21-08-2022, 06:44 AM
আকাশ, সবার প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই এতো সুন্দর ভাবে গল্পটিকে লিখে চলার জন্য. তোমার লেখায় কদাচিৎ কোনো বানান ভুল চোখে পড়ে আর ভাষায় বেশ মুন্সীয়ানার ছাপ রয়েছে - জাত লেখকের. আর আশা করি গল্পের কাহিনীর নক্সা বুননেতেও যথারীতি যথেষ্ঠ সৃজনীশক্তির পরিচয় দেবে. এখন শুধু একটাই অনুরোধ গল্পটিকে সম্পূর্ণ করো, মাঝপথে ছেড়ে দিও না.
আর হ্যাঁ -
১. গল্পের সূত্রধার যেন কোনো ভাবেই নিজে থেকে মায়ের (নায়িকার) দালালে পরিণত না হয়, বিপরীতে নায়িকাকে রক্ষা করার জন্য যেন যথাসাধ্য চেষ্টা করে.
২. নায়িকাও যেন সহজে আত্মসমর্পণ করতে রাজী না হয়, (খল)নায়ক/নায়কদের যেন প্রাণপাত মন্ত্রণা-যন্ত্রনা-শলা-পরামর্শের আশ্রয় নিতে হয়.
কষ্ট করে পাওয়া কেষ্ট স্বভাবতঃই বেশী আদরের হয়ে থাকে. আর আমাদের পড়ার (আদি)রসেও আধিক্য হবে. [সম্পূর্ণরূপে ব্যক্তিগত অভিমত]
পাশে রয়েছি. সময় নাও কিন্তু লেখার মানের সঙ্গে কোনো আপোস করো না - অপেক্ষা করতে রাজী আছি. লিখতে থাকো.