Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(21-08-2022, 06:25 PM)Somnaath Wrote: মন আমারও একদম ভালো নেই।


মন ভালো নেই? ঠিক আছে, এক্ষুনি মন ভালো করে দিচ্ছি। আমাদের বাড়িতে তো বিচিত্র মানুষের সমাগম এবং বসবাস। তাদের মধ্যেই একজনকে নিয়ে একটা মজার ঘটনা শেয়ার করছি। শোনো ..

আমাদের বাড়িতে নমিতা বলে যে মেয়েটি থাকে (রান্নাবান্না করে আর কি) ঘটনাটা তাকে নিয়েই। নমিতা ঠিক জিনিসকে (বিশেষ করে ইংরেজি) ভুল উচ্চারণ করার জন্য আমাদের বাড়ি তথা এলাকাবাসীর কাছে খ্যাত। সেই বিষয় না হয় আরেকদিন আলোচনা করা যাবে।

 তো যাইহোক, সেদিনকে আমাকে বলছে "আমার আগের ফোনটা একদমই চলছে না, তাই একটা নতুন ফোন কিনবো ভাবছি। তোমার তো সব ব্যাপারে বিশাল জ্ঞান, তাই তুমি বলো তো কোনটা ভালো হবে!"
আমি বললাম "আর যে বিষয়ের উপর জ্ঞান থাকুক আর না থাকুক, স্মার্টফোনের ক্ষেত্রে আমার কোনো ধারণাই নেই। তোর budget কতো?"
নমিতা বললো "হাজার পাঁচেকের বেশি খরচ করতে পারবো না বাপু। আর হ্যাঁ একটা কথা, আমার কিন্তু হেজেল ছাড়া ফোন চাই, ওইসব হেজেল-টেজেল আমি সহ্য করতে পারি না একদম।  আর একটা কথা, ছয় ইঞ্চির কম লম্বা ফোন কিন্তু আমি নেবো না। আমার একটা পেসটিজ আছে, এরপর তো বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবো না।"

মোবাইলের ক্ষেত্রে হেজেল শব্দটা জীবনে প্রথমবার শুনে আমি কিছুটা ভিড়মি খেয়ে গেলাম। মনে মনে ভাবলাম - কি জানি হতেও পারে, হয়তো মোবাইলে এইরকম নতুন কোনো সফটওয়্যার অথবা অ্যাপস যুক্ত হয়েছে, যেটা আমি জানিনা। তারপর আমার ছেলে ভ্যানিলা ব্যাপারটা খোলসা করে দিয়ে বললো "I think নমিতা মাসি বোধহয় bezel বলতে চাইছে। মাসি bezel less ফোন চাইছে।" এই কথা শুনে বাড়িতে as usual প্রতিবারের মতোই কিছুক্ষণ হাসাহাসি হলো। আমি বললাম "ঠিক আছে দেখছি, কিন্তু কিনতে গিয়ে যদি দেখা যায় কিছু টাকা বেশী লাগছে।" নমিতা বললো "টাকা বেশি লাগলে তুমি দেবে। আমি তো বললাম পাঁচ হাজারের বেশি আমি দিতে পারবো না।" 

আমাদের ওখানে একটা মোবাইলের দোকান আছে, যেটা আশেপাশের দোকান থেকে তো বটেই, এমনকি অনলাইনের রেটে বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও কমে ফোন বিক্রি করে এবং অবশ্যই authentic ফোন বিক্রি করে। আমি সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার পর সেখান থেকেই অনেক দেখেশুনে একটি ব্র্যান্ডেড কোম্পানির ওর পছন্দমত ফোন ওকে কিনে দেওয়া হলো।
[+] 5 users Like Bumba_1's post
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Bumba_1 - 21-08-2022, 07:45 PM



Users browsing this thread: 61 Guest(s)