24-08-2022, 09:25 PM
এই পর্ব পড়ে একটা ব্যাপার আত্মস্থ করলাম - খানদানি চুতিয়া বলে একটা কথা আছে, সুবিমল এবং তার পরিবারের (পরিবার অর্থাৎ সে এবং তার পিতৃদেবের কথা বলছি) ক্ষেত্রে কথাটা ভীষণভাবে প্রযোজ্য। সুবিমল ব্যবসার উন্নতির জন্য এবং অবশ্যই নিজের বিকৃত কাম চরিতার্থ করার জন্য নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে শুতে বাধ্য করেছে এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এর মধ্যে আবার অঞ্জন বাবুর নাম এসে গিয়েছে দেখলাম। পাপ যখন পিতৃদেব করেছে তখন তার শাস্তি তো তার মেয়ে বাবলিকে পেতেই হবে .. সুবিমলের হাত থেকেই পেতে হবে। এদিকে আমাদের অনির্বাণের (গোগোল নয় কিন্তু, সে অন্য অনির্বাণ) শিশু মন বিষিয়ে গিয়েছে তার বাবা-মায়ের অসংযত জীবন যাপনে। এখন দেখতে হবে তার মামী তাকে কতটা মূল স্রোতে ফেরাতে পারে, নাকি সেও তার বাবা সুবিমলের মত হয়ে যায়। সব মিলিয়ে দুর্দান্ত উপভোগ্য পর্ব।