19-08-2022, 12:25 PM
(18-08-2022, 01:04 PM)Baban Wrote:একটু ব্যাক্তিগত সমস্যার কারণে সেইভাবে দ্রুত লিখে ওঠা সম্ভব হচ্ছেনা। কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সময় বুঝে ঠিক নিয়ে আসবো নতুন পর্ব। আর যে অনেক গুলি পর্ব বাকি আছে তাও নয়, তাই আর কয়েকটা পর্ব সহ্য করতে হবে। তারপরেই মুক্তি। তবে যেকটা আসবে সেগুলো হয়তো আগের পর্বের থেকে আরও....... না থাক... বলবোনা। নিজেরাই বুঝে যাবেন।
একটু দেরী হলেও পরবর্তী পর্ব নিয়ে হাজির হচ্ছিই আপনাদের সামনে। একটু অপেক্ষা মাত্র
সাথে থাকুন। আর আগের পর্ব পড়া না হয়ে থাকলে পড়ে ফেলুন। ধন্যবাদ।
কোনো সমস্যা নেই দাদা। আপনি সময় নিয়ে আসুন। তাড়াহুড়ো করার দরকার নেই। আমরা অপেক্ষায় থাকবো