03-09-2022, 09:11 AM
(02-09-2022, 10:20 PM)nextpage Wrote: দাদা তুমি ম্যাজিশিয়ান....
উপন্যাস টা এমন একটা জায়গায় এনে ফাঁদ পেতেছো যেখানে উত্তেজক যৌন অংশকে অবহেলা করা যায় না আবার অন্যদিকের থ্রিলারের রহস্য উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা মন কে শান্ত করা যায় না।
সামন্ত আর আলমের কাছে নিগৃহীত হওয়ার বর্ণনায় তুমি মৌমিতাকে নিজ থেকে তেতে উঠছে বললে, গল্পের ভাষ্য মতে মাঝে মাঝে সে নিজেও উপভোগ করে কিন্তু সত্যিই কি এমন ভাবে যৌন নিগৃহ বা যৌন অত্যাচারীত হবার সময় নিজ থেকে উপভোগ করা যায়? প্রশ্ন টা এই কারণেই বলা কারন তোমার অনবদ্য সৃষ্টিশীল জাদু এটা আর উপন্যাসের শুধু গল্পের পাতায় আটকে নেই কোথাও না কোথাও বাস্তবিকতার সাথে রিলেইট করে।
যেখানে সব কিছু শুরু হয়েছিল সেখান থেকেই আবার শুরু হয়েছে তবে এবার পাশার উল্টো দানে। কামরাজ সামন্ত ছেড়ে কথা বলবে না সেটা অর্নিবান নিজেও বুঝতে পারছে কিন্তু ওকে যে প্রতিশোধ টা নিতেই হবে। নিশীথের মুখে অরুন্ধতীর সাথে ঘটে যাওয়া ঘটনা গুলো এমন করে বলাচ্ছিলে যে আমার নিজের মাথায় গরম হয়ে গিয়েছিল যে গোগোলের জায়গায় অন্য কেউ থাকলেও আজ খুন টা হয়েই যেত।
গোগোলের স্বপ্ন গুলো আরও ভয়ংকর হয়ে চলেছে, আর ওকে সকাল বাথরুমের সামনেই পাওয়া টা কষ্টদায়ক ওকে নিয়ে আমার অন্য চিন্তা হচ্ছে।
আমি মৌমিতাকে তেতে উঠতে বলিনি, বলেছে পরিস্থিতি আর তার মনের সুপ্ত বাসনা। এই উপন্যাসে অরুন্ধতী আর মৌমিতা .. এই দু'জনের দুর্বৃত্তদের হাতে ভোগ্যবস্তু হওয়ার প্রেক্ষাপট এবং ঘটনাসমূহ সম্পূর্ণ আলাদা। কথাটা বলতে এবং শুনতে খুব খারাপ লাগলেও মৌমিতার এই অবস্থার জন্য অনেকাংশে সে নিজেই দায়ী। বোকা স্বভাবের মৌমিতা লোভী তো ছিলোই, তার সঙ্গে ভেতরের নিষিদ্ধ সুপ্ত বাসনা না থাকলে তাকে এই পর্যায়ে কেউ নষ্ট করতে পারতো না, যেটা অরুন্ধতীকে পারেনি .. সে নিজের প্রাণ দিয়ে চিরজীবনের জন্য এদের ক্রীতদাসী হওয়ার থেকে নিজেকে উদ্ধার করেছে।
গোগোলের জীবন সংগ্রাম এবং লড়াই করার রাস্তা আরও কঠিন থেকে কঠিনতর হতে চলেছে, কারণ উল্টো দিকে যে/যারা আছে তারাও সব এক সে বারকার এক। এখন সবকিছুই সময়ের উপর ছেড়ে দিতে হবে আমাদের।