24-08-2022, 11:08 AM
(24-08-2022, 08:26 AM)sairaali111 Wrote:সুজাতা ।। - এই নামোচ্চারণেই জড়িয়ে আছে পরমান্ন - তথাগত বুদ্ধ - প্রায়-অলৌকিকত্ব । - ঠিক এই লেখাংশটির ধরণেই । - সালাম ।
খুব সুন্দর করে বললেন .. অনেক ধন্যবাদ
(24-08-2022, 10:44 AM)anik baran Wrote: গোগোলের এই ম্যাচিওরিটি স্বাভাবিকভাবে আকাঙ্খিত না হলেও অনির্বার্যই ছিলো হয়তো।
একদমই তাই .. আসলে ওর এখন খুশির জোয়ারে গা ভাসিয়ে মুক্ত বিহঙ্গের মতো ওড়ার বয়স এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বয়স। কিন্তু পরিস্থিতি মানুষকে বদলে দেয় এবং অনেক বেশি ম্যাচিওর করে তোলে। আমাদের গোগোলের ক্ষেত্রেও সেটাই হয়তো হয়েছে।