19-08-2022, 01:57 AM
(19-08-2022, 01:02 AM)Boti babu Wrote: রেপুর ব্যাপারটা হলো আপনার লেখা কেমন হচ্ছে সেটা ভালো মন্দ ওটা বুঝাই। এই ফোরামের ইতিহাসে দুই জন লেখক দুই হাজার করে রেপু পেয়েছে। কিন্তু এই ফোড়ামে তো আরো অনেক অনেক লেখক আছে তারা পাইনি কেন!!!! যে যত বেশী রেপু বুঝতে হবে তার লেখা পাঠক মহলে ততবেশী জনপ্রিয়।
আচ্ছা, বুঝলাম। আমি কিন্তু একদমই কোনও সুনাম বা জনপ্রিয়তার জন্যে লিখছি না।
আর আপডেট এর ব্যাপার টা নিয়ে খুবই দুঃখিত। আমি সাধারনত রাতেই নিজের জন্য একটু সময় বার করতে পারি। তখনই লেখার চেষ্টা করি। মনমত একটা জায়গায় পৌঁছলে পরবর্তী পর্ব পোস্ট করে দেব।