27-08-2022, 12:14 PM
(27-08-2022, 10:55 AM)Sanjay Sen Wrote: হিয়া আর গোগোলের মিষ্টি প্রেমের খুনসুটি পড়তে খুব ভালো লাগছিল, তারপর হঠাৎ করেই ওই অধ্যায় শেষ হয়ে গেল। অবশ্য নতুন অধ্যায় শুরু হতে গেলে আগের অধ্যায় তো শেষ হতেই হবে। একেবারে প্রকৃত থ্রিলার বলতে যা বোঝায় সেই ভাবেই এগোচ্ছে এই উপন্যাস .. এর বেশি বিশ্লেষণ করার প্রয়োজন বোধ করছি না এই পর্বে। আসল খেলা তো পরের পর্বে লুকিয়ে আছে।
অনেক ধন্যবাদ .. এই ভাবেই সঙ্গে থাকো