23-08-2022, 09:53 AM
(22-08-2022, 11:14 PM)Boti babu Wrote: এখনও পর্বটা পড়িনি বুম্বা দা পড়ে পড়বো কিছু কথা বলার ছিল তাই, আচ্ছা আপনাকে সব পাঠকরা লেখকরা এত ভালো পাই কেন ???
আমার মনে হয় এক আপনি কথা দিয়ে কথা রাখেন। অন্য লেখকদের মতো নিজের লেখার উপর দেমাক দেখান না যখনই আপনার পাঠকরা কোনো কমেন্ট করে আপনি রিপলাই ঠিক দেন । আপনার নিজের যতই অসুবিধা থাকুক শারীরিক ও মানসিক ভাবে কিন্তু গল্পের পর্ব ঠিক সময়ে আপডেট চলে আসে। কখনও দেখিনি আপনাকে কোনো লেখকের লেখা নিয়ে বা উদ্দেশ্যে খারাপ কিছু বলতে। কোনো পাঠকের সাথে মাথা গরম করে দুর্ব্যবহার করতে।
লেখা নিয়ে কি আর বলবো আপনার লেখা পড়ে কেমন প্রভাব পড়ে শরীরে একটা দৃশ্য থেকে বুঝতে পারেন যখন আপনার লেখা পড়ি একটা হাত থাকে পেন্টের ভেতরে আর বারবার বুকে মোচড় যেন কি হয় কি হয় । টেনশন জন্য কয়টা সিগারেট শেষ হয় ঐ সময় নিজের মনে জানি না, এটা কিন্তু প্রতি পর্বে হয়।
এমনই থাকবেন সব সময় দাদা ভাল থাকুন সুস্থ থাকুন এই ভাবেই আপনার পাঠকদের আনন্দ দিয়ে যান এই আশাই সব সময় করবো।
কোনো পাঠক যদি সঠিক যুক্তি দেখিয়ে লেখকের লেখার গঠনমূলক সমালোচনা করতে পারে এবং সেটাকে রেক্টিফাই করার উপায় সম্পর্কে ইঙ্গিত দিয়ে যায়, তবে আমি মনে করি সেই পাঠকের প্রতি অযথা কটুক্তি বর্ষণ না করে তার বলা কথাগুলি আত্মস্থ করে নিজের লেখনীকে আরও শক্তিশালী করাই যুক্তিযুক্ত। আমিও নিজের ক্ষেত্রে সেই চেষ্টা করি .. তবে যখন বুঝতে পারি ঈর্ষাজনিত কারণে কেউ অযথা কলুষিত করার চেষ্টা করছে আমার লেখাকে, তখন তাকে বর্জন করি। আমার এই স্বভাবের জন্যই হয়তো সবাই না হলেও এই ফোরামের বেশিরভাগ সদস্য আমাকে পছন্দ করে (আপনার বক্তব্য অনুযায়ী)। যাই হোক, সঙ্গে থাকুন এবং পড়তে থাকুন।