23-08-2022, 02:47 PM
(23-08-2022, 01:24 PM)Baban Wrote:অন্যতম সেরা পর্বের অন্যতম সেরা ফিডব্যাক ♥️দারুন বলেছেন সঞ্জয় দাএই ব্যাপারটা আমি পড়ার শেষে হটাৎ করেই লক্ষ করি। তাইতো প্রত্যেকেই যেন অপেক্ষায়। কেউ শরীরের, কেউ ভালোবাসার আবার কেউ ধ্বংসের। কিন্তু পর্বের প্রতি অংশের সাথে পর্বের নামকরণ এর উপস্থিতি লক্ষণীয়। গোগোলকে ছোট্ট থেকে জানি বলে ওর মুখে ওই ভাষা শুনে কেমন যেন লাগলো। অবশ্যই সেটা সাধারণ একটা ব্যাপার। কিন্তু বন্ধুদের সাথে আড্ডায় এমন ইয়ার্কি ঠাট্টায় গালাগালি বেরিয়ে যাওয়া আর অমন একজন মানুষের সামনে ওই ভাষার প্রয়োগ কেমন যেন ভয় ধরিয়ে দেয়। সাথে আবার আজ সে প্রলোভন দিতেও শিখে গেছে। আরও অনেক কিছুই হয়তো শিখে গেছে সে। তার কিছু সাদা আবার কিছু হয়তো কালো। আর পর্বের একদম শেষ অংশটা সত্যিই মেনে নেওয়া যাচ্ছিলোনা কিন্তু ওটাই লেখক আমাদের সামনে নিয়ে আসতে চেয়েছে মানব জীবনের চলার পথে এক না পাওয়া দুঃখ, একটা ইচ্ছের চিরতরে বিলীন হয়ে যাবার কষ্ট কতটা ব্যাথার কারণ হতে পারে বুঝিয়ে দিতে। সত্যিই ওই অংশটা পড়তে কেমন যেন লাগছিলো। অসাধারণ
দুর্দান্ত বিশ্লেষণ এইভাবেই পাশে থেকো সবসময়
(23-08-2022, 02:13 PM)Jibon Ahmed Wrote: বাহ!!! খুবই চমৎকার আপডেট দাদা
অনেক ধন্যবাদ দাদা