03-09-2022, 09:04 PM
(03-09-2022, 02:20 PM)Somnaath Wrote: as usual great update , day by day তোমার writing skill improve হয়ে চলেছে। এই ফোরাম তোমাকে একজন প্রকৃত লেখক হতে সাহায্য করলো, এটা অস্বীকার করার উপায় নেই। keep going
খুব দামী কথা বললে। ছোটবেলা থেকে বিভিন্ন দেওয়াল পত্রিকায় এবং পরবর্তীতে বড় হওয়ার পর ওয়েব পত্রিকায় যৎ সামান্য কিছু লিখলেও, প্রকৃত অর্থে এই ফোরাম আমাকে লিখতে শিখিয়েছে। হয়তো একদিন জীবনযুদ্ধে অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়বো, কিংবা হয়তো এই পৃথিবীতে আমার প্রয়োজন ফুরাবে .. তাই এই ফোরামে হয়তো আর আসা হবে না। কিন্তু চিরজীবন মনে রেখে দেবো xossipy.com কে ..