30-08-2022, 09:28 PM
-(মুখটা একটু গোমড়া ভাব করে নাকি স্বরে রুদ্রের পিঠে আঙুল দিয়ে আঁকিবুঁকি কাটতে কাটতে) আমি একবারো তাকাতে না করিনি তো বলিছি ওমন করে না তাকাতে, তুমি ওভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমার কেমন জানি লাগে তুমি ওসব বুঝবে না। আমার দিকে ঘুরে তাকাও আগে আর শাড়ির কুঁচিটা একটু ঠিক করে দাও তো।
রোমান্টিক কোন মূহুর্ত অপেক্ষা করছে কি পাঠকদের জন্য? জানতে হলে পড়তে হবে নতুন পর্ব, আগামীকাল আসতে চলেছে নতুন পর্ব - লহরী ২