07-09-2022, 09:58 PM
(07-09-2022, 09:33 PM)Baban Wrote:দারুন মিষ্টি একটা পর্ব। প্রথম ওই দুজনের কাছে আসা। প্রথম সেই আবেগী মুহুর্ত। প্রথম বড়ো হয়ে ওঠা। মানে এই দিক থেকে। এতে নেই কোনো নোংরামির ছোঁয়া। আছে ব্যাখ্যাহীন এক পবিত্র অনুভূতি।
আকাশ বর্ষা আর কাদার অংশটা জাস্ট ফাটাফাটি। এ যেন সেই শুরুর দিকের সৃজিত বাবুর কোনো ফিল্মের সিন্। মানে ওনার স্টাইলের ছোঁয়া পেলাম। দারুন ব্যাখ্যা।
আর শেষে বর্ণালী ম্যাডাম আর স্বামীর অংশটাও সুন্দর। স্বামী স্ত্রীয়ের আন্তরিক গোপন কিছু না বলা কথা ও অনুভূতির বিকাশ।
কিন্তু আমার চিন্তা হচ্ছে তার ঠিক পরের অংশটা নিয়ে। ওই অপূর্বর নতুন বন্ধুটিকে নিয়ে। জ্যাকি..... নামটা শুনেই একটা বীভৎস দৃশ্য মনে পড়ে যাচ্ছে!! সেই বীভৎস বিকৃত দৃশ্য!
প্রথমে জানাই অনেক ধন্যবাদ
হ্যাঁ একদম ঠিকই ধরেছো .. এই জ্যাকিই সেই জ্যাকি। কি জানি কার সঙ্গে দেখা করাতে চাইছে অপূর্বকে। হয়তো এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।