25-08-2022, 09:49 PM
খুব মিষ্টি একটা পর্ব পেলাম আজকে। প্রথমে কল্পনার জগতে কিছুক্ষন সময় কাটানো আর পরে বাস্তবেও আরও মিষ্টি কিছু মুহূর্তের সম্মুখীন হওয়া। রাগী রাগী দুস্টু চোখ দুটো দেখে স্বামী বেচারার যে বুকের হৃদস্পন্দন কি লেভেলে বেড়ে গেছিলো সেটাই ভাবছি। এড়িয়ে যেতেও ইচ্ছে করছিলো আবার পারছিলোও না এড়াতে। দুজনের এই একান্তে কাটানো সময় টুকু ওদের কাছে অন্যতম স্মরণীয় সময় হয়ে থাকবে। ♥️