21-08-2022, 07:41 AM
দাদা, আপনি যাই লিখে থাকেন তাই খুব সুন্দর হয়ে থাকে, মণি-মুক্তো. এই গল্পটিও দারুণ হচ্ছে. আপনি নিশ্চয় এই গল্পটি কোন দিকে যাবে এবং কোন খাতে বইবে তা আগে থেকেই ভেবে রেখেছেন. তবু জানিনা আপনি সুমনার জন্য কি ভেবে রেখেছেন. গল্প যতোটা এগিয়েছে তাতে আমরা জানতে পেরেছি, যে সুমনা এখন স্বামীহারা এবং নিজের সন্তানের ভবিষ্যৎ সুন্দর ও সুরক্ষিত করার জন্য গৃহপরিচারিকার কাজ নিতেও পিছপা হয়নি. তার যৌবন এখন মধ্যগগনে, অস্তমিত হতে এখনও বেশ কিছুটা সময় বাকী, ওর বয়স পয়ত্রিশের কিছু কম-বেশী [আপনি যতোটা গল্পে বলেছেন তা থেকে সহজেই অনুমান করা যায় যে ওর বিয়ে ষাটের দশকে হয়েছে আর সেই সময় বাংলাদেশে মেয়েদের ষোলো-সতেরোতে বিয়ে হওয়াটা খুব একটা বিরল ঘটনা ছিলো না, আর সুখরঞ্জনের বয়সও ষোলো-সতেরো হবে]. সুমনারও তো কিছু চাহিদা রয়েছে, চাওয়া-পাওয়ার ইচ্ছে রয়েছে.
যদি আপনি সুমনার অংশটিও ভেবে রেখেছেন তবে পোয়া বারো. আর আপনি যেভাবে গল্পটি ভেবে রেখেছেন তাতে যদি সুমনার গল্প প্রায় শেষ, তবে একটি অনুরোধ রয়েছে. যদি আপনি গল্পটি যেভাবে ভেবে রেখেছেন তার মানের সঙ্গে বিন্দুমাত্রও আপোস না করে সুমনার চাহিদা-চাওয়া-পাওয়ার দিকটি তুলে ধরতে পারেন তাহলে খুব ভালো লাগবে. তবে এইধরণের অবৈধ সম্পর্কের সঙ্গে সামাজিক লজ্জা-কলঙ্ক এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো চলে আসবে. সেই সঙ্গে তার থেকে রক্ষা পাওয়ার জন্য লোকচক্ষুর অন্তরালের আশ্রয় নেওয়া. আর যদি সুমনার জীবনে কোনো (নিম্নবিত্ত-নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে) দ্বিতীয় পুরুষের আগমন হয় যে তার দায়িত্ব নিতে রাজী, সেটাও অসম্ভব প্রতীত হবে না, কেননা সত্তরের দশকের শেষ দিকে বিধবা বিবাহও কোনো বিরল ঘটনা নয়. আর সুমনার প্রেমও আপনার এই গল্পের Romance Tag টাকে আরো পুষ্ট করতে পারে.
আর যদি আপনার মনে হয় সুমনার অংশটি টেনে নিয়ে এলে গল্পটি লঘু হয়ে যাবে, তাহলে প্রয়োজন নেই. আপনি আপনার মূল কাহিনীপটকেই মেলে ধরুন.
যা হোক, আপনি এই গল্পের স্রষ্টা, পরিচালক. যেটা সবচেয়ে ভালো হবে সেটাই করুন. এই গল্পটিও দারুণ হচ্ছে. সঙ্গে রয়েছি.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)