23-08-2022, 02:21 PM
(23-08-2022, 12:39 AM)Boti babu Wrote: আপনি কি লেখক এর পূূর্ব পরিচিত কেউ যে ভাবে কিরে ভাই বললেন তা থেকে তো মনে হচ্ছে আপনি লেখকে ভালো করেই চিনেন ।
লেখা শুরু করার পর দুইজনের থেকে নেগেটিভ ব্যবহার পেয়েছি।তাদের ব্যবহারের পর মনে হয় লেখা বন্ধ করে দেই!কিন্তু আপনাদের মত কয়েকজনের জন্য মনে হয় লেখা যেহেতু শুরু করছি আপনাদের জন্য হলেও শেষ করা উচিৎ।বিশেষ করে আপনি, Ari fox ও আরো কয়েকজনের জন্য।তবে এইটাও বুঝতে হবে আপনারা একটা আপডেট পড়তে হয়তো ১০,১৫ মিনিট লাগে কিন্তু লিখতে ১,২ ঘনিয়ে বা তার বেশি সময় ও লাগে।১,২ ঘন্টা সময় লেখার জন্য দিতে সমস্যা নেই কিন্তু লেখার জন্য মন থাকতে হয়,যেইটা সব সময় থাকে না ব্যাক্তিজীবন বা সামাজিক, পারিবারিক সমস্যার কারনে।