27-08-2022, 12:15 AM
শেষ দুই পর্বতে সুবিমলের অতীত সম্পর্কে কিছুটা জানা গেলো। যৌবনেও সে কতটা পার্ভার্ট ছিল আর তার নোংরামির শিকার তার স্ত্রীকেও হতে হয়েছিল। অবশ্য সে তার স্ত্রীকেও হয়তো অনেকটা নিজের মতো বানিয়ে ফেলেছিলো। তার মতো লোক মাইন্ড গেম খেলতে যে দারুণ পটু। বাবলিকে যেভাবে এতদিন ধরে একটু একটু করে গরম করেছে, তেমনি নিজের বউকেও। কিন্তু এসবের মাঝে ওই নিষ্পাপ বাচ্চাটাকে মা হারা হতে হলো এটাই যা খারাপ লাগছে।
খুব সুন্দর এগোচ্ছে গল্পটা। এবার দেখার আর কি কি হয়।
খুব সুন্দর এগোচ্ছে গল্পটা। এবার দেখার আর কি কি হয়।