22-08-2022, 10:24 PM
(22-08-2022, 09:31 PM)Bichitro Wrote: এতদিন পর আপডেট পড়ে বেশ ভালো লাগছে ....
নারীর সৌন্দর্য সাহিত্যিকদের হাতের লেখায় বা বর্ণনায়। কিন্তু এই সব অলঙ্কার বাচক শব্দ গুলোকে যদি একটা নারী মূর্তি তে প্রয়োগ করা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই নারী মূর্তি অগ্রহনযোগ্য হয়ে উঠবে । ভয় পাবে লোকে । ভালোবাসা তো দূরে থাক তাকে দেখে হার্ট এ্যাটাক ও হতে পারে।
গোগোলের সাথে নিশিথের কথোপকথন দারুন লাগছিল । বিশেষ করে গোগোলের কনফিডেন্স দেখে ... এতদিন ধরে এইসবের প্রস্তুতিই তো সে নিচ্ছিল .... প্রতিশোধের খেলা শুরু হয়ে গেছে তাহলে ... দেখা যাক ঘটনাপ্রবাহ কোন দিকে এগোয় ... গোগোলের বয়স ২০ , তার বেশি তো নয়...
হিয়ার একটু বর্ণনাতেই বোঝা গেছে সে গোগোল কে কতোটা ভালোবাসে ...
সুজাতা আর দাশগুপ্তের এ কি খেলা চলছে সেটাই দেখার ... দুজন দুই রকমের ... দেখা যাক এদের ঘটনা কোন দিকে যায়...
অনেক চরিত্র এসেছে , অনেক গেছে , তাতে যেন গল্পটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে
❤️❤️❤️
একজন সাহিত্যিকের দ্বারা নারীর সৌন্দর্যের বর্ণনায় ব্যবহৃত রূপক একজন পাঠকের কাছে কতটা গ্রহণযোগ্য এবং কতটা বর্জনের উপযোগী হয়ে উঠবে সেটা নির্ভর করে সেই পাঠকের রুচির উপর। একজন পাঠকের কাছে যা ভয়ের এবং হৃদযন্ত্র বিকলের কারণ বলে মনে হয়, অন্য পাঠকের কাছে তা অমৃতসম হতেই পারে।
দেখা যাক ভবিষ্যতে কোন দিকে এগোয় এই উপন্যাস।