31-08-2022, 09:42 PM
উফফফফফ! দারুণ দারুণ! লোকটা সত্যিই জানে কিকরে মাইন্ড নিয়ে খেলতে হয় নইলে বাবলি কিনা নিজেই ঘরে ডেকে আনতে বাধ্য হয়। ভেতরের খিদে কি পরিমানে বাড়িয়ে দিয়েছে লোকটা। সাথে আবার আরো প্ল্যান আছে জানতে পারলাম। না জানি কিকি অপেক্ষা করছে মেয়েটার জন্য। বাবলি আর আত্রেয়ীর কথোপকথনটা দারুণ উপভোগ করলাম। কিন্তু শেষের চমকটা সাংঘাতিক!