08-09-2022, 01:12 PM
পড়া শেষ করলাম।
পুরোটা গল্প পড়ে যতোটা আনন্দ পেয়েছি শেষ অংশটুকু পড়ে ততোটাই কস্ট পেয়েছি।
আর এটা সম্ভব হয়েছে দিপালীদি'র লেখার মুন্সীয়ানার কারনেই। গল্পের নায়িকার এরকম শেষ পরিণতি হবে সেটা আশা করিনি। গল্পটা যেখানে প্রথম পোস্ট করা হয় সেই এক্সবীতে গল্প চলমান থাকাকালীন সময়ে মাঝে মধ্যেই দিপালী দিদি গল্পটা শেষ করে দেয়ার ইঙ্গিত দিতেন। আমরা তখন ভেবেছিলাম এটা মনে হয় লেখক-পাঠকের মাঝে মান-অভিমানের কারনেই তিনি বলতেন। মাঝে এক দুইবার আপডেট দেয়া বন্ধও করে দিয়েছিলেন তিনি। আমাদের অনেকের অনুরোধেই আবার লেখা চালিয়ে গেছেন। কখনো ভাবিনি এরকমভাবে লেখাটি তিনি শেষ করবেন। জানি না, লেখাটিতে কারো কোনো বাস্তব জীবনের কিংবা সত্যিকারের কাহিনী কিংবা কাহিনীর ছায়া পড়েছে কিনা। তবে আমার কাছে অন্তত গল্পটি একেবারে বাস্তব মনে হয়েছে। কারন পুরো গল্পে আমি কোনো ফাঁক খুঁজে পাইনি। যদি তাই হয়, তবে শেষের অংশটুকুর জন্য কষ্টটা শুধু বেড়েই যাবে না সেই সাথে যথেষ্ঠ আফসোসও লাগবে।
চমৎকার আর বাস্তবসম্মত একটি গল্প উপহার দেয়ার জন্য লেখিকা দিপালী দিদিকে অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে দিবাকরদা'কেও ধন্যবাদ জানাচ্ছি পুরো গল্পটি এখানে শেয়ার করার জন্য !
পুরোটা গল্প পড়ে যতোটা আনন্দ পেয়েছি শেষ অংশটুকু পড়ে ততোটাই কস্ট পেয়েছি।
আর এটা সম্ভব হয়েছে দিপালীদি'র লেখার মুন্সীয়ানার কারনেই। গল্পের নায়িকার এরকম শেষ পরিণতি হবে সেটা আশা করিনি। গল্পটা যেখানে প্রথম পোস্ট করা হয় সেই এক্সবীতে গল্প চলমান থাকাকালীন সময়ে মাঝে মধ্যেই দিপালী দিদি গল্পটা শেষ করে দেয়ার ইঙ্গিত দিতেন। আমরা তখন ভেবেছিলাম এটা মনে হয় লেখক-পাঠকের মাঝে মান-অভিমানের কারনেই তিনি বলতেন। মাঝে এক দুইবার আপডেট দেয়া বন্ধও করে দিয়েছিলেন তিনি। আমাদের অনেকের অনুরোধেই আবার লেখা চালিয়ে গেছেন। কখনো ভাবিনি এরকমভাবে লেখাটি তিনি শেষ করবেন। জানি না, লেখাটিতে কারো কোনো বাস্তব জীবনের কিংবা সত্যিকারের কাহিনী কিংবা কাহিনীর ছায়া পড়েছে কিনা। তবে আমার কাছে অন্তত গল্পটি একেবারে বাস্তব মনে হয়েছে। কারন পুরো গল্পে আমি কোনো ফাঁক খুঁজে পাইনি। যদি তাই হয়, তবে শেষের অংশটুকুর জন্য কষ্টটা শুধু বেড়েই যাবে না সেই সাথে যথেষ্ঠ আফসোসও লাগবে।
চমৎকার আর বাস্তবসম্মত একটি গল্প উপহার দেয়ার জন্য লেখিকা দিপালী দিদিকে অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে দিবাকরদা'কেও ধন্যবাদ জানাচ্ছি পুরো গল্পটি এখানে শেয়ার করার জন্য !