02-09-2022, 10:37 PM
(02-09-2022, 10:20 PM)nextpage Wrote: সামন্ত আর আলমের কাছে নিগৃহীত হওয়ার বর্ণনায় তুমি মৌমিতাকে নিজ থেকে তেতে উঠছে বললে, গল্পের ভাষ্য মতে মাঝে মাঝে সে নিজেও উপভোগ করে কিন্তু সত্যিই কি এমন ভাবে যৌন নিগৃহ বা যৌন অত্যাচারীত হবার সময় নিজ থেকে উপভোগ করা যায়?এর ছোট্ট উত্তরে যদি আমি একটু বলি - মানুষের মস্তিস্ক বড়ো রহস্যময় একটা জিনিস। এ যে কখন কি চায় সেটা ভাবা সবসময় সম্ভব হয়না। স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে একটু বা বিশাল পরিমানে অস্বাভাবিক কিছুর সাক্ষী হলে প্রথমে ভয় ও পরে হয়তো আকর্ষণ বীভৎস রূপে বৃদ্ধি পেতে পারে। সবকনসাস মাইন্ড ওই ব্যাপারটাতে আসক্ত হয়ে উঠতে পারে। তাই হয়তো এতো বীভৎস একটা নারকীয় মুহূর্তের সাক্ষী হয়েও কিছুক্ষনের জন্য হলেও মৌমিতার মাইন্ড দুজন পুরুষ বা অধিক পুরুষের এই নোংরামিকে দারুন ভাবে উপভোগ করছে।