31-08-2022, 09:22 PM
লহরী-২
দুপুরের লাঞ্চ করেই জয় আর পল্লবী ওদের ফ্লাইট ধরার জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। এর আগেই অনেক আত্মীয় স্বজন একে একে বিদায় নিয়েছে, বিয়ে বাড়ির হৈ-হুল্লোড় একটু একটু করে স্তিমিত হতে শুরু করেছে। পল্লবীর চঞ্চলতায় বিয়ে বাড়ি যেন আরও মুখুর হয়েছিল, ওর চলে যাওয়াতেই বেশি ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। এইতো আজ রাই রুদ্র রা দ্বিরাগমনে চলে গেলে বাসা আরও নিস্তব্ধ হয়ে যাবে, কিছুদিন এই হৈ-হুল্লোড়েরের পর এখন নিস্তব্ধতা টা কানে খুব বাজে ভাবেই বাজতে থাকবে, মনে হয় এই বুঝি ওদিকে বাচ্চা গুলো দৌড়াদৌড়ি করছে, খাবার টেবিলে কে আগে বসবে সেটা নিয়ে চেচামেচি হচ্ছে, সন্ধ্যায় রান্না ঘরে চা জলখাবারের তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু আজ আর কিছুই নেই কেমন খালি খালি লাগছে সবকিছু, চারদিক শূন্যতার চাদরে ঢেকে আছে। একটু পর রুদ্ররাও বের হয়ে যাবে গাড়ি চলে এসেছে, ওদের লাগেজ আগেই গোছগাছ করা হয়ে গেছে এখন হয়তো জামা কাপড় পাল্টে নিচ্ছে।
রুদ্র বাথরুমে ঢুকেছে বের হয়েই ওর জামাকাপড় পড়ে নেবে, ওর বাথরুমে সময় একটু বেশিই লাগে সেটা রাইয়ের ভালো করেই জানা। রাই যে শাড়িটা পড়ে দ্বিরাগমনে বাড়ি যাবে সেটা বাইরে রেখে বাকিসব লাগেজে ভরে নিয়েছে। সকালের পড়নের শাড়িটা খুলে ভাজ করে আলনায় রেখে দিয়ে বিছানা থেকে নতুন শাড়িটা নিয়ে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাড়ায়। শাড়িটার এখনো ভাজ ও ভাঙা হয়নি, লাল আর হালকা সবুজের শেডের শাড়িটা বেশ ভারী কাজ করা এমনিতেই শাড়ি পড়াটা ওর কাছে দুরূহ কাজ আর নতুন শাড়ি হলে তো কথাই নেই, কুঁচি তুলবে কি করে সেটাই চিন্তার বিষয়। আয়নার সামনে দাড়িয়ে রাই একবার নিজের দিকে চোখ বুলায় সবুজ রঙের পেটিকোট আর শাড়ির সাথে ম্যাচিং হাতের কাজ করা করা লাল ব্লাউজ পরিহিতা এই রাইকে যদি এখন এই রূপে রুদ্র দেখে নেয় তবে ওদের যাওয়া যে ঘন্টাখানেক পিছিয়ে যাবে সেটার জন্য রকেট সাইন্স জানা লাগবে না বোধ হয়৷ হালকা গভীর নাভীর এক আঙ্গুল নিচেই পেটিকোট কোমড় জড়িয়ে আছে, উচ্চতার সঙ্গে বেশ মানানসই ফিগারের অধিকারী রাই। কেউ মোটা বলতে পারবে না এমন করেই মাংসপেশি জুড়ে আছে নিতম্বে আর বক্ষদ্বয়ে, এমন স্বাস্থবতী রাই হাঁটার সময় ধীর ছন্দে কেঁপে উঠে বক্ষের সৌন্দর্য বর্ধন করা স্তনদ্বয় তবে সেটা বাকিদের নজরে খুব কমই আসে মার্জিত পোশাকের কারণে।
রাই শাড়ি পেঁচিয়ে দাড়িয়ে আছে কিন্তু কুঁচি টা ঠিক মত ধরতে পারছে না, বারবার চেষ্টা করছে কিন্তু হাত ফসকে যাচ্ছে নতুন শাড়ির এই একটা সমস্যা। রাই ভাবে রুদ্র কে ডাকলে কেমন হয় ও একটু হেল্প করে দিবে, সেই কখন বাথরুমে ঢুকেছে বের হবার নামই নেয় না
-(শাড়ির কুঁচি টা হাতে ধরে বাথরুমে কাছাকাছি গিয়ে একটু জোর গলায়) কি হলো ঘুমিয়ে টুমিয়ে পড়লে নাকি ভেতরে, একটু তাড়াতাড়ি বাইরে আসো তো।
-ঘুমাবো কেন, আসতেছি। তোমার সাজগোজ কি হয়েছে? (কথা বলতে বলতেই রুদ্র বাথরুম থেকে বের হতেই দেখে রাই শাড়ির হাতে নিয়ে দাড়িয়ে আছে, অর্ধ বস্ত্রাবৃত রাইয়ের মনোহরা রূপে দেখে রুদ্র নিজের চোখ সরাতে পারছে না, রীতিমতো বুভুক্ষের মত করে ওর দিকে তাকিয়ে আছে)
-(রুদ্রের ওমন করে তাকিয়ে থাকা দেখে রাইয়ের কেমন যেন লাগছে, ওর চাহনিতেই সারা শরীর কেমন শিরশিরানি দিয়ে উঠছে) ওমন করে তাকিয়ে আছো কেন পাজি ছেলে একটা, ইচ্ছে করে চোখ দুটো গেলে দেই এখনি (রাইয়ের বকুনি শুনেই রুদ্র পেছন দিকে ঘুরে যায়, মনে মনে ভাবে আচ্ছা একটু তাকিয়ে ছিল তাতে আবার এমন করে কথা শুনাতে হয় কেন সেটাই বুঝি না নিজের বউকেও যদি একটু দেখতে না পারি তবে কি অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকবো নাকি এখন তো মনে হয় সেটাই করতে হবে, ওর দিকে আর ফিরে তাকাবই না) (রুদ্র উল্টো দিকে ঘুরে যেতেই মনটা খারাপ হয়ে যায় রাইয়ের, এ কেমন জ্বালা কিছুই বুঝতে পারে যখন ওর দিকে তাকিয়ে ছিল তখন কেমন কেমন যেন লাগছিল আবার যখন চোখ সরিয়ে নিল তখন মনে হলো কি যেন হারিয়ে গেল নিজের কাছ থেকে অদ্ভুত শূণ্যতা ঘিরে ধরতে চায়। অভিমানী মনটা চঞ্চল হয়ে উঠে নিজেকে প্রিয়র চোখে প্রতিফলিত হতে দেখতে, রাই একটু রুদ্রের দিকে এগিয়ে যায় আর পিঠে ছোট্ট করে চিমটি কাটে) ঐ পেছন ফিরে আছো কেন? আমাকে দেখতে ভালো লাগে না বুঝি, আর লাগবেই বা কেন আরও কত কত সুন্দরী দেখেছো এখন আর আমাকে ভালো লাগবে কেন।
-(রুদ্র ভাবে আচ্ছা মুশকিল হলো তো তাকিয়ে থাকলেও দোষ না তাকালেও দোষ বিবাহিত জীবন বেশ প্যারাময়) তুমিই তো বললে ওমন করে না তাকাতে তাই তো.... থাক, কি কাজ সেটা তো বলো।
-(মুখটা একটু গোমড়া ভাব করে নাকি স্বরে রুদ্রের পিঠে আঙুল দিয়ে আঁকিবুঁকি কাটতে কাটতে) আমি একবারো তাকাতে না করিনি তো বলিছি ওমন করে না তাকাতে, তুমি ওভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমার কেমন জানি লাগে তুমি ওসব বুঝবে না। আমার দিকে ঘুরে তাকাও আগে আর শাড়ির কুঁচিটা একটু ঠিক করে দাও তো।
রুদ্র মুচকি হাসি হেসে রাইয়ের দিকে ফিরে তাকায়, রুদ্রের চোখ রাইয়ের চোখে পড়তেই রাই দৃষ্টি সরিয়ে নেয় ওর মুখেও দুষ্টুমির হাসি খেলতে শুরু করে। রুদ্র এগিয়ে এসে রাইয়ের হাত থেকে শাড়ির গোছ টা নিয়ে ওর দেখানো মতো একটার পর একটা ভাজ তুলতে থাকে, কুঁচি তোলা শেষে রুদ্র রাইয়ের কোমড়ে হাত রেখে যেই কুঁচি টা গুজে দিতে যাবে তখনি রাই হাত দিয়ে বাঁধা দেয়, তবে এখানে তেমন জোর খাটায় না বরং এ বাঁধায় সস্মতির বার্তা প্রকাশ পায় গভীর ভাবে। রুদ্র রাইয়ের হাতটা সরিয়ে দিয়ে শাড়ির কুঁচি টা গোজে দেবার সময় ওর হাতের স্পর্শ নিজের তলপেটের কাছে পেতেই শিউরে উঠা শরীরে দু চোখ বুজে নেয়। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে রাইয়ের, মনে মনে ভাবছে ইশশ রুদ্র এখনো হাত টা সরাচ্ছে না কেন ওখান থেকে ওর হাতের আঙ্গুলের আনাগোনায় শরীরটা কেমন মোচড় দিয়ে উঠছে, আবার অবাধ্য মনে ইচ্ছে জাগছে রুদ্রের স্পর্শ টা আরও বেশি করে পেতে প্রেয়সীর ছোঁয়ায় মন আর শরীরে যে জোয়ার আসতে চলেছে সেটার অপেক্ষা যে ভেতরে ভেতরে তড়পাচ্ছে সে। প্রেয়সীর স্পর্শে কি জাদু আছে সেটাই এখনো মন বুঝে উঠতে পারে না, এই স্পর্শে কোন মলিনতা নেই নেই কোন আতংক প্রিয়র স্পর্শে শুধুই বাড়তে থাকে ভালবাসার গভীরতা৷ রাই নিজেকে ধরে রাখতে পারে না, রুদ্রের কাঁধে হেলে পড়ে ওর হাত টা শক্ত করে ধরে নেয়
-(জড়িয়ে আসা জিভে কোন রকমে শক্তি সঞ্চার করে) প্লিজ এখন আর এমন করো না, লক্ষ্ণীটি আমার।
রাইয়ের চোখের দিকে তাকিয়ে ওর অবস্থা টা বুঝতে অসুবিধা হয় না রুদ্রের, সাথে সাথে নিজের হাতটা রাইয়ের পেটের কাছ থেকে সরিয়ে নিয়ে আসে। দুহাতে রাইয়ের গালের দুপাশে ধরে সিঁদুরে রাঙা কপালে ছোট্ট করে চুমু একে দেয়, এ চুমু তে কোন আকাঙ্খা নেই নেই কোন কাম লালসা বা শারীরিক উত্তেজনা। এই চুমু আশা দেখায় মনে ভরসা জাগায় নিজেকে প্রিয়তম কাছে নিরাপদ স্থান দেয় আর ভালবাসার গভীরতা বাড়ায়। ঘন ঘন শ্বাস নিতে থাকা রাইও সাথে সাথে রুদ্র কে জড়িয়ে ধরে বাহুডোরে নিজের মাথা গুজে দেয় রুদ্রের বুকে এ যেন রাইয়ের শেষ আশ্রয়স্থল।
-এই বকাবকি শুরু করো এই আবার ভালোবাসা দেখাতে ব্যস্ত হয়ে পড়ো। আমি বেচারা কোথায় যাবো, এখন তাড়াতাড়ি সাজগোজ শেষ করো আমাদের বের হতে হবে তো।
-(রুদ্রের বুকে মাথা রেখেই মাথা উচিয়ে রুদ্রের দিকে তাকিয়ে) আমার যখন যা খুশি সেটাই করবো কোন সমস্যা?? তুমি শুধু আমার সেটা মাথায় থাকে যেন, আমি শুধু তোমাকেই ভালোবাসি।
রাইয়ের বাহুবন্ধনী থেকে ছাড়া পেয়ে রুদ্র নিজের জামাকাপড় পড়ে নেয় ওদিকে রাইও হালকা সাজগোজেই তৈরী হয়ে যায়। রাই মাথায় কাপড় টেনে ঘর থেকে বের হয়ে অঞ্জলি আর অবিনাশ বাবুকে প্রণাম করতে তাদের ঘরের দিকে চলে যায় রুদ্র লাগেজ গুলো গাড়িতে তুলে দিয়ে বাবা মায়ের রুমের দিকে যেতে থাকে। রাই রুদ্র দুজনেই বাবা মা কে প্রণাম করে বিদায় নিবে
-তোর ভরসায় আমার ছেলে কে কিন্তু ছেড়ে দিলাম, এখন থেকে ওকে সামলানোর সব দায়িত্ব তোর। এতোদিন আমি যতটুকু পেরেছি দেখে শুনে আদরে শাসনে সামলে রেখেছি, এখন বাপু তুই যেভাবেই পারবি ওভাবেই ওকে দেখে রাখবি আমার এখন ছুটি (রাইকে নিজের কাছে বসিয়ে মৃদু হাসির সাথেই কথা গুলো বলতে থাকে অঞ্জলি দেবী, একটু দূরে দাঁড়ানো রুদ্র মায়ের দিকে তাকিয়ে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলছে)
-তুমি কোন টেনশন করো না আন্টি.. (জীভ কামড়ে নিয়ে) ধ্যাত ভুল হয়ে গেছে মামনি। আমার উপর যেহেতু দায়িত্ব দিয়েছো তখন দেখো আমি কেমন সোজা করে দেই তোমার ছেলেকে (রুদ্রের দিকে তাকিয়ে জিভ বের করে ভেংচি কাটে) দরকার হলে পিটুনি ও দিতে পারি আমি। তুমি আর পাপা শুধু আমার সাথে থেকো তাহলেই হবে (বিছানার ও পাশেই বসে বইয়ে মুখ গোঁজা অবিনাশ বাবু হাসতে থাকে)
-মা তোমার কি খেয়ে দেয়ে কাজ নেই, পাগলের হাতে খুন্তি ধরাতে চাইছো। আমার বয়ে গেছে ওর কথা মতো চলতে, তুমি আছো বাবা আছে ওতেই হবে আমি ওর কথা মতো চলতে পারবো না বলে দিলাম। তোমার তো দেখি এখন আমার চেয়ে ও বেশি আপন হয়ে গেছে, ভালো ভালো আমার কি আমি শুধু বসে বসে দেখবো।
-হয়েছে হয়েছে এখন ক্ষান্ত দে, এসব পড়ে হবে ঠিক আছে! এখন আর দেরি করিস না, সাবধানে যাবি আর দুজনে এ কটা দিন একটু নিয়ম মেনে চলবি বলে দিলাম, বাইরে যেন বেশি রাত পর্যন্ত না থাকা হয় আর খাওয়া দাওয়া বুঝে শুনে। এখন ভগবানের নাম নিয়ে বেরিয়ে পর।
বাবা মায়ের রুম থেকে বের হতেই তনুও ওদের সাথে গাড়িতে উঠে পরে, রাই ইচ্ছে করেই তনু কে ওর আর রুদ্রের মাঝখানে এনে বসায়৷ রুদ্রর একটু রাগ হলেও মুখে কিছু বলে না কিন্তু ওর মুখের হাবভাব দেখে রাই ঠিকি বুঝতো পারে আর রুদ্র কে খুঁচানো জন্য একটু পরপর ওর দিকে তাকিয়ে শুধু হেসে চলেছে বেচারা রুদ্র না পারছে কিছু বলতে না পারছে সইতে। রাইদের বাসায় পৌঁছাতে সময় খুব বেশি লাগেনি, ওরা পৌঁছাতেই নব বরকনে কে রীতিমতো বরণ করে নেয় দেবীকা চৌধুরী।
★★★★★
পরদিন সকাল থেকেই রুদ্র আর রাই বেরিয়ে পড়ে শহরে যে সব আত্মীয় স্বজন আছে তাদের বাসার উদ্দেশ্যে, কারও বাসায় সকালের খাওয়া করেছে তো কারও বাসায় দুপুরের লাঞ্চ। আজ ওরা দুজনেই ঘোরাঘুরি করছে সাথে তনু নেই, এমনিতেই কদিন কলেজ লেখাপড়া সব বন্ধ ছিল তাই সকাল হতেই রাই তনু কে বকেঝকে কলেজে পাঠিয়ে দিয়েছে, বেচারির মন টা খুব খারাপ হয়ে গিয়েছিল রুদ্র আজকের দিনটার জন্য ছেড়ে দিতে বলেছিল সঙ্গে সঙ্গেই রাইয়ের চোখ রাঙানো দেখে রুদ্রও চুপটি মেরে ওখান থেকে চলে এসেছে। রাইয়ের রাগী রুপের সামনে রুদ্রের মুখ থেকে কোন আওয়াজই বের হয় না, রুদ্রের ঐ করুণ মুখাভাব দেখে রাই আর তনু দুজনেই একসাথে হেসে উঠে। আমরা যাকে সত্যিকার অর্থে ভালবাসি আমরা তাকেই সবচেয়ে বেশি ভয় পাই, না এ ভয় সেই ভয় নই আমদের এই ভয় টা বিশ্বাসের, আশা-ভরসার, নিজেদের মাঝে বুঝাপড়ার, নিজেকে খোঁজে পাবার। রুদ্রও যেন কি কারণে রাইয়ের সামনে ওর রাগ টা দেখাতে পারে না, অনেক সময় ইচ্ছে হয় রাগ দেখাতে কিন্তু ঐ রাইয়ের ঠোঁটের কোনায় ফোটে উঠা হাসির তোড়ে সব রাগ যে ভেঙে চুরমার হয়ে যায় জেগে উঠার আগেই।
আজ আর রাই শাড়ি পড়েনি শাড়ি পড়ে এত ঘুরাঘুরি করবে নাকি শাড়ি সামলাবে, তাই মিষ্টি গোলাপি রঙের প্রিন্টেড থ্রি-পিস পড়েছে ওর গায়ের রঙের সাথে দারুন মানিয়েছে। বিকেল হয়ে আসছে এখন ওরা হাঁটতে হাঁটতে একটা পার্কের মত জায়গায় চলে এসেছে, সকাল থেকে এত খাওয়ার পর হাঁটতে একটু অসুবিধা হচ্ছে দুজনেরই, তাই দুজনেই পার্কের ভিতরে গিয়ে একটা বড় গাছের নিচের বেঞ্চে বসে পরে। রুদ্রের বা হাতটা নিজের দিকে নিয়ে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে রাই। বেশ বাতাস দিচ্ছে এখন, একটু আগেও একটা গুমোট ভাব ছিল। বাতাস টা ভালই ঠান্ডা লাগছে গা শিউরে উঠছে, আকাশের দিকে তাকিয়ে রুদ্র বুঝতে পারে বৃষ্টি হবার সম্ভাবনা আছে, উত্তরের আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে।
-রাই চলো বাসায় দিকে রওনা দেই, আকাশের অবস্থা ভালো না যখন তখন বৃষ্টি নামতে পারে।
-বৃষ্টি নামলে নামুক তাতে আমার কি? আমি তো এখানেই তোমার সাথে বসে থাকবো।
-আরে বাবা, বৃষ্টি নামতে পারে, বৃষ্টির মাঝে এখানে বসে থাকবে পাগল নাকি।
-হুম আমাকে তো পাগলই মনে হবে, বৃষ্টি নামলে আমি তোমার সাথে ভিজবো, ইশ কতবছর ধরে বৃষ্টিতেই ভিজি না, এখন জামাইয়ের সাথে বৃষ্টিতে ভিজবো কত্ত মজা।
-না না, এসব ভিজা ভিজি তে আমি নেই। আমার ঠান্ডার সমস্যা আছে, আর তোমাকেও ভিজতে হবে না এখন অসময়ে বৃষ্টিতে ভিজে জ্বর বাধালে মা আমাকে বকাবকি করবে।(ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে) চলো এখনি বাসায় চলো (রাইয়ের হাত ধরে রুদ্র উঠার চেষ্টা করে)
-আমার সাথে ভিজলে তো ঠান্ডা লাগবেই তোমার, যখন কলেজে থাকতে বৃষ্টিতে ভিজেছিলে তখন তো ঠান্ডা লাগেনি জ্বর উঠেনি (রুদ্রের হাত টা ছাড়িয়ে নিয়ে) চলে যাবার হলে তুমি যাও আমি একাই বৃষ্টিতে ভিজবো।(অন্যদিকে ফিরে বসে থাকে)
-(কলেজের কথা শুনেই রুদ্র বুঝতে পারে কার কথা বলতে চাইছে রাই, নিজের উপর খুব রাগ উঠে রুদ্রের। আগের কৃতকর্মের জন্য এখন এমন ভাবে সময়ে অসময়ে রাইয়ের কাছে অপ্রস্তুত হওয়াটা আর সহ্য করতে পারছে না। আর রিতা কি কি বলেছে সেটাও এখন খোলাসা করতে পারেনি, আর নিজ থেকেই যে সব কিছু বলে দিবে সেটারও সময় সুযোগ ঠিক করে মিলছে না, আজকাল নিজেকেই নিজের কাছে অসহ্য লাগতে শুরু করেছে, রাইয়ের সামনে সেটা প্রকাশ ও করতে পারছে না। বিষন্ন মনে রাইয়ের পাশে বসে পড়ে, কৃত কর্মের ফল তো ভোগ করতেই হবে ঠান্ডা লাগুক আর না লাগুক আজ আর রাই কে না করবে না, শুধু শুধু ও মন খারাপ করবে মাঝখান থেকে অন্য সময় হলে ওকে বুঝানোর চেষ্টা করতো কিন্তু এখন আর সেটার ইচ্ছে হচ্ছে না নিজের প্রতি রাগ থেকে। আর রাইও হয়তো সেটার উল্টো কোন মানে ধরে ভুল বুঝবে কিংবা অভিমান করবে সেটা সহ্য হবে না রুদ্রের তার চেয়ে ও যেটাতে খুশি সেটাই হওয়া শ্রেয় ) ঠিক আছে আর রাগ করতে হবে না, আমরা দুজনেই বৃষ্টিতে ভিজবো ঠিক আছে, কিন্তু আগে মোবাইল আর পার্স গুলো তো একটা কিছুতে রাখতে হবে নইলে তো ভিজে যাবে। চলো ঐ দোকান টা থেকে একটা পলিথিন নিয়ে আসি (রাইয়ের কাঁধে হাত বুলাতে থাকে, এমন করে রুদ্রকে বলতে চায় নি রাই কিন্তু এতেই কাজ হবে জানতো আর হলো তেমনটাই রুদ্র রাজি হয়ে গেছে। আর তাতেই আপাতত মনটা খুশিতে ভরে উঠেছে)
রাই আর রুদ্র টং দোকানটার দিকে যেতে যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে, ওরা দৌড়ে কোন মতে দোকানটা পর্যন্ত পৌঁছে একটা পলিথিনে পার্স আর মোবাইলগুলো সেটাতে মুড়ে নেয়। তারপর দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে পার্কের বাইরে বেড়িয়ে এসে ফুটপাত ধরে হাটতে থাকে৷ ইচ্ছে করেই রাইদের বাসায় যাওয়ার অনেকটা ঘুর পথে ধরে হাটতে শুরু করে রুদ্র, বৃষ্টি ভেজার আনন্দে রাই সেটা খেয়ালই করে নি। পাশের বস্তির ছোট ছেলে মেয়ে গুলো রাস্তার পাশে জমা হওয়া কাঁদা জলে হুড়োহুড়ি করছে সেটা দেখতে পেয়ে রাইও সেদিকে ছুট দেয়, অগত্যা রুদ্রকেও ওর পেছন পেছন ছুটতে হয়। বাচ্চা গুলোর সাথে কাঁদা জলে নেমে রাইও যেন বাচ্চাদের মত আচরণ শুরু করেছে, একটু তফাতে দাড়িয়ে থাকা রুদ্রের দিকে কাঁদা জল ছিটিয়ে দিচ্ছে আর রুদ্র হাত দিয়ে বাঁধা দেবার চেষ্টা করছে। মিনিট পাঁচেক হয়েছে বৃষ্টিতে ভিজেছে এর মাঝেই রুদ্রে হাঁচি আসতে শুরু করেছে, কিন্তু রাই দেখলে শুধু শুধু চিন্তা করবে তাই ওর সামনে কষ্ট করে সবটা সামলে নেয়৷ প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায় রাইদের বাসায় আসতে, ওরা যখন বাসায় এসে পৌঁছেছে তখন সন্ধ্যা হয়ে গেছে। ওদের এমন ভিজে জবুথবু অবস্থা দেখে রাইয়ের মা রাই কে বকাবকি শুরু করে, আর তনু তো মুখ ভার করে আছে ওকে সাথে না নিয়ে যাওয়ার কারণে। ঘরে ঢুকেই রুদ্র ওর জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়, হাত পায়ে জামায় কাদা লেগে আছে শাওয়ার না নিলে হবে না। বাথরুমের ছোট্ট আয়নায় তাকিয়ে লাল হয়ে আসা চোখ দেখেই বুঝতে পারে চোখ গুলো কেন জ্বালা করছে তখন থেকে। একসাথে অনেক গুলো হাঁচি দিতে থাকে, ভাগ্যিস রাই ঘরে নেই নয়তো কেলেঙ্কারি কান্ড ঘটে যেত, হাত পা যেমন করে ঠান্ডা হয়ে আসছে তাতে জ্বর যখন তখন এলো বলে। কোন মতে জামা কাপড় পাল্টে রুদ্র এসে বিছানায় শুয়ে পড়ে।
রাই তনু ওদের মায়ের সাথে ডাইনিং এ বসে চা জল খাবার খাচ্ছে আর সকাল থেকে কার বাসায় কি খেলো না খেলো কি কি কথা হয়েছে এসব নিয়ে চর্চা হচ্ছে, এগুলো মেয়েদের কমন বিষয় যতক্ষণ পর্যন্ত না এটা একজন আরেকজনের সাথে শেয়ার করবে ততক্ষণ পর্যন্ত পেটের ভাত হজম হবে না। তাদের পেট কথা চলছে আর মাঝে মাঝে মা মেয়ে তিনজনের হাসির ফুলঝুরি ফুটছে। হঠাৎ খেয়াল হলো অনেকক্ষণ হয়েছে রুদ্র ফ্রেশ হতে রুমে ঢুকেছে কিন্তু এখনো চা খেতে এলো না এখানে, রুদ্র এখনো আসে নি দেখে তনু উঠে চলে যায় রুদ্র কে ডাকতে। ঘরে গিয়ে রুদ্র কে শুয়ে থাকতে দেখে তনু ভাবে রুদ্র হয়তো রেষ্ট নিচ্ছে তাই আর ওকে ডাকে না, ডাইনিং এ এসে জানিয়ে দেয় রুদ্র হয়তো ঘুমোচ্ছে রাই ঠিক করে ওদের খাওয়া শেষে রুদ্রের চা টা ঘরেই নিয়ে যাবে
-বরের জন্য কত দরদ দেখো, কই একদিন তো আমার চা টা ঘরে নিয়ে যাস না৷ আর নিয়ে যেতে বললে উল্টো বকাবকি করতি, এখন জামাইয়ের জন্য আলাদা যত্নআত্তির ব্যবস্থা ভালো ভালো (অভিমান আর কটুক্তির স্বরে তনু কথা গুলো বলতে থাকে)
-বর টা যখন আমার যত্ন তো আমিই করবো তাই না, তোকে যখন বিয়ে দিয়ে দিব তখন তুই ও তোর বরের এমন করে যত্ন করিস তখন তোকেও কেউ না করবে না বুঝলি৷ আর এতই যদি তোর সমস্যা হয় তাহলে তুই চা নিয়ে যা তোর রুদ্র দার জন্য, এমনিতেও আমার এত ঠেকা নেই (মেকি ঝগড়ার স্বর রাইয়ের কন্ঠে)
-থাক থাক আমি নিয়ে গেলে তুই আবার জেলাস ফিল করতে পারিস। এমনিতেও রুদ্র দা তোর থেকে আমাকে বেশি পছন্দ করে সেটাই তো তোর সহ্য হয় না হিংসুটে একটা (রাইকে টিপ্পনী কেটে নিজের চায়ের কাপটা হাতে নিয়ে অন্য দিকে চলে যায়, রাইও বড়বড় চোখ করে তনুর দিকে তাকিয়ে থাকে, এমন ভাব যেন হাতের সামনে পেলে এখনি দুড়ুমদুড়ুম কটা পিঠে দিয়ে দিবে)
নিজের চা খাওয়া শেষে রুদ্রের চা আর জল খাবার নিয়ে রাই নিজের ঘরে চলে যায়, ঘরের বাতিটা অফ করা ফ্যান টাও বন্ধ করে রেখেছে। বৃষ্টির পরে কেমন একটা ভ্যাপসা গরম লাগছে এমন অবস্থায় রুদ্র ফ্যান বন্ধ করে শুয়ে আছে দেখে রাইয়ের রাগ হয়। লাইটটা জালিয়ে দিয়ে ফ্যানের সুইচ টাও দিয়ে ওদিকে ফিরতেই রুদ্রকে কাথা মুড়িয়ে শুয়ে আছে দেখে রাই অবাক হয়ে যায়। খাবারের প্লেট টা টেবিলে রেখে রুদ্রের পাশে গিয়ে বসতেই বুঝতে পারে ও হালকা কাঁপছে, গায়ে হাত দিয়ে ডাক দিতে গিয়ে দেখে রুদ্রের গা জ্বরে পুড়ে যাচ্ছে। রাই ভয় পেয়ে রুদ্রের কপালে হাত রাখে, কপালে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই কাঁপা কাঁপা পলকে হালকা চোখ খোলে তাকায়। রুদ্রের চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, একের পর এক হাঁচি দিয়েই যাচ্ছে। কি করবে বুঝতে পারছে না রাই আসার সময় মামনি বারবার বলে দিয়েছে সাবধানে দেখেশুনে চলার জন্য এখন আবার ওর জ্বর উঠতে শুরু করেছে, রুদ্রের এমন অবস্থা দেখে তড়িঘড়ি করে অঞ্জলি দেবীকে ফোন করে ওর জ্বরের কথা জানিয়ে দেয়। রুদ্র বৃষ্টিতে ভিজেছে শুনে খুব রাগ করে ওর মা, রুদ্রের যে ঠান্ডার সমস্যা আছে সেটাও বারবার বলতে থাকে। ওকে কেন ভিজতে দিল রাই কেন আটকালো না জিজ্ঞেস করতেই রাই সত্যি টাই বলে দেয় যে রাই নিজেই বৃষ্টিতে ভেজার জেদ করেছিল রুদ্রের কোন দোষ নেই। এবার রাইয়ের মনে পড়ে পার্কে ঠান্ডার সমস্যার কথাটা রুদ্র ওকে বলেছিল কিন্তু ও জেদ করাতে রুদ্র রাজি হয়েছিল, তাই বলে এতক্ষণ বৃষ্টিতে ভেজা টা ঠিক হয় নি বৃষ্টি ভেজার আনন্দে এদিকটা খেয়ালই ছিল না। ফোন টা রেখে রাই তাড়াতাড়ি ওঘর থেকে থার্মোমিটার টা নিয়ে এসে তাপমাত্রা টা মাপতে দিয়ে জলপট্টি দেবার ব্যবস্থা করতে শুরু করে, মনটা বড্ড খ্যাচ খ্যাচ করছে রাইয়ের তখন যদি ওর কথাটা শুনতো তাহলে তো ওর জ্বরটা উঠতো না, কেন যে ছেলেমানুষী টা করতে গেল সেটার জন্য নিজের উপর রাগ উঠছে। আর ও তো নিজেও আরেকবার বুঝিয়ে বলতে পারতো না হয় একটু বকে দিলেও তো পারতো, না বাবু তো বউয়ের মন রাখতে ঠান্ডা লাগবে জেনেও বৃষ্টিতে ভিজতে রাজি হয়ে গেল।
শুরুতে জ্বরটা তিনের মত ছিল এখন জলপট্টি আর মাথায় জল ঢালাতে একটু কমেছে, এর মাঝে রাই এর মা বাবা এসে রুদ্র এখন কেমন আছে সেটা দেখে গেছে, বৃষ্টিতে ভিজার জন্য মায়ের কাছে আরেক দফা বকুনি খেয়েছে রাই, অন্য সময় হলে মায়ের কথায় রাগ করতো কিন্তু এটাতে নিজের দোষ আছে দেখে কোন উচ্চবাচ্য করে নি। তনু এতোক্ষণ এখানে বসে রুদ্রের হাতে পায়ে গরম তেল মালিশ করে দিচ্ছিলো একটু আগেই রাই বকে পড়তে পাঠিয়েছে নিজের উপরে উঠা রাগ টা তনুর উপর ঝেড়েছে। কিছু না খেয়ে ঔষধ খাওয়া যাবে না তাই রুদ্র কে সেই কখন থেকে রাই বলে চলেছে কিছু খাবার জন্য কিন্তু রুদ্র ঘুমের ঘুরে কিছুই খেতে চাইছে না। জোর করে না খাওয়ালে কিছু খাবে না বুঝতে পেরে রাই হালকা কিছু খাবার আনতে চলে যায়, কিছুক্ষণ পর স্যুপ নিয়ে এসে রুদ্রকে ধরে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়৷ স্যুপ খাওয়ানো শেষে আপাতত প্যারাসিটামল খাইয়ে দেয়, ঔষধের একশনে রুদ্রের শরীর ঘামতে শুরু করেছে দেখে রাই একটা তোয়ালে ভিজিয়ে ওর শরীরটা স্পঞ্জ করে দেয়। মাঝরাতে জ্বর টা আরেকবার বেড়ে ছিল তখন আরেক ডোজ ঔষধ খাইয়ে দেয়, রুদ্রের এমন অবস্থা রাইয়ের মন টা খুব খারাপ হয়ে আছে রাতে আর কিছুই খায় নি সে। তনু, মা এসে কতবার ডেকে গেছে কিছু একটা খেয়ে নিতে কিন্তু রাই রুদ্রের পাশ থেকে একটু নড়ে নি ওর পাশে হেলান দিয়ে বসে মাথায় হাত বুলাতে বুলাতে চোখ লেগে আসে।
সকালের আলো টা চোখে লাগতেই ঘুম টা ভেঙে যায় রুদ্রের, এখন আর জ্বর নেই শরীরে কিন্তু একটু দুর্বল দুর্বল লাগছে। রুদ্র অনুভব করে কোমল নরম কিছুর সাথে ওর মাথাটা লেপ্টে আছে, ঘুমের জড়তা টা কাটিয়ে চোখ জোড়া আধো খুলতেই বুঝতে পারে রাই নিজের বুকের সাথে ওকে জড়িয়ে ধরে রেখেছে৷ রুদ্রের নাকটা রাইয়ের স্তনদ্বয়ের খাঁজে ডুবে আছে, প্রেয়সীর শরীরের মোহনীয় ঘ্রাণের মাদকতা টা ওর মনকে মূহুর্তেই চাঙ্গা করে দিয়েছে৷ রুদ্র নিজেকে আরেকটু রাইয়ে দিকে সরিয়ে নিয়ে এক হাতে জড়িয়ে ধরে নিজেকে রাইয়ের বুকের মাঝে আরো বেশি করে গুজে দেয়। রাইয়ের পড়নে ঢিলেঢালা গোল গলার একটা গেঞ্জি সেটার বদৌলতে ওর নরম স্তনের স্পর্শ পেতে রুদ্রকে বেশি একটা বেগ পেতে হচ্ছে না। প্রেয়সীর স্পর্শে আগের রাতেও জ্বরে ভোগা রুদ্রের শরীর যেন চনমনে হয়ে উঠেছে, মাথায় দুষ্টু বুদ্ধি উঁকিঝুঁকি দিয়ে যাচ্ছে। রুদ্র নিজের নাকের ডগা দিয়ে রাইয়ের বুকে হালকা করে ঘসে দিচ্ছে আর গেঞ্জির উপর দিয়েই স্তনাগ্রে চুমু খাচ্ছে। রুদ্রের এমন দুষ্টিমিতে রাইয়ের ঘুমানোর আর কোন উপায় থাকে না, আধো চোখ খুলেই রুদ্রের হাতে চিমটি কাটে রাই
-উহহহ (ঈষৎ যন্ত্রণা নিয়ে মাথা উচু করে রাইয়ের মুখের দিকে তাকায়) সকাল সকাল এমন করে কেউ চিমটি কাটে? এমনিতেই শরীরটা দুর্বল লাগছে আমার।
-(রুদ্রের থুতনিতে হাত রেখে ঘুম জড়ানো কন্ঠে) ওলে বাবারে তাই বুঝি, তা তোমার কাজকর্মে তো তোমাকে দুর্বল মনে হচ্ছে না, সকাল সকাল কি শুনু করেছো হুম! দিলে তো আমার ঘুমটা ভেঙে।
-বউকে আদর করতে ইচ্ছে করছে তাই আদর করছি, এটাও কি সকাল সন্ধ্যা সময় দেখে করতে হবে নাকি, তুমি ঘুমাও আমি তো ঘুমাতে না করি নি, আমার ইচ্ছে করছে আদর করতে আমি আদর করছি ( কথাটা বলেই রাইকে জড়িয়ে ধরে ওর বুকে নিজের মুখটা ঘষতে থাকে)
-(নিজের স্তনে রুদ্রের স্পর্শে হিসিয়ে উঠে রাই দু হাতে রুদ্রের মাথাটা চেপে ধরে) এমন করলে কিভাবে ঘুমাবো সোনা আমার (নিজেকে একটু নিচে নামিয়ে এনে রুদ্রের বুকে মাথা রাখে) এবার ঠিক আছে।
-এটা কি হলো? একদম ভালো কাজ করলে না,একটা চুমু তো খেতে দাও (রুদ্রের কন্ঠে অভিমানের স্বর)
-(দুষ্টু হাসির ছলে) আমি না করলাম কখন?
হাসি মাখা রুদ্রের মুখ নেমে আসে রাইয়ের মুখের কাছে, একে অন্যের দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। দু'জনের চোখেই আহ্বানের মূর্ছনার বার্তা, একে অন্যকে গ্রহন করে নেবার সূচনালগ্নের অপেক্ষা। দুজনের নিঃশ্বাস ভারী হতে শুরু করেছে ধীরে ধীরে, ঠোঁট গুলোর মাঝে দূরত্ব কমছে সাথে চোখ গুলো ছোট হয়ে আসছে। চুমু তো আগেও খেয়েছে কিন্তু আজকে যেন আবার সব কিছু প্রথম থেকেই শুরু হচ্ছে প্রথম দেখার মতই। রাইয়ের ঠোঁটের উপরে রুদ্রের ঠোঁট স্পর্শ করতেই সব অপেক্ষার অবসান ঘটে যায় মূহুর্তেই, দুটো দেহ যেন এখন এক হয়ে যাবার প্রচেষ্টায় রত হয়েছে। দীর্ঘ এক চুম্বন শেষে ঠোঁট জোড়া আলগা হতেই রাই রুদ্রের কাঁধে নিজেকে গুজে দেয়, ওর শ্বাস খুব দ্রুত পড়ছে, ওর গরম নিঃশ্বাসে রুদ্রের শরীর কেউ তপ্ত করে তুলছে একটু একটু করে। সামনের দিকে চলে আসা চুল গুলো কে কোমল হাতে কানের পাশে গুজে দিয়ে ওর গালে ছোট্ট একটা চুমু খায় রুদ্র, চুমু গুলো ধীরে ধীরে গাল বেয়ে ঘাড়ের কাছে নেমে আসে সেই সাথে চুমু গুলোও যেন একটু একটু করে দীর্ঘ হতে চলেছে। রাইয়ের শরীরের আনাচে-কানাচে বান আসতে শুরু করেছে, পা দুটো সেই কখন থেতে অস্থির হয়ে চলেছে দু পায়ে রুদ্রকে আঁকড়ে ধরতে চাইছে। রুদ্রের ঠোঁট গুলো রাইয়ের কাঁধের কাছে নেমে এসেছে, গেঞ্জির ফাঁক গলে উন্মুক্ত কাঁধে ভিজের ঠোঁটের স্পর্শ পেতেই খানিকটা গুঙিয়ে উঠে রাই শরীরটা যেন মুচড়িয়ে উঠেছে, একহাতে রুদ্রের পড়নের জামা টা মুঠোতে টেনে ধরে নিজেকে রুদ্রের সাথে আরও বেশি মিশিয়ে দিয়েছে।
-জান, এমন দুষ্টুমি করো না আমার কেমন জানি লাগছে, আর থাকে পারছি না তো....