Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(22-08-2022, 09:43 PM)Sanjay Sen Wrote: অনেক কিছু বলার আছে আজকের পর্ব নিয়ে। প্রথমেই আসি নামকরণের কথায়। আজকের পর্ব তিনটি আলাদা সিচুয়েশনের এবং সবক্ষেত্রেই আলাদা চরিত্রের উপর নির্ভর করে সাজানো হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো নামকরণের মতো প্রতিটি ভাগের সঙ্গেই অপেক্ষা শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। 

• প্রথম ভাগে নিজেকে পাপমুক্ত করা এবং টগর নামের একটি মেয়ের সর্বনাশ করার অপেক্ষায় আছে নিশীথ বাবু। তার সঙ্গে গোগোল অপেক্ষায় আছে তারপর পরবর্তী শিকারের।
• দ্বিতীয় আগে এই উপন্যাসের নায়িকা হিয়া অপেক্ষায় আছে তার মনের মানুষের।
• তৃতীয় ভাগে ডাক্তার দাশগুপ্ত অপেক্ষায় আছে তার ভালোবাসা সুজাতাকে নিজের করে পাওয়ার, হয়তো এই অপেক্ষা তার সারা জীবন থাকবে।

আর সবশেষে 'কি হয় কি হয়' এটা জানতে চাতক পাখির মতন পরবর্তী পর্বের অপেক্ষায় আছে আমাদের মতো পাঠকেরা।

এবার আসি এই উপন্যাসের কাহিনী বিন্যাস, গতিপ্রকৃতি এবং কিছু মনোমুগ্ধকর বর্ণনার প্রসঙ্গে। সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই। তবে এইটুকু অবশ্যই বলবো - এই ফোরামে আসার পর রাম, লক্ষণ ইত্যাদি ইত্যাদি অনেক মহান লেখকের নাম শুনে এসেছি এবং তাদের গল্পও পড়েছি। কিন্তু এইরকম quality writing skill কারোর মধ্যে আছে কিনা সন্দেহ। লিখতে থাকো বন্ধু সঙ্গে আছি।  clps

এমন কিছু ব্যক্তি থাকেন বা বলা ভালো পাঠক থাকেন যাঁদের সুচিন্তিত আর মার্জিত মন্তব্য এবং অবশ্যই তার সঙ্গে ভর্ৎসনা .. এই দুটোই ক্রমশ গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে লেখকের কাছে। ভালো বললে অত্যন্ত আনন্দিত হয়ে পরবর্তী পর্ব লেখার অনুপ্রেরণা পাওয়া আর খারাপ বললে নিজেকে রেক্টিফাই করে নিয়ে নতুন উদ্যমে আবার শুরু করা। পাঠক সঞ্জয়ের সঙ্গে লেখক বুম্বার সম্পর্কটা অনেকটা এখন সেইরকম হয়ে দাঁড়িয়েছে। এই পর্বের নামকরণ নিয়ে যে বিশ্লেষণ তুমি করলে এর পরে আর কিছুই বলার থাকতে পারে না। তবে শেষ কথাগুলো, অর্থাৎ বিশেষ কারোর নাম করে তুলনা টানার কোনো প্রয়োজন ছিলো না। এই ফোরামে সব লেখকেরা (যারা আদৌ পাতে দেওয়ার যোগ্য, শুধুমাত্র তাদের কথা বলছি) নিজের মতো করে সেরা। তবে একজন পাঠকের দৃষ্টিভঙ্গি দিয়ে একটা কথা অবশ্যই বলবো - আগের লেখাগুলির থেকে পরবর্তীতে এই ফোরামে যাঁরা এসেছেন যেমন Jupiter10 , Nextpage , Nandanadasnandana , Baban ইত্যাদি ইত্যাদি .. এঁদের লেখা অনেক উন্নতমানের। সঙ্গে থাকো, পড়তে থাকো  Namaskar
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Bumba_1 - 22-08-2022, 10:27 PM



Users browsing this thread: 1 Guest(s)