03-09-2022, 09:14 AM
(02-09-2022, 10:24 PM)Baban Wrote:গুরু কি দিলে!! সেরার সেরা পর্ব পেলাম আমরা আজকে!! যেমন ভয়ঙ্কর উত্তেজক তেমনি বীভৎস শেষ অংশ। ওই বিকৃত কিন্তু উত্তেজক মিলন বর্ণনা যেমন গা গরম করতে সক্ষম, তেমনি নিশিথের মৃত্যু বা বলা উচিত তার নোংরা স্বীকারোক্তি যা গোগোলকে আবারো মানুষ থেকে অমানুষ করে দিতে সক্ষম হলো। এই গল্পের একটা বিষয় যেটা অনেকেই হয়তো লক্ষ করেছে বা কেউ কেউ নাও করতে পারে সেটি হলো এক নিষ্পাপ বালকের ভয়ঙ্কর ভবিষ্যতের আরম্ভ। সে হয়তোবা নিজের পিতা মাতার জন্য এসব করছে কিন্তু তার ভেতরের সভ্য কিংবা বলা উচিত আদুরে মিষ্টি বাবুটাকে নিজের হাতে চুপ করিয়ে এক অন্য পুরুষ জন্ম নিয়েছে তার ভেতর। এক অন্য গোগোল.... নানা গোগোল নয় অনির্বান। যে ভালোবাসতে জানুক বা নাই জানুক মারতে জানে। তা সে ঠিক হোক বা বেঠিক। তার মস্তিস্ক তাকে অন্য মানুষ বানিয়ে তুলছে। এটা প্রচন্ড ভয়ঙ্কর হতে পারে ভবিষ্যতে।
অসাধারণ একটা পর্ব
খুব ভালো বললে, তোমার কথার পরিপ্রেক্ষিতে এই কয়েকটা পংক্তি যুক্ত করলাম -
नफरतों के तीर खा कर, दोस्तों के शहर में .. हमने किस किस को पुकारा, ये कहानी फिर सही .. क्या बताएँ प्यार की बाजी, वफ़ा की राह में, कौन जीता कौन हारा, ये कहानी फिर सही ..
(02-09-2022, 10:37 PM)Baban Wrote: এর ছোট্ট উত্তরে যদি আমি একটু বলি - মানুষের মস্তিস্ক বড়ো রহস্যময় একটা জিনিস। এ যে কখন কি চায় সেটা ভাবা সবসময় সম্ভব হয়না। স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে একটু বা বিশাল পরিমানে অস্বাভাবিক কিছুর সাক্ষী হলে প্রথমে ভয় ও পরে হয়তো আকর্ষণ বীভৎস রূপে বৃদ্ধি পেতে পারে। সবকনসাস মাইন্ড ওই ব্যাপারটাতে আসক্ত হয়ে উঠতে পারে। তাই হয়তো এতো বীভৎস একটা নারকীয় মুহূর্তের সাক্ষী হয়েও কিছুক্ষনের জন্য হলেও মৌমিতার মাইন্ড দুজন পুরুষ বা অধিক পুরুষের এই নোংরামিকে দারুন ভাবে উপভোগ করছে।
হ্যাঁ, কথাগুলো অনেকাংশই ঠিক বলেছো।