04-09-2022, 08:08 PM
(04-09-2022, 06:26 PM)Sanjay Sen Wrote: যুধিষ্ঠির সেয়ানা মাল ছিল। দ্রৌপদীকে কুমারী অবস্থায় দেওয়ার জন্য অন্য ভাইদের ভুলভাল গল্প শুনিয়েছিল, এদিকে আবার সবাইকে সত্যের জ্ঞান দিয়ে বেড়াতো।
না না .. এটা ঠিক নয়। যুধিষ্ঠির মহাজ্ঞানী ছিলেন, আর কখনো মিথ্যে কথা বলেননি (অশ্বত্থামা হত ইতি গজ ছাড়া)।
দ্রৌপদীকে কুমারী হিসেবে পাওয়ার সুখ পঞ্চপান্ডদের সকলেই পেয়েছে। কারণ টানা এক বছর একজন স্বামীর কাছে থাকার পর, পরবর্তী স্বামীর কাছে যাওয়ার আগে দ্রৌপদী অগ্নিতে প্রবেশ করে নিজেকে শুদ্ধ এবং কুমারী করে নিতো।