27-08-2022, 04:13 AM
(27-08-2022, 12:13 AM)nextpage Wrote: হারাধনের তিন ছেলে বাকি রইলো দুটো???
না হিসাবে একটু ভুল অরুন্ধতীর মৃৃৃৃত্যুটা মনে হয় তুমি ভুলে গেছ একটুু মনে করে দেখ তাহলেই বুঝতে পারবে হারাধনের সব মিলিয়ে ছেলে ছিল ছয় আর দুই মেয়ে গোগোলের দিদা, স্বপ্না, অরুন্ধতীর শেষ সময়ে তিন যেখানে অরুন্ধতী নিজে একটাকে শেষ করেছিল রইলো দুই আর শেষে বটব্যাল এন্ড কোং তিন।
তাহলে ঠিক হিসেব মত হারাধনের চার ছেলে এখনো আছে ওরা পটল তুলবে কিছু সময়ের মধ্যে ।
কি বুম্বা দা হিসাব ঠিক না ভুল!!!!!
আর অরুন্ধতির কি হয়েছিল ঐ শেষ পর্বে ওটা কিন্তু ঝাপসা ভাবে আমাদের সামনে এসেছে আমরা পরিস্থিতি বিচার করে ধরে নিয়েছি অরুন্ধতী নেই এখানে প্রশ্ন ঐ ডেড বডিটাকি সত্যি অরুন্ধতীর ছিল নাকি অরুন্ধতী এখনো জীবিত আছে।
এখন বটব্যাল এর খবরটা এলো ঐ ঝাপসা ভাবে।
আমাকে আমার মত থাকতে দাও