Thread Rating:
  • 161 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
Heart 
(22-08-2022, 09:43 PM)Sanjay Sen Wrote:
অনেক কিছু বলার আছে আজকের পর্ব নিয়ে। প্রথমেই আসি নামকরণের কথায়। আজকের পর্ব তিনটি আলাদা সিচুয়েশনের এবং সবক্ষেত্রেই আলাদা চরিত্রের উপর নির্ভর করে সাজানো হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো নামকরণের মতো প্রতিটি ভাগের সঙ্গেই অপেক্ষা শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। 



• প্রথম ভাগে নিজেকে পাপমুক্ত করা এবং টগর নামের একটি মেয়ের সর্বনাশ করার অপেক্ষায় আছে নিশীথ বাবু। তার সঙ্গে গোগোল অপেক্ষায় আছে তারপর পরবর্তী শিকারের।


• দ্বিতীয় আগে এই উপন্যাসের নায়িকা হিয়া অপেক্ষায় আছে তার মনের মানুষের।


• তৃতীয় ভাগে ডাক্তার দাশগুপ্ত অপেক্ষায় আছে তার ভালোবাসা সুজাতাকে নিজের করে পাওয়ার, হয়তো এই অপেক্ষা তার সারা জীবন থাকবে।



আর সবশেষে 'কি হয় কি হয়' এটা জানতে চাতক পাখির মতন পরবর্তী পর্বের অপেক্ষায় আছে আমাদের মতো পাঠকেরা।


অন্যতম সেরা পর্বের অন্যতম সেরা ফিডব্যাক ♥️দারুন বলেছেন সঞ্জয় দা  clp);
এই ব্যাপারটা আমি পড়ার শেষে হটাৎ করেই লক্ষ করি। তাইতো প্রত্যেকেই যেন অপেক্ষায়। কেউ শরীরের, কেউ ভালোবাসার আবার কেউ ধ্বংসের। কিন্তু পর্বের প্রতি অংশের সাথে পর্বের নামকরণ এর উপস্থিতি লক্ষণীয়। গোগোলকে ছোট্ট থেকে জানি বলে ওর মুখে ওই ভাষা শুনে কেমন যেন লাগলো। অবশ্যই সেটা সাধারণ একটা ব্যাপার। কিন্তু বন্ধুদের সাথে আড্ডায় এমন ইয়ার্কি ঠাট্টায় গালাগালি বেরিয়ে যাওয়া আর অমন একজন মানুষের সামনে ওই ভাষার প্রয়োগ কেমন যেন ভয় ধরিয়ে দেয়। সাথে আবার আজ সে প্রলোভন দিতেও শিখে গেছে। আরও অনেক কিছুই হয়তো শিখে গেছে সে। তার কিছু সাদা আবার কিছু হয়তো কালো। আর পর্বের একদম শেষ অংশটা সত্যিই মেনে নেওয়া যাচ্ছিলোনা কিন্তু ওটাই লেখক আমাদের সামনে নিয়ে আসতে চেয়েছে মানব জীবনের চলার পথে এক না পাওয়া দুঃখ, একটা ইচ্ছের চিরতরে বিলীন হয়ে যাবার কষ্ট কতটা ব্যাথার কারণ হতে পারে বুঝিয়ে দিতে। সত্যিই ওই অংশটা পড়তে কেমন যেন লাগছিলো। অসাধারণ  clp);
[+] 1 user Likes Baban's post
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Baban - 23-08-2022, 01:24 PM



Users browsing this thread: 3 Guest(s)