প্রতিটি পর্ব পড়ার জন্য। তাই কোনোরকম বিতর্কে না জড়িয়ে শুধুমাত্র নিজের লেখনীকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে আরো ভালো ভালো লেখা উপহার দিতে চাই পাঠক বন্ধুদের।
ধন্যবাদ .. ভালো থেকো



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)