23-08-2022, 12:41 AM
তিনটে আলাদা দৃশ্য তিনটে আলাদা গল্প আর তিনটেতেই অপেক্ষার পালা। পর্বের নামের সাথে সব মিলেমিশে একাকার।
প্রথম দৃশ্যে গোগোল আর নিশীথের কথোপকথন টা গোগোলের নিজের কাজের উপর কনফিডেন্স এর জানান দিচ্ছে, তবে সবে বয়স ২০ এ বয়সে কতটা লড়তে পারে সেটাও দেখার বিষয় কারণ কামরাজ আর মানিক সামন্ত এরাও তো কম পাওয়ার ফুল না। রাজনৈতিক আর সামাজিক দুটো শক্তিই কাজে লাগানোর চেষ্টা করবে গোগোলের বিরুদ্ধে। তবে টগরের কথা শুনেই নিশীথে রাজি হয়ে যাবে ভাবতে পারিনি কারণ সে যথেষ্ট পাকা খেলোয়াড়।
হিয়ার বর্ণনা টা চোখের সামনে ভাসছে, এমন করেও যে কাউকে পরিচয় করিয়ে দেয়া যায় তুমি না থাকলে জানতামই না। সবচেয়ে বেশি ভালো লাগলো প্রথাগত সুন্দরী রূপে হিয়াকে প্রেজেন্ট না করাতে তবে সে কিন্তু বুদ্ধিমতি তোমার মতে। আর গোগোলের প্রতি তার ওয়ান সাইডেড লাভটাও চোখে পড়লো, দেখি এখন সে গোগোলের শক্তি আর সাহস হয়ে পাশে থাকতে পারে কি না।
সুজাতা আর দাশের ঘটনাটা মাথার উপর দিয়ে গেল, সুজাতার প্রতি দাশের মোহ টা আগে কখনো তেমন ভাবে প্রকাশ হয়নি তাই হয়তো। আর সুজাতার নিজের গল্পটা বলার দরকার ছিল হয়তো তবে হাস্পাতালে এমন করে হবে সেটা দাশের মত আমিও ভাবতে পারিনি। এখানেই ভালবাসা জিতে যায় প্রেমের কাছে, আমর মতে প্রেম একটা মোহ আর ভালবাসা চিরন্তন। এখন দাশ আর সুজাতার গল্প কোন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষা।
প্রথম দৃশ্যে গোগোল আর নিশীথের কথোপকথন টা গোগোলের নিজের কাজের উপর কনফিডেন্স এর জানান দিচ্ছে, তবে সবে বয়স ২০ এ বয়সে কতটা লড়তে পারে সেটাও দেখার বিষয় কারণ কামরাজ আর মানিক সামন্ত এরাও তো কম পাওয়ার ফুল না। রাজনৈতিক আর সামাজিক দুটো শক্তিই কাজে লাগানোর চেষ্টা করবে গোগোলের বিরুদ্ধে। তবে টগরের কথা শুনেই নিশীথে রাজি হয়ে যাবে ভাবতে পারিনি কারণ সে যথেষ্ট পাকা খেলোয়াড়।
হিয়ার বর্ণনা টা চোখের সামনে ভাসছে, এমন করেও যে কাউকে পরিচয় করিয়ে দেয়া যায় তুমি না থাকলে জানতামই না। সবচেয়ে বেশি ভালো লাগলো প্রথাগত সুন্দরী রূপে হিয়াকে প্রেজেন্ট না করাতে তবে সে কিন্তু বুদ্ধিমতি তোমার মতে। আর গোগোলের প্রতি তার ওয়ান সাইডেড লাভটাও চোখে পড়লো, দেখি এখন সে গোগোলের শক্তি আর সাহস হয়ে পাশে থাকতে পারে কি না।
সুজাতা আর দাশের ঘটনাটা মাথার উপর দিয়ে গেল, সুজাতার প্রতি দাশের মোহ টা আগে কখনো তেমন ভাবে প্রকাশ হয়নি তাই হয়তো। আর সুজাতার নিজের গল্পটা বলার দরকার ছিল হয়তো তবে হাস্পাতালে এমন করে হবে সেটা দাশের মত আমিও ভাবতে পারিনি। এখানেই ভালবাসা জিতে যায় প্রেমের কাছে, আমর মতে প্রেম একটা মোহ আর ভালবাসা চিরন্তন। এখন দাশ আর সুজাতার গল্প কোন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষা।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।