27-08-2022, 10:00 AM
(27-08-2022, 12:46 AM)Boti babu Wrote: খেলা পুরোদমে শুরু হয়ে গেছে এখন দেখার বিষয় সামনে আর কি কি হয় কিন্তু দাদা বটব্যাল এর পরিণত টা কিভাবে কি হয়েছে ওটা দেখালে ভালো হতো।
দেখাবো তো .. অবশ্যই দেখাবো .. ওটা না দেখালে তো এই উপন্যাস অসম্পূর্ণ থেকে যাবে। ধীরে ধীরে পর্দা উঠবে সবকিছুর। ওটাই তো রহস্য-রোমাঞ্চ উপন্যাসের ইউএসপি।
(27-08-2022, 04:13 AM)Boti babu Wrote: না হিসাবে একটু ভুল অরুন্ধতীর মৃৃৃৃত্যুটা মনে হয় তুমি ভুলে গেছ একটুু মনে করে দেখ তাহলেই বুঝতে পারবে হারাধনের সব মিলিয়ে ছেলে ছিল ছয় আর দুই মেয়ে গোগোলের দিদা, স্বপ্না, অরুন্ধতীর শেষ সময়ে তিন যেখানে অরুন্ধতী নিজে একটাকে শেষ করেছিল রইলো দুই আর শেষে বটব্যাল এন্ড কোং তিন।
তাহলে ঠিক হিসেব মত হারাধনের চার ছেলে এখনো আছে ওরা পটল তুলবে কিছু সময়ের মধ্যে ।
কি বুম্বা দা হিসাব ঠিক না ভুল!!!!!
আর অরুন্ধতির কি হয়েছিল ঐ শেষ পর্বে ওটা কিন্তু ঝাপসা ভাবে আমাদের সামনে এসেছে আমরা পরিস্থিতি বিচার করে ধরে নিয়েছি অরুন্ধতী নেই এখানে প্রশ্ন ঐ ডেড বডিটাকি সত্যি অরুন্ধতীর ছিল নাকি অরুন্ধতী এখনো জীবিত আছে।
এখন বটব্যাল এর খবরটা এলো ঐ ঝাপসা ভাবে।
হিসেব একদম ঠিক আছে, সবকো সাজা মিলেগি, জরুর মিলেগি .. কিন্তু অভিনব পদ্ধতিতে, যা কেউ কল্পনাও করতে পারে না .. just wait & watch