03-09-2022, 11:59 AM
(03-09-2022, 10:32 AM)Sanjay Sen Wrote: শুরুতেই বলি পর্বের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য দেখে আপডেটের নাম আর প্রচ্ছদের ব্যবহার বরাবরের মতই দুর্দান্ত। এবার লেখার বিশ্লেষণের প্রসঙ্গে আসি। ইন্সপেক্টর গোস্বামী এই নামটা আমার কাছে ক্রমশ গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হয়ে উঠছে। কেন জানিনা মনে হচ্ছে ভদ্রলোক কিছুটা হলেও রহস্যটা আন্দাজ করতে পেরেছে, তা না হলে ওই পরিস্থিতিতে যে কথাগুলো কামরাজকে বললো তাতে এটা অন্তত বোঝা যাচ্ছে যার মৃত্যু ঘটেছে এবং যে ব্যক্তি তাকে শনাক্ত করতে এসেছে দু'জনের সম্বন্ধেই খুব একটা ভালো ধারণা পোষণ করে না ইন্সপেক্টর। যৌনতার পার্ট নিয়ে কিছু বলতে চাই না - ওই সব বর্ণনায় তুমি পিএইচডি করে নিয়েছো। রইল বাকি হেডমাস্টারের মৃত্যুর sequence - শিকার এবং শিকারির কথোপকথন দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছো, তবে কিছু ক্ষেত্রে ব্যাপারটা cinematic এবং pre assumption হয়ে যাচ্ছে, এটা ভবিষ্যতে খেয়াল রেখো। অন্য কোনো লেখক হলে এত ভালো আপডেটের মধ্যেও কখনোই ভুল ধরার চেষ্টা করতাম না। I want you to become the best writer in this forum, তাই কথাগুলো বললাম। দুর্দান্ত হচ্ছে লিখতে থাকো সঙ্গে আছি।
দুর্দান্ত বিশ্লেষণ তবে ইন্সপেক্টর গোস্বামী প্রসঙ্গে যে কথাগুলো বললে, সেই বিষয়ে বলি .. নিশীথ বটব্যাল মৃত্যুরহস্য সম্পর্কে উনি কি জানতে পেরেছেন বলতে পারবো না। তবে উনি তো একজন পুলিশ অফিসার আর ওই এলাকার এমএলএ সাহেব, জিএম সাহেব, এবং আমাদের প্রধানশিক্ষক যে বিভিন্ন ক্রাইমের (প্রধানত নারীঘটিত কেস) সঙ্গে এত বছর ধরে যুক্ত রয়েছে এই সম্বন্ধে ইন্সপেক্টর গোস্বামী ওয়াকিবহাল .. সে কথা বলাই বাহুল্য। সর্বোপরি অরুন্ধতী এবং অনিরুদ্ধর মৃত্যুর পেছনে এদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাত রয়েছে এটাও তো তার না জানার কথা নয় .. শুধু বিষয়টা প্রমাণিত হয়নি বলে তার হাত-পা বাঁধা। তাই হয়তো সুযোগ পেয়ে কামরাজকে ফ্রি-ফান্ডে একটু জ্ঞান দিয়ে দিয়েছে। আর নিশীথ বাবুর মৃত্যুর সময়কার ঘটনাপ্রবাহ কিছুটা অতি নাটকীয় হয়ে গিয়েছে এই ব্যাপারে সন্দেহ নেই .. কিন্তু সেই পরিস্থিতিতে যতটুকু বাস্তব সম্মতভাবে রেখে বিষয়টা প্রতিস্থাপন করা যায় তার চেষ্টা করেছি এবং সেটাই কাম্য ছিলো। তবে "পূর্ব অনুমান" এর যে ব্যাপারটা বললে সেটা মাথায় রাখার চেষ্টা করবো।