22-08-2022, 12:50 PM
(21-08-2022, 06:44 AM)ray.rowdy Wrote:প্রিয় রাউডি দা,আকাশ, সবার প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই এতো সুন্দর ভাবে গল্পটিকে লিখে চলার জন্য. তোমার লেখায় কদাচিৎ কোনো বানান ভুল চোখে পড়ে আর ভাষায় বেশ মুন্সীয়ানার ছাপ রয়েছে - জাত লেখকের. আর আশা করি গল্পের কাহিনীর নক্সা বুননেতেও যথারীতি যথেষ্ঠ সৃজনীশক্তির পরিচয় দেবে. এখন শুধু একটাই অনুরোধ গল্পটিকে সম্পূর্ণ করো, মাঝপথে ছেড়ে দিও না.
আর হ্যাঁ -১. গল্পের সূত্রধার যেন কোনো ভাবেই নিজে থেকে মায়ের (নায়িকার) দালালে পরিণত না হয়, বিপরীতে নায়িকাকে রক্ষা করার জন্য যেন যথাসাধ্য চেষ্টা করে.২. নায়িকাও যেন সহজে আত্মসমর্পণ করতে রাজী না হয়, (খল)নায়ক/নায়কদের যেন প্রাণপাত মন্ত্রণা-যন্ত্রনা-শলা-পরামর্শের আশ্রয় নিতে হয়.কষ্ট করে পাওয়া কেষ্ট স্বভাবতঃই বেশী আদরের হয়ে থাকে. আর আমাদের পড়ার (আদি)রসেও আধিক্য হবে. [সম্পূর্ণরূপে ব্যক্তিগত অভিমত]
পাশে রয়েছি. সময় নাও কিন্তু লেখার মানের সঙ্গে কোনো আপোস করো না - অপেক্ষা করতে রাজী আছি. লিখতে থাকো.
আশা করি কুশল মঙ্গলে আছো। নিখোঁজপুরের পতিতা পুত্র উপন্যাসের সঙ্গে এতদিন ধৈর্য্য ধরে থাকার জন্যে তোমায় এই ছোট ভাইয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমার প্রশংসা সত্যিই এই দম বন্ধ করা সময়ে একটা মিঠে দখিনা বাতাস আনলো। "নিয়মিত আপডেট আসছে না, বড় আপডেট আসছে না, গল্পে আদিরসের পরিমাণ অনেক কমে যাচ্ছে, লেখার ঘরানা আপডেট প্রতি পাল্টে পাল্টে যাচ্ছে, মূল ঘটনায় না এসে লেখক সমানে অবান্তর বিষয়ে অহেতুক ইনিয়ে বিনিয়ে কথা বলে পাঠককে অস্থির করছে!" অভিযোগের বন্যায় অস্থির হয়ে গেছি। দু'একবার মনে হচ্ছে খামোখা লিখতে গেলাম। সবাই ভুলে যাচ্ছে আমি জাত লিখিয়ে নই, কোন উঁচুদরের সাহিত্যিক ও নই, তার চেয়েও বড় এটা আমার প্রথম লেখা, ভুল ভ্রান্তি হলেও কি সামান্য ক্ষমাশীল চোখে দেখা উচিৎ নয়! কিন্তু যে হারে আক্রমণ আসছে, আর লিখতে ইচ্ছে করছে না! অতি দজ্জাল শ্বশুর বাড়ীও নববধূকে তিন মাস সময় দেয় আমার ক্ষেত্রে সেটাও নৈব নৈব চ হয়ে গেছে!
তোমার প্রশ্নের উত্তরে জানাই, বানান সম্পর্কে আমি চেষ্টা করি আধুনিক বাংলা বানানের পরিবর্তে চিরায়ত বাঙ্গালা বানানবিধি অনুসরণ করতে। তবে, পাঠক তাগাদায় প্রুফ রিডিং এর সময় খুব কম থাকে বলে দু'এক জায়গায় মুদ্রণ প্রমাদ ঘটে যায়।
অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে লেখার সময় তোমার পরামর্শ মাথায় রাখতে। নায়িকাকে খলনায়াকেরা আয়াসে পাবে এ চিন্তা আপাততঃ আমার নেই। যদি তেমন দেখ বুঝবে আমি গল্প দ্রুত শেষ করার জন্যে হাত ধুয়েছি।
পরবর্তী আপডেট আসার দ্রুত সম্ভাবনা খুবই কম। আসবে কিনা তাও সঠিক জানিনা। কারণ মাল মশলা নেই লেখার। আপাততঃ লেখক সত্ত্বাকে অবসরে পাঠিয়ে পাঠক সত্ত্বাকে প্রাধান্য দিচ্ছি।
ভালো অসতীপুত্র সম্পর্কিত গল্প উপন্যাস (হিন্দী, বাঙলা, ইংরাজী) এর খোঁজ থাকলে জানিও। নিতান্তই না পেলে, অসতীস্বামী বা অসতীভ্রাতা ও চলবে। আগের দেওয়া উপন্যাসগুলো পড়া শেষ হয়েছে। প্রত্যেকটি বেশ ভালো। বিশেষ করে পরমার পরাজয় বেশ ভাল লেগেছে। বুম্বাদার লেখা সতীলক্ষ্মীর সর্বনাশ পড়ছি। জাত লেখক বুঝলে দাদা, মারাত্মক লিখেছে। আর যে উপন্যাস তোমায় একবার হলেও পড়তে বলব সেটা সোহমদার লেখা মায়ের দালাল! বিশ্বাস কর দাদা, সোহমদা কোন কলমে লেখে জানিনা তবে ও কলম খোদ কামদেবের সৃষ্টি বলেই আমার ধারণা। আদিরসের মহাসাগর ওই গল্প!
আজ এই পর্যন্ত্যই, ভালো থেক, সুস্থ থেক, তোমার সর্ব্বমঙ্গলের কামনা রইল।
ইতি,
আকাশ