26-08-2022, 09:22 PM
পর্বের প্রথম অংশে হিয়া নামক মিষ্টি মেয়েটির দুস্টুমি আর ছেলেমানুষি সত্যিই ভালো লাগলো। দুজনে অর্থাৎ গোগোল হিয়া ওই সময়ের জন্য যেন একে ওপরের সাথে মিশে সত্যিই ছোট্ট হয়ে যায়। এ ওকে খেপায়, আবার একে ওপরকে চোখে হারায়। বেশ সুন্দর।
দ্বিতীয় অংশে প্রকৃতির অসাধারণ একটা রূপের সাক্ষী হলাম আমরা। চেনা রূপটা এতটাই সুন্দর ভাবে তুলে ধরলে যেন আমরাও ওখানেই উপস্থিত হয়ে সব দেখছিলাম। পাখির কুহু কুঞ্জন, সবুজ পাতা ও নীল আকাশ। যেন নীল সবুজ মিলে মিশে একাকার। আর প্রকৃতির মাঝে বসে একটি ছেলে। উফফফ দারুন।
আর তৃতীয় অংশে আবারো মানুষের আদিম অশ্লীল লুকোনো রূপের সাক্ষী হলাম আমরা। সেই লোভ, সেই ক্ষিদে, সেই নোংরামি। এগুলো যতই খারাপ হোক না কেন এগুলো এড়িয়ে যাওয়া ওতো সহজ নয় মোটেই। আর সেটা বার বার প্রমাণিত হয়েছে এই গল্পে। মাংসের লোভ ওতো সহজে ভোলা যায়?
আর শেষ অংশের চমক টা ব্যাপক। খেলা সত্যিই শুরু হয়ে গেছে এবারে।
দ্বিতীয় অংশে প্রকৃতির অসাধারণ একটা রূপের সাক্ষী হলাম আমরা। চেনা রূপটা এতটাই সুন্দর ভাবে তুলে ধরলে যেন আমরাও ওখানেই উপস্থিত হয়ে সব দেখছিলাম। পাখির কুহু কুঞ্জন, সবুজ পাতা ও নীল আকাশ। যেন নীল সবুজ মিলে মিশে একাকার। আর প্রকৃতির মাঝে বসে একটি ছেলে। উফফফ দারুন।
আর তৃতীয় অংশে আবারো মানুষের আদিম অশ্লীল লুকোনো রূপের সাক্ষী হলাম আমরা। সেই লোভ, সেই ক্ষিদে, সেই নোংরামি। এগুলো যতই খারাপ হোক না কেন এগুলো এড়িয়ে যাওয়া ওতো সহজ নয় মোটেই। আর সেটা বার বার প্রমাণিত হয়েছে এই গল্পে। মাংসের লোভ ওতো সহজে ভোলা যায়?
আর শেষ অংশের চমক টা ব্যাপক। খেলা সত্যিই শুরু হয়ে গেছে এবারে।