27-08-2022, 09:58 AM
(27-08-2022, 12:13 AM)nextpage Wrote: আজকের পর্বের সবচেয়ে আকর্ষণীয় ও চুম্বকীয় অংশ হচ্ছে হিয়া আর গোগোলের খুনসুটি, হিয়ার টগরের প্রতি জেলাসি ভাব, গোগোলের উপর প্রচ্ছন্ন অধিকার খাটানো এগুলো হৃদয়ে অন্যরকম দোলা দিয়ে যায়। সেই সাথে মেয়েদের আমাদের মফস্বল সমাজে যে কেমন বন্দী জীবনে বড় হদে হয় সেটা প্রতিফলন ঘটেছে। আচ্ছা হিয়া যদি গোগোলের সম বয়সী বা ছোট হয় তবে এই বয়সে কোন চাকরীর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সেটাই বুঝলাম না।
মাঝের গোগোলের ছোটবেলার পুকুর পাড়ের দৃশ্য টা যেন আজ সকালে দেখা পদ্ম বিল আর গ্রামের সকালটার সাথে মিলে যাচ্ছিলো৷ অনেকদিন পর ভোরের আরো ফুটতেই বেড়িয়ে পড়েছিলাম একটু গ্রামের দিকে নিজেকে খুঁজতে।
শেষ অংশে মৌমিতার এমন করুন দশার মাঝে যৌন খেলাটা আর উপভোগ করার মত মন বা মানসিকতা কোনটাই ছিল না, সব শেষে তো আমরাও সাধারণ ঘরকোনো মানুষ তো। অরুন্ধতীর চেয়েও মৌমিতার জন্য মন বেশি খারাপ করছে। মেয়েটার একদিনেই পুরো পৃথিবী টাই পাল্টে গেল কিছুই বুঝে উঠার আগে।
নিশীথ নিখোঁজ আবার একটা বডি খুঁজে পাওয়া গেছে একজনের তবে
হারাধনের তিন ছেলে বাকি রইলো দুটো???
দুর্দান্ত বিশ্লেষণ করেছো।
গোগোলের থেকে হিয়া বছর দুয়েকের ছোট। সবে কলেজের প্রথম বর্ষে উঠেছে, তার সঙ্গে সরকারি চাকরির পরীক্ষাগুলোও দিতে থাকছে .. খুব সচ্ছল পরিবার তো নয়, যদি মায়ের অর্থাৎ সংসারের একটু সাহায্য হয়। মৌমিতার জন্য খারাপ লাগাটাই স্বাভাবিক, তবে একটা জিনিস লক্ষ্য করে দেখলে বোঝা যায় ওর সঙ্গে বলপূর্বক কিছু করতে হচ্ছে না, ও নিজে থেকেই বিলিয়ে দিচ্ছে/দিয়েছে তার শরীর। হ্যাঁ, হারাধনের এই তিনটে ছেলেই প্রধান। তবে আশেপাশে কিছু ভয়ঙ্কর ছাঁট মাল এখনো রয়ে গিয়েছে .. কেউ কেউ ভ্যানিশ হয়ে গিয়েছে, আবার কাউকে ভ্যানিশ করতে হবে।