06-09-2022, 08:53 PM
ভয়
বিয়ে বৌভাত দ্বিরাগমন সবকিছুর ছুটি কাটিয়ে রাই রুদ্র দুজনেই আজ অফিসে এসেছে। রুদ্রের বাইকে করেই আজ অফিসে এসেছে রাই, ও কে নামিয়ে দিয়েই রুদ্র প্রজেক্টের কাজ দেখতে বেড়িয়ে গেছে। গত কিছু দিনে কোন কাজের খবর নেয়া হয় নি, কোথায় কি অবস্থা আছে কে জানে সব কিছুর খবর নিয়ে কোথায় কি সমস্যা হয়ে আছে সেসব ঠিক করতে হবে। এই জন্যই ছুটি নিতে চায় না রুদ্র কারণ ছুটির মজার চেয়ে সাজা হয়ে যায় বেশি।
বিয়ের পর প্রথম অফিস তাও আবার দুজনেই একসাথে এসেছে কিন্তু রুদ্র রাইকে অফিসের সামনে নামিয়ে দিয়েই প্রজেক্ট সাইটের দিকে চলে গেলো, কিছুই বলে গেল না একবার ফিরেও তাকালো না রাইয়ের দিকে যেন নিজের অস্বস্তি টা লুকাতে চাইলো রুদ্র রাইয়ের সামনে। প্রথমে রুদ্রের এমন হঠাৎ করেই চলে যাওয়া রাইয়ের কাছে খারাপ লাগলেও পর মূহুর্তে ভাবে অনেক কাজ জমে আছে হয়তো তাই তড়িঘড়ি চলে গিয়েছে। তবে রাই আজ খুশ মেজাজেই আছে আর না থাকার কথাও না এতো বছরের অপেক্ষার অবসান শেষে নিজের মানুষটাকে নিজের মত করে কাছে পেয়েছে আর সেই মানুষটার সাথেই আজ কর্মক্ষেত্রে ফিরে এসেছে যেইখানে কয়েকদিন আগেও আড়াল থেকেই নিজের প্রিয়তম কে বারবার দেখার অজুহাত খুজতে হতো, নানা বাহনায় নিজের দৃষ্টির কাছে রাখতে ইচ্ছে জাগতো শেষ পর্যন্ত পিছু নেয়ার মত কাজও করে ফেলেছে অবলীলায়। সেই কথা গুলো মনে করে নিজে নিজেই হাসতে থাকে রাই, ওর চেহারার মাঝে আজ অন্যরকম উজ্জ্বলতার ছটা দেখা যাচ্ছে বিয়ের পর এমন একটা গ্লো নাকি সবার মাঝেই আসে। কিছুক্ষণের পাগলামি টা পাশে রেখে সেই পুরনো রিদ্ধিমা চৌধুরীর মতোই অফিসের দিকে যেতে থাকে, যাবার পথে দেখা হওয়া বাকিদের সাথে কিঞ্চিৎ কুশল বিনিময় হতে থাকে।
প্রজেক্ট সাইটে পৌঁছে রুদ্রের মেজাজের বারোটা বেজে গেছে, কাজ যেখানে দেখে গিয়েছিল এ কদিন পর এসে কোন অগ্রগতি খুঁজে পাচ্ছে না সব কয়টা ফাঁকিবাজিতে এক্সপার্ট। ওদিকে ক্লায়েন্ট দের কাছ থেকে ফোন আসছে কাজের অডিটে আসার জন্য। এমনিতেই রুদ্রের মনের অবস্থা টা তেমন ভালো নেই মনের সুখটা সবচেয়ে বড় সুখ সেটাই তো বারবার খুঁজে পাবার চেষ্টা করছে কিন্তু ঐ একটা জায়গায় গিয়ে রুদ্র নিজের খৈই হারিয়ে ফেলছে, আর সেই নিজেই নিজেকে হারানোর ভয়টা রাইয়ের চোখে চোখ মেলাতে পর্যন্ত দিচ্ছে না ওকে। নিজের উপর তৈরী হওয়া অনাস্থা অস্বস্তি আর অবিশ্বাস রুদ্র কে একদিনেই অনেকটা ভেঙে দিয়েছে ভেতর থেকে কোন কাজেই মন বসাতে পারছে না, সাইটের কাজ রেখেই বাইক নিয়ে রুদ্র বেড়িয়ে যায় তবে যে রাস্তা টা ধরেছে সেটা অফিস বা বাসা কোন দিকেই যায় না।
বসের সাথে দেখা করেই নিজের রুমে ঢুকে যেন হাফ ছেড়ে বাঁচে রাই উফফ সরি রিদ্ধিমা চৌধুরী, আগের সেই গম্ভীর ভাবটা ধরে রাখার যে অভিনয়টা বা আবার সেই রিদ্ধিমা হয়ে উঠার চেষ্টা করতে হয়েছে সেটা এযাবৎকালের সবচেয়ে কঠিন পরীক্ষা গুলোর মাঝে একটা হয়ে থাকবে। সত্যিই জীবনে হঠাৎ করেই কত কি বদল চলে এসেছে তবে এ বদল গুলো হয়তো ভালোর খাতায় থাকবে শুধু ভয় টা থাকে মন্দের খাতায় যেন কিছু জমা না হয়ে যায়। আয়েশ করে চেয়ারে বসেই খেয়াল আসে প্রিয়তমকে একটা ফোন করার কিন্তু হয়তো কাজে ব্যস্ত আছে সেই চিন্তা থেকে ফোন করার ভাবনা টা ঝেড়ে ফেলে দেয়। ফোন গ্যালারি টা ওপেন করে প্রিয়তমর সাথে ক্যামেরা বন্দী সোনালী মূহুর্ত গুলোতে চোখ বুলাতে থাকে, এ এক অদ্ভুত ভালো লাগার শিহরণ অদৃশ্য মায়া বলয়ের প্রাচুর্যে পূর্ণ সুখাবহ শীতলতার রেশ যেন কোন ম্যাগনেটিক ফিল্ড চারপাশ ঘিরে আছে সবসময়। এখানে ভালবাসা বাড়তে থাকে তৃপ্তিকর পরিবেশে, ভালোলাগা গুলো বারবার নাড়া দিতে থাকা কোমল হৃদয়ে, আর প্রিয়তমের চোখের মনি জোড়ে নিজের প্রতিবিম্ব হাসি ফোঁটায় ঠোঁটের কোনে এই মূহুর্তে পৃথিবীর আর কোন চিন্তা ভাবনা মস্তিষ্কে প্রভাব রাখতে পারে না। রিদ্ধিমা চৌধুরী না এবার রাই যেন হারিয়ে যাচ্ছে নিজ মনে একটু একটু করে গড়ে তোলা প্রেমরাজ্যে, দুচোখ বন্ধ করে ভাবতে থাকে সেই মূহুর্ত গুলো যা একজন প্রেয়সীর কাছে এক নারীর কাছে এক স্ত্রীয়ের কাছে পরম আকাঙ্ক্ষিত অপার্থিব সুখ, প্রিয়র প্রতিটি স্পর্শ যখন অতীব মূলবান খনিজের মত তার সাথে কাটানো প্রতিটা ক্ষণ মহামূল্যবান যার স্থিতি যতটুকুই হোক না কেন রেশ টা থেকে যায় অনেকটা সময়। এখনো যেন প্রেমিকের গায়ের পুরুষালী গন্ধ টা নাকে সামনে পাচ্ছে, যে গন্ধে কেমন একটা মাদকতা মিশে আছে মূহুর্তে মস্তিষ্কের স্নায়ু গুলোতে উন্মাদনা ছড়িয়ে দেয়। পুরো শরীরে এক নীরব বিদ্রোহ শুরু হয় হাত পা গুলো নিসপিস করতে থাকে সামনে থাকা প্রেমিকের শরীরের উষ্ণতায় নিজেকে ধিকিধিকি করে জ্বালাতে, নিজের মাঝেই অনুভূত হতে থাকে অদৃশ্য কোন শক্তির যার প্ররোচনায় মন সেসব কিছু করতে থাকে যা হয়তো কখনো কল্পনায় এঁকেছিল প্রিয়তমের সাথে অন্তরঙ্গ কোন মূহুর্তের।
ইন্টারকমের শব্দে ভাবনায় ছেদ পড়ে, নিজে নিজেই হাসতে থাকে রাই এ কেমন পরিবর্তন চলে আসলো নিজের মাঝে যত দেখছে নিজেকে নিজের কাছে নতুন লাগছে, যেন কোন এডভেঞ্চারে নেমেছে নিজেকেই নতুন করে উদঘাটন করার। ইন্টাকমের রিসিভার তুলতে তুলতে রাই যেন আবার রিদ্ধিমা চৌধুরীতে ফিরে গেছে। প্রয়োজনীয় কথাবার্তা শেষে করে রিসিভার টা রাখতে রাখতে রিদ্ধিমা চৌধুরীর চোখের সামনে একটা আতংকিত মুখচ্ছবি ভেসে উঠে, এটা রাই কখনোই হয়তো খুঁজে পেত না কারণ সে এমন করে ভাবতেই জানে না তার নিজস্ব একটা জগত আছে সেখানে সে সাধারণ হয়েই থাকতে ভালোবাসে ভালোবাসার মানুষ গুলোর সাথে হাসি আনন্দ খুনসুটি মান অভিমান নিয়ে কিন্তু যখন ব্যাপারটা রিদ্ধিমার দৃষ্টিগোচর হয়েছে তাহলে সেটা নিয়ে নাড়াচাড়া করাটাই স্বাভাবিক পুরনো অভ্যাসের অংশ হিসেবে, রিদ্ধিমা কর্পোরেট জগতের মানুষ তার প্রতিটা পদক্ষেপ হিসেব করে রাখা তার চিন্তাভাবনা আবেগে নয় বাস্তবের সাথে পথ চলে। কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছে না হঠাৎ করে রুদ্রের মুখের অভিব্যক্তি টা ওমন করে পাল্টে গিয়েছিল কেন শুধুমাত্র একটা সাধারণ কথাতেই.....
-প্লিজ জান, এমন দুষ্টুমি করো না আমার কেমন জেনো লাগছে। আর থাকতে পারছি না....(গলার স্বর জড়িয়ে আসছে একটু একটু করে)
-(রাইয়ের কাঁধ থেকে মাথা তুলে ওর মুখের দিকে তাকায় রুদ্র, রুদ্রের চোখে চোখ পড়তেই রাই দু চোখ বন্ধ করে নেয় রুদ্রের ঠোঁটে হাসি খেলা করছে) কেমন লাগছে? বলো আমাকে, ভালো না মন্দ না বলবে জানবো কেমন করে?
-(রুদ্রের দিক থেকে এমন একটা প্রশ্ন আসবে সেটা আগে থেকেই আন্দাজ করছিলো কিন্তু এটার কোন জবাব ওর কাছে জানা নেই, কি বলবে উত্তরে? এই অনুভূতি কি মুখের ভাষায় প্রকাশ করা যায়? যদি যায়, তবে কোন কোন শব্দের ব্যবহারে সেটা সবচেয়ে সহজতর উপায়ে ব্যাখ্যা করা যাবে সেটা রাইয়ের জানা নেই) জানি না, তবে মন্দ না। মন্দ হবে কেন? তুমি পাশে আছো যেহেতু তখন সব ভালোই হবে (রুদ্রের বুকে রাই নিজের মুক লুকায়)
-কথায় কথায় এতো লজ্জা পাও কেন হুম! আগে তো এতো লজ্জা পেতে না। কলেজে থাকতে তো কেমন ডমিনেটিং ভাব নিয়ে থাকতে, আমার ঐ রাই কেই পছন্দ।
-তখন তো তুমি এতো দুষ্টু ছিলে না তাই, আর তখন আমি নিজেকে ছেলে ছেলে ভাবতাম। এখন বড় হয়ে গেছি অনেক কিছু বুঝতে শিখেছি, লজ্জাই নারীর ভূষন বুঝলে।
-তাই নাকি, তবে তো আজ তোমার লজ্জা ভাঙতে হবে।(রুদ্র দুহাতে রাইকে কাতুকুতু দিতে থাকে)
-(রুদ্রকে আটকানোর চেষ্টা করতে থাকে রাই) একদম ভালো হবে না বলে দিচ্ছি, আমি কাতুকুতু একদম সহ্য করতে পারি না (রুদ্রকে কে কোনভাবেই থামাতে না পেরে কোনমতে ওকে জড়িয়ে ধরে এক পল্টিতে রুদ্রকে নিচে ফেলে ওর উপরে চেপে বসে) এবার দেখাচ্ছি মজা তোমাকে (এখন রাই উল্টো রুদ্রকে চেপে ধরে)
-(রাই কে নিবৃত্ত করতে ওকে নিজের বুকের সাথে দুহাতে চেপে ধরে রুদ্র, হাসাহাসির মাঝে দুজনেই কিছুটা ক্লান্ত হয়ে এসেছে। ঘন ঘন নিঃশ্বাসের কারণে দুজনের বুক দ্রুত উঠানামা করছে, রুদ্রের একটা হাত রাইয়ের পিঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর রাইয়ের কোমল স্তন জোড়া তার প্রিয়র বুকের সাথে লেপ্টে আছে) তুমি যেমন করে থাকো না কেন আমি তোমাকেই ভালোবাসি শুধু তোমাকেই (প্রতিত্তোরে রাই আরও শক্ত করে জড়িয়ে ধরে রুদ্রের বুকে নিজের মাথাটা চেপে ধরে, রাইয়ের ভারী গরম নিঃশ্বাস রুদ্রের শরীর কে তপ্ত করে তুলছে আবার রাইয়ের স্তনের স্পর্শে সারা দেহ জুড়ে রক্তের গতি বাড়াচ্ছে)
রুদ্রের হাত রাইয়ের শরীর ভ্রমনে বেড়িয়েছে আর ওর স্পর্শ করা প্রতিটি জায়গায় যেন সুপ্ত আগ্নেয়গিরি অগ্নুৎপাতের প্রাক অবস্থা বিরাজ করছে। প্রেয়সীর ছোঁয়ায় স্পর্শকাতরতা কাটিয়ে সুখ প্রাপ্তির যে পথের দিশা উন্মোচন করে সেটার আনন্দ শরীরের রন্ধে রন্ধে শক্ত জানান দেয়, আর তার ব্যাপকতায় মস্তিষ্ক যে বার্তা দেহে ছড়িয়ে দেয় তার বদৌলতে মানব সত্তা কাঙ্ক্ষিত চাওয়া পাওয়ার মাঝে সংযোগ ঘটায়। তখন আর মনে সমর্পণ ব্যতীত অন্য কোন ধারণা উঁকি দিতে পারে যদি না সেখানে বিশ্বাস বা ভালোবাসার খামতি থাকে। রুদ্রের হাত গেঞ্জির ফাঁক গলে বক্ষবন্ধনী বিহীন রাইয়ের স্তন জোড়ার কাছাকাছি পৌঁছে গেছে, যতটা কাছাকাছি হলে একে অন্যের উষ্ণতার অাভাস পেতে থাকে।
-(নিজের স্তনদ্বয়ের কিঞ্চিৎ দূরেরই রুদ্রের ধাবমান হাতটাকে ধমকে দেয়) সোনা এখন না, সকাল হয়ে গেছে এখনি ডাকাডাকি শুরু হবে এমনিতেই কাল তোমার জ্বর নিয়ে সবাই টেনশনে ছিল (নিজের সাথে নিজের লড়াইটা নারীর হয়তো এই অংশে একটু বেশিই করতে হয়, নিজেকে কোথায় থামাতে হবে কতটা দূরে নিয়ে যেতে পারবে সেই সাথে নিজের শরীর মনের কথা ভাবতে ভাবতে আবার অন্যদের কথাও সেই ব্যস্ত মাথাতেই রাখতে হয়। নইলে হইতো এই জগত সংসার অনেক আগেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতো। প্রেয়সীর স্পর্শে নিজেকে বুদ করে দিতে চাওয়া রাইয়ের নারী মন কে আটকে দিতে তার আরেক সত্তা নিজেকে সামনে দাড় করে দেয়)
-(রাইয়ের কাঁধে মুখ গুজে থাকা রুদ্রের সেদিকে কর্ণপাত করার প্রয়াস নেই, রুদ্রের জিভের ছোঁয়া তে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে চলেছে) ডাকাডাকি করুক তাতে কি? আমি কি এখন আমার বউকে একটু আদরও করতে পারবো না নাকি। কানে তুলো দিয়ে নাও প্রবলেম সলভ
-তোমার মাথায় তো এসব বুদ্ধিই আসবে, পাজি কোথাকার, কি করছো তুমি হ্যাঁ ঘাড় গলা সব চটচটে করে দিলে এমন করে কেউ আদর করে নাকি (রুদ্রের হাত আবার সচল হয়ে উঠেছে, রাই নিজেকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারবে না সেটা ঠিকই বুঝতে পারে। মুখে যতই বলুক অন্তর তো জানে প্রেমিকের প্রতিটা ছোঁয়া ওকে কতটা করে সুখের পরশ বুলাচ্ছে এমন অনূভুতি এর আগে কখনো হয় নি ওর )
অল্প নড়াচড়াতেই রুদ্রের হাতের স্পর্শে কেঁপে উঠে রাই পুরো শরীরে বিদ্যুৎ খেলতে শুরু করে, এই প্রথম কোন পুরুষালী হাত নিজের সংবেদনশীল স্তনে স্পর্শ দিয়ে গেছে। হৃৎপিণ্ডে রক্তের দাপাদাপি বেড়ে গেছে কোন এক অজানা অদ্ভুত অনূভুতি মন আর শরীর দুটোকেই নিজের নিয়ন্ত্রনে নিয়ে গেছে, যার প্রভাবে সেই স্পর্শ টা আবার নতুন করে পেতে চাইছে কামনায় জেগে উঠা অবচেতন মন। নিজের শরীরের সবটা ভার যেন মূহুর্তেই রুদ্রের উপর ছেড়ে দিতে ইচ্ছে করছে রাইয়ের, মনে সাধ জেগেছে রুদ্রের স্পর্শ গুলো উপভোগ করার আর সেখান থেকে সিঞ্চনে সুখ আর ভালোবাসা টুকু নিজের করের নেয়ার। খুব ভালো করেই বুঝতে পারছে নিজের গুপ্তাঙ্গে রসের ধারা বইতে শুরু করেছে।
প্রথমবার অনভিপ্রেত স্পর্শের পর রুদ্রের মনেও আকুলিবিকুলি হয়ে চলেছে সেই কোমল নরম মোলায়েম বক্ষদেশের উন্নত মাংসপিন্ডকে আরেকবার ছোয়ে দেখার। এ যেন কোন পরশ মনি যার স্পর্শে মনের শত শত জমানো সাধ গুলো এক এক করে পূর্ণ হতে থাকে। রুদ্রের সচল আঙুল গুলো একটু একটু করে অগ্রসর হয় রাইয়ের বক্ষদেশের দিকে, কিছুটা নাগাল পেতেই অতি যত্নে সন্তর্পণে নিজের আঙুলের ডগা স্পর্শ করায় স্তনের উপরি অংশে৷ সঙ্গে সঙ্গে কিছুটা কাঁপনি দিয়ে উঠে রাইয়ের শরীর, একবার মুখ তুলে তাকায় রুদ্রের দিকে ছোট হয়ে আসা চোখে অনুমতির আভাস। রুদ্রের হাত রাইয়ের পড়নের গেঞ্জি টা আরেকটু গুটিয়ে উপরের দিকে উঠিয়ে নেয়ার সাথে সাথে বক্ষদেশ আংশিক অনাবৃত হয়ে যায়, উতপ্ত হয়ে থাকা অঙ্গে ফ্যানের বাতাসের শীতলতা অন্যরকম শিহরণ জাগিয়ে তুলে একই মুহূর্তে রুদ্রের মর্দানি হাতের ছোঁয়া পেতেই রাইয়ের স্তনবোটা একটু একটু করে জেগে উঠতে থাকে। অপার ভালবাসার সমুদ্র শিখরে ভাসতে থাকা রাইয়ের ঠোঁট জোড়া নেমে আসে রুদ্রের কপালে সেখান হয়ে ধীরে ধীরে রুদ্রের শুকিয়ে আসা ঠোঁটে আর পরিনত হয় আবেগঘন চুম্বনে, অন্য দিকে স্তনজোড়ায় রুদ্রের হাতের ছোঁয়ায় ক্রমশ তপ্ততা ছড়িয়ে পড়ে রাইয়ের শরীর জোড়ে। নিজের তলপেটের কাছে প্রেমিকের উত্থিত পুরুষ দন্ডের গরম স্পর্শ অনুভব করে মূহুর্তে সারা আগুন ধরে যাওয়ার মত অবস্থা, কিসের টানে কোন লুকায়িত বাসনায় নিজের দেহটাকে হালকা করে নাড়িয়ে দেয়ার ছলে তলপেটের কাছে ফুঁসতে থাকা পুরুষাঙ্গকে একটু পিষে দেয়। কামাগ্নি তে জ্বলতে থাকা দুটি দেহ আকুলতা ভরা চোখে একে অন্যের দিকে তাকিয়ে থাকে....
দরজায় ঠকঠক শব্দ হচ্ছে, ওপাশের কণ্ঠ টা তনুর
-দিদি...এই দিদি ঘুম ভাঙলো কি?? মা ডাকছে সকালে নাস্তা করার জন্য, আর রুদ্র দার জ্বর কমলো কি!
তনুর কন্ঠস্বর কানে পৌঁছাতেই অদ্ভুত এক পরিস্থিতিতে পরে যায় রাই রুদ্র দুজনেই, জেগে উঠা দুটো শরীরের হঠাৎ কেমন শীতলতা বইতে শুরু করেছে। রুদ্র হয়তো মনে মনে তনুর মুন্ডুপাত শুরু করে দিয়েছে। কিন্তু রাই গলায় যেন আওয়াজ পাচ্ছে না দ্রুত শ্বাস ওঠানামা করছে ওর এর মাঝেই বার কয়েকবার ঢোক গিলে কিছুটা শান্ত হয়ে ভাঙা ভাঙা গলায়
-হ্যাঁ এইতো, মাকে বল আমরা আসছি, আর তোর রুদ্র দার জ্বর কমেছে (নিজেকে রুদ্রের বন্ধন থেকে ছাড়িয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে তড়িৎ গতিতে গেঞ্জি টা টেনে নিয়ে ঠিকঠাক করে নেয়, মূহুর্তের মাঝেই যেন একরাশ লজ্জা জেঁকে বসেছে ওর উপর রুদ্রের দিকে তাকাতেও পারছে না আবার ক্ষীন একটা হাসির রেখা ঠোঁটের কোণে ঠিকই উঁকি দিয়ে যাচ্ছে) উঠে পড়ো আমি ফ্রেশ হয়ে আসছি পরে তুমিও ফ্রেশ হয়ে নিও।
-এটা কি হলো? এটা তো কথা ছিল না (মুখটা ভার করে আছে)
-পরিস্থিতি টাই এমন যে মশাই, বাকিটা তোলা থাকলো রাতের জন্য। আমাকে একটু সময় তো দিবে নাকি, এসব কিছু আমার জন্য একেবারেই নতুন যতটা হয়েছে পুরোটাই আমার জন্য প্রথম বার আমার অবস্থাটা বুঝার চেষ্টা করো। (দুষ্টুমির ছলে রুদ্রের দিকে একটু আড় চোখে তাকিয়ে) তুমি যেমন করছিলে মনে হয় অনেক অভিজ্ঞতা, তোমার এ নিয়ে কতবার...
-(রাইয়ের আচমকা এমন এক প্রশ্নে হতবাক হয়ে যায় রুদ্র, একটু আগেও হাস্যোজ্জ্বল মুখটা কেমন ছোট হয়ে অন্ধকারে ছেয়ে এসেছে, পুরো পাল্টে গেছে চেহারার অভিব্যক্তি সেখানে জায়গা নিয়েছে অস্বস্তি আতংক যেন কিসের ভয়ে ভীত হয়ে আছে) মাআআআ...মানেএএএ
-আরে কিছু না এমনি মজা করে বলেছি, তুমি তো দেখি ভয় পেয়ে গেছ। তাড়াতাড়ি উঠো আমি ফ্রেশ হয়ে আসছি। (আলনা থেকে জামা কাপড় নিয়ে রাই দ্রুত পায়ে বাথরুমের দিকে চলে যায়)
চেয়ার টা একটু ঠেলে টেবিলের সামনে এগিয়ে এসে রিদ্ধিমা ফোনটা তুলে নিয়ে কাউকে একটা ফোন করে কারও উপস্থিতি সম্পর্কে জানতে চায়, ওদিকের অজানা কেউ কি বলছে সেটা জানা যায় না তবে রিদ্ধিমার কপালে কিছুটা ভাজ দেখা যাচ্ছে। কলটা কেটে দিয়েই চেয়ার ছেড়ে উঠে রিদ্ধিমা কোথাও একটা বেরিয়ে গেল।
রুদ্রের বাইকটা একটু বেশি গতিতে হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে, এতোক্ষণে শহর ছেড়ে বেরিয়ে গেছে। সামনেই একটা আবাসন প্রকল্পের কাজ চলছে, রুদ্রের বাইকটা সে দিকের রাস্তাটা ধরে চলতে থাকে। একটা বাগানের মত জায়গায় এসে বাইকটা রেখে বড় আম গাছটার দিকে এগিয়ে যায় রুদ্র, গা শীতল করে দেবার মত ঝিরিঝিরি বাতাস বইছে। গাছটার নিচে একটা মাচা বাঁধা আছে সেটার উপরে বসে রুদ্র দু চোখ বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে, বারবার রাইয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছে আর সেই কথাটা কানে বাজছে বারবার। রুদ্রের হার্টবিট টা ধীরে ধীরে বেড়েই চলেছে, কপালে বিন্দু ঘাম জমছে হাত পায়ের তলা গুলো ভিজে উঠেছে, শরীরটা কেমন যেন লাগছে খানিকটা অসারতা চলে আসছে। এত কিছুর মাঝে মৃদু বাতাসটা গায়ে একটু প্রশান্তি ছোয়ে যাবার চেষ্টা করছে, রুদ্র মাচার উপরে চোখ বন্ধ করে শুয়ে পড়ে।
মিনিট ত্রিশ পর রিদ্ধিমা না না... হাবভাবে যা বুঝা যাচ্ছে এটা রাই অফিসে ফিরে আসে হাতে কিছু একটা নিয়ে। ওর চোখে মুখে একটা ভীত অবস্থা বিরাজ করছে স্বভাব সুলভ ছোট ছোট পা ফেলে নিজের রুমের দিকে চলে যায়। রুমে ঢুকেই একটা নাম্বারে ফোন করে...
গাছের নিচের শীতল ছায়ায় ঝিরিঝিরি বাতাসের প্রভাবে চোখটা লেগে এসেছিল রুদ্রের, হঠাৎ প্যান্টের পকেটে সাইলেন্ট মোডে থাকা মোবাইলের কাঁপুনি তে তন্দ্রা ভাবটা কেটে যায়। ধড়ফড়িয়ে উঠে বসে রুদ্রের চোখে মুখে একটা ভয়ের রেখা স্পষ্ট, খুব বাজে একটা স্বপ্ন দেখছিল সে ভাগ্যিস তখনি ফোনটা এসেছিল। পকেট থেকে মোবাইল টা বের করেই দেখে রাই ফোন করেছে, ঘড়ির কাটা বলছে দুপুর হয়ে এসেছে লাঞ্চের জন্যই হয়তো ফোন করেছে নিজেকে একটু স্বাভাবিক করে কল রিসিভ করে
-হুম বলো।
-কোথায় তুমি?
-কোথায় আবার সাইটে আছি, এইতো একটু পর অফিসে চলে আসবো। তুমি লাঞ্চ করেছো।
-আজকাল মিথ্যে বলা শুরু করেছো! তুমি সাইটে থাকলে আমি তোমাকে দেখলাম না কেন? না আছো তুমি না আছে তোমার বাইক হ্যাঁ তবে তোমার হেলমেট টা পেয়েছি। কোথায় গিয়েছো আর হেলমেট ছাড়া বাইক চালাচ্ছো কেন?
-(রাই যে সাইটে গিয়েছিল সেটা রুদ্রের জানা নেই, তাই মিথ্যে টা বলে আপাতত বিষয়টা স্বাভাবিক করতে চেয়েছিল কিন্তু এখন ধরা পড়ে খানিকটা ভিমড়ি খেয়ে গেছে) না মানে, এই তো একটু বাইরে মানে অন্য কাজে এসেছি। এক্ষুনি চলে আসছি অফিসে এসে এক সাথে লাঞ্চ করবো কেমন।
-(উত্তর টা মনপুত হয় না, আর হবার কথাও না রাইয়ের মানে রিদ্ধিমার। কারণ সাইটে গিয়ে জেনেছে সেখানে ওয়ার্কার দের সাথে কিছু একটা নিয়ে খুব বেশি রিয়্যাক্ট করেছে, বাকিদের মতে আগে কখনো এমন আচরন করেনি আর রুদ্র কোন একটা বিষয় নিয়ে হয়তো আগে থেকেই আপসেট ছিল। এই বিষয়টা সেদিন থেকেই খেয়াল করছে রুদ্র মাঝে মাঝে কেমন যেন হয়ে যায়, কোন একটা চাপা আতংক বা ভয়ে ভীত হয়ে থাকে। কিছু তো একটা হয়েছেই আর সেটাই জানতে হবে) হুম সাবধানে এসো, বেশি জোরে বাইক চালাবে না বলে দিলাম। আমি অপেক্ষা করছি তুমি আসলে একসাথেই লাঞ্চ করবো।
-ওকে, লাভ ইউ ( কল টা কেটে দিয়ে একটা লম্বা নিঃশ্বাস নেয় রুদ্র মনে মনে ভাবতে থাকে, না আর দেরি করা ঠিক হবে না যত তাড়াতাড়ি সম্ভব সবটা রাই কে বলে দিতে হবে। যদি আরও দেরি করে ফেলে তবে না আবার ঐ স্বপ্নটাই সত্যি হয়ে যায় কে জানে, নিজের চেয়ে রাইয়ের উপর ওর ভালোবাসা আর বিশ্বাসের উপর ওর বেশি আস্থা আছে রুদ্রের। আর দেরি করে না মাঁচা থেকে নেমে বাইকের দিকে এগিয়ে যায়)
অফিসে ফিরে এসে একবার রাইয়ের রুম হয়ে নিজের রুমে চলে যায় রুদ্র, ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হতেই দেখে রাই টেবিলে খাবার সাজাতে ব্যস্ত। এর মানে ও বাসা থেকেই খাবার নিয়ে এসেছিল, কিন্তু আগে তো খেয়াল করেনি নাকি খেয়াল করার মত মানসিক অবস্থার মাঝেই ছিল না সর্বদা নিজেকে আড়াল করতেই ব্যস্ত ছিল হয়তো। খাবার খেতে খেতে রুদ্র বারবার আড় চোখে রাই কে দেখছিল মনে মনে ভাবছে এই বুঝি এটোম বোমের মত ফাটবে, রাই যে ওকে খুঁজতে সাইটে চলে যেতে পারে সেটা ভাবতেও পারে নি মোবাইলটাও সাইলেন্ট করে রেখেছিল নইলে তো ও যে এত গুলো কল করেছে সেটা আগেই জানতে পারতো। রাইয়ের নাকি রিদ্ধিমার চেহারার মাঝে অদ্ভুত এক শীতলতা ছেয়ে আছে ও নিজের মত করে খেয়ে যাচ্ছে আর মাঝে মাঝে রুদ্রকে তাড়াতাড়ি খাওয়ার জন্য তাগাদা দিচ্ছে। গত কয়েকদিনের মাঝে আজকের মত শান্ত রাইকে দেখা হয়নি রুদ্রের, সেটাই যেন রুদ্রের মনে ভয় টা একটু বেশি করে ধরা দিচ্ছে তবে কি ঐ বাজে দুঃস্বপ্ন টাই সত্য হয়ে যাবে। খাওয়া প্রায় শেষের দিকে রাই নিজের দিকের বক্স গুলো গুছিয়ে নিচ্ছে
-( দোটানার মাঝেই রুদ্র বলে উঠে) তোমার সাথে একটু কথা ছিল, একটা বিষয়ে তোমাকে জানানো দরকার।
-(রুদ্রের দিকে শীতল চাহনি দিয়ে) সিরিয়াস কিছু? যেটাই হোক এখানে নয়, বাসায় যাই তারপর ঠান্ডা মাথায় যা বলার বলো। আর যাবার সময় মনে করে আমাকে নিয়ে যেও কিন্তু( ছোট্ট একটা হাসি দিয়ে রাই নিজের রুমের দিকে চলে যায়)
অফিস ছুটি হয়ে গেছে রুদ্র রাই কে ডাকতে ওর রুমে গিয়ে দেখে রাই রুমে নেই মনে মনে ভাবে রাই কি চলেই গেল নাকি কে জানে, জানার জন্য ফোন করতেই জানতে পারে রাই নিচে পার্কিং-এ অপেক্ষা করছে৷ নিচে নামতেই দেখতে পায় ওর বাইকে হেলমেট টা হাতে নিয়ে রাই বসে আপন মনে পা দোলাচ্ছে মনে হয় ইয়ারপড এ গান শুনছে, রুদ্র কাছে যেতেই ও বাইক থেকে নেমে রুদ্র কে উঠতে দেয় তারপর নিজে পেছনে বসে
-(হেলমেট টা রুদ্রকে পড়িয়ে দিতে দিতে) আমাকে বাইক চালানো শিখাবে? আমিও তোমার মত বাইক চালিয়ে অফিসে আসবো (আহ্লাদী একটা ভাব চোখে মুখে)
-কবে থেকে শিখবে বলো? তুমি শিখে গেলে আমি তখন তোমার পিছনে বসে অফিসে আসবো।
-এমনি এমনি তো তোমাকে বাইকে নেবো না, ভাড়া দিতে হবে কিন্তু (হি হি করে হাসতে থাকে)
-তাহলে তো আমাকেও ড্রাইভিং শিখানোর টাকা দিতে হবে বলে দিলাম
পার্কিং ছেড়ে সড়কে উঠে গেছে ওদের বাইক, পেছন থেকে রাই দুহাতে রুদ্রের কাঁধ জড়িয়ে ধরতেই বাইকের গতি বাড়তে থাকে।
বাসায় ফিরে ড্রেস চেঞ্জ করেই রাই কোথায় যেন চলে গেল, রুদ্র নিজেও ফ্রেশ হয়ে বসার রুমের দিকে যেতে গিয়ে রান্নাঘর থেকে রাই আর অঞ্জলি দেবীর গলার আওয়াজ শুনতে পায়। এর মানে এর মাঝেই রান্নাঘরের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিচ্ছে সে। খানিকবাদেই বসার ঘরে চা আর জলখাবার চলে আসে সাথে বাসার বাকি সদস্যরাও চলে এসে, আজ সব রাই নিজেই করেছে তেমনটাই বলছে রুদ্রের মা সেই কারণে অবিনাশ বাবু আর ছুটকির কাছে বাহবাও পাচ্ছে। বাকিরা গল্পে মশগুল হলেও এক কোনে রুদ্র একটু আলাদাভাবেই বসে আছে মাঝে মাঝে শুধু বাকিদের কথায় সায় দিচ্ছে মাত্র, রুদ্রের আনমনা ভাবটা রাইয়ের চোখ এড়ায় না এক দুবার নিজের হাতে বিস্কুট ও খাইয়ে দিয়েছে সে। নিজের চা শেষ করেই রুদ্র বাকিদের বলে ঘরে চলে যায়, সবার চা খাওয়া শেষে কাপ প্লেট গুলো নিয়ে রাই রান্নাঘরের দিকে চলে যায়।
কাপ প্লেট গুলো রেকে সাজিয়ে রেখে রাই নিজের ঘরে চলে আসে। ঘরে ঢুকেই ওর উন্মুখ চোখ জোড়া রুদ্রের খোঁজ করে, রুদ্র জানালার কাছেই দাঁড়িয়ে আছে ওর দৃষ্টি বাইরের দিকে। রাই পাশে গিয়ে রুদ্রের বাম বাহু দুহাতে জড়িয়ে ধরে কাঁধের
কাছে মাথা ঠেকিয়ে দাঁড়ায়
-কি হয়েছে তোমার, কদিন ধরেই দেখছি কেমন একটা হয়ে গেছো তুমি। কিছু হয়েছে কি? আমাকে বলো কিছু তো একটা লুকাতে চাইছো সেটা কি? আর হ্যাঁ তখন অফিসে কি বলতে চাইছিলে যেন!
-অনেক কিছু বলার আছে তোমাকে। অনেক কথা যা তুমি জানো না, কিন্তু তোমাকে জানানো দরকার আরও আগেই জানানো দরকার ছিল কিন্তু আমি পারি নি। এখন মনে হচ্ছে এমনিতেই অনেক দেরি করে ফেলেছি আর সময় নেয়া ঠিক হবে না। শুধু তুমি আমার পাশে থেকো, আমাকে বুঝার চেষ্টা করো। আমি জানি যে ভুল হয়েছে সেটা ক্ষমা করার মত না এরপরও তোমার কাছে ক্ষমা চাইবো একবার নয় বারবার, তুমি থাকবে তো আমার পাশে? (রুদ্রের চোখ দুটো ছলছল করছে, গলার আওয়াজ ধরে এসেছে)
-এভাবে বলছো কেন, এমন কি হয়েছে যে ক্ষমা চাইতে হবে? তোমার পাশে থাকবো বলেই এত লড়াই করলাম আর এখন তুমি এ কথা বলছো। কেন থাকবো না তোমার পাশে, তোমাকে ছেড়ে কোথায় যাবো তুমি ছাড়তে চাইলেও তো আমি তোমাকে ছাড়বো না কখনো। এখন বলো কি বলতে চাও আমাকে? আর নিজের মাঝে চেপে রেখে কষ্ট পেতে হবে না, তুমি কষ্টে থাকলে আমারও তো কষ্ট হয়।
-বলবো সব বলবো তবে এখানে নয়, কাল এক জায়গায় যাবো সেখানেই সব বলবো।
-কোথায় যাবে?
-যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল, সেখানেই শেষ দেখবো (রুদ্রের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাই)