01-09-2022, 12:28 PM
(31-08-2022, 11:34 PM)Baban Wrote:খুব খুব খুব মিষ্টি একটা পর্ব পেলাম আজকে। স্বামী স্ত্রীয়ের মাঝের কিছু এমন মুহুর্ত যা হয়তো বিশেষ ভাবে ব্যাখ্যা করা যায়না। কখনো সেই সম্পর্কে আসে ছেলেমানুষি দুস্টুমি, কখনো অনুরাগ, কখনো শয়তানি কখনো বা আদর, কখনো সম্পর্ক একেবারে পাল্টে সেটাই হয়ে যায় মা সন্তানের সম্পর্ক। হ্যা স্ত্রী কখনো কখনো মাও হয়ে যায় আবার প্রেমিকাও, আবার কখনো নিজেই ছোট্ট বাচ্চা । একই অঙ্গে নানান রূপ তার। সে যে শক্তির উৎস।
দারুন লাগলো ♥️♥️♥️
নারী হলো প্রকৃতি আদি শক্তি।
এই শক্তির রূপের শেষ নেই, গুনের শেষ নেই। পরিস্থিতি, স্থান, কাল, পাত্র ভেদে নিজেকে ভাঙতে থাকে গড়তে থাকে।



দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
