26-08-2022, 03:16 PM
(26-08-2022, 12:02 PM)nextpage Wrote: শরীর স্বাস্থ্যের কি খবর??
বৌদির সেবা ঠিক মত হচ্ছে তো নাকি একটা সুন্দরী নার্সের খোঁজ করবো।
আগের থেকে ভালো কিন্তু মন আর শরীর দুটি প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে। আরো কিছু দিন সময় লাগবে পুরোপুরি ঠিক হতে।
সত্যি কথা বলতে তোমার বৌদি যদি আমাকে না দেখে রাখতো তাহলে আমি কবেই মায়ের ভোগে চলে যেতাম। যখনই আমার কিছু হয় ও যেভাবে ঝাঁপিয়ে পড়ে তা নিয়ে কি বলবো।
মজার ব্যাপার বলছি একটা আমাদের 2018ফেব্রুয়ারি তে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে শুরু হলো আত্মীয় স্বজনের বাড়িথে নিমন্ত্রণ প্রতি রবিবার। বুঝতেই পার নতুন জামাইকে সবাই কেমন আদর করবে। সাথে এর বিয়ে ওর বিয়ে সব নিমন্ত্রণ রক্ষা করতে হবে জামাই বলে তাও আবার ওদের বাড়ির বড় জামাই বলে কথা আর আমি না ভালো তেলে ঝুলে খেতে খুব ভালোবাসতাম। তা বিয়ের সময় আমি ছিলাম 60 কেজি আর এক বছর পর 92 কেজি এবার বুঝতে পারো কি অবস্থা আমার ।ঐ সময় ভাই না দেখলে বিশ্বাস করবে না।
এই ওভার অয়েট এর কারণে শরীর কত রোগ যে এলো এক বছর পরে থইরোয়েড 65। ইউরিক এসিড 15। ক্রিয়েটিনাইন 1•5। কোলোস্টল 280। বিপি 160। মানে বুঝতে পারছো কি অবস্থা সে সময় আমি হাঁটা চলা পর্যন্ত করতে পারি না হাত পা মুখ দিন দিন ফুলে ঢোল হচ্ছিল একদম বিছানায় সজ্জা সায়ি। সে জায়গা থেকে তোমার বৌদি যে ভাবে আমাকে ঠিক করেছে তা নিয়ে কি বলবো। আরেক জনের কথা না বলে পারলাম না আমার বন্ধু ও এপেলো হাসপাতালে ডাঃ এরা দুইজন যেভাবে আমাকে আগলিয়ে ঠিক করেছে বাাঁচিয়ে রেখেছে এখনো রাখছে সত্যি কোনো জন্মের পূর্ণে আমি এমন জীবন সঙ্গী পেয়েছি ।
আমাকে আমার মত থাকতে দাও