06-09-2022, 11:30 PM
(06-09-2022, 09:54 PM)Baban Wrote: বাহ্ একটা গুরুত্বপূর্ণ মূল্যবান পর্ব উপহার দিলে আজকে। মিষ্টি প্রেমের আর দুস্টুমির অংশ ছাড়াও ছেলেটার ভেতরের লড়াই এর ফল বাইরেও প্রকাশিত হচ্ছে একটু একটু। আমার মতে এবার সব বলে দেয়াই মঙ্গল। অন্তত হালকা লাগবে অনেকটা। আর ওপর জন যেমন বালিকা হয়ে উঠতে পারে তেমনি তার মনের জোরও অনেক।
তাহলে কি শেষ পর্ব আসন্ন?
আমার মতেও এবার বলে দেয়াই ভালো, যা হয় হবে।
নারী বলে কথা মহামায়া কখনো মাতৃরূপে আবার কখনো শক্তি রূপে।

দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
