18-08-2022, 04:13 PM
(18-08-2022, 12:55 PM)Baban Wrote: যাক আমার চিন্তা যে ভুল ছিল অনেকটাই সেটা জেনে সত্যিই ভালো লাগছে। এটাই তো লেখকের জয়। পাঠকের নানা সম্ভাবনা পেরিয়ে নতুন একটা সত্যি সকলের সামনে নিয়ে আসা। তবে আমি পুরোপুরি ভুল ছিলাম না। মা আর মেয়ের মাঝের দূরত্ব কমাতে বাবার অবদান এর অংশটুকু নিয়ে ঠিক ভেবেছিলাম কিন্তু বাকিটা দুর্দান্ত ভাবে রচনা করেছো। এ কাহিনী তো ফিল্ম হিসেবে প্রকাশ পাবার যোগ্যতা রাখে। শুধু বলবো শেষ লাইনটার পরে আরও একটা সমাপ্তি লাইন লিখতে পারতে। যেমন - আর কোনো দূরত্ব নয়, নয় কোনো অভিমান। একদিন সবকিছু থেকেও নিজেকে নিঃশ্ব মনে হয়েছিল, আর আজ সবকিছু হারিয়ে আবার নিজেকে বড়োলোক মনে হচ্ছে। এই তো... এইতো আমার দুই অমূল্য রতন।
এরকম কিছু দিয়ে ইতি টানলে আরও ভালো লাগে। কারণ লেখার জগতে মনের ভাব প্রকাশিত করা একটা গুরুত্বপূর্ণ অংশ। বাকি পুরো চুমু অন্তিম পর্ব ❤
ধন্যবাদ দাদা তোমার অমূল্য মন্তব্যের জন্য।
হ্যাঁ শেষটা আরও ভালো করা যেত, আরও চুম্বকীয় অংশ জুড়া যেত কিস্তু গত কিছুদিন ধরে অসহ্য লোডশেডিং এ জীবন তথৈবচ হয়ে আছে কোন কাজে মন বসাতে পারছি না, রাতে ঘুমটাো ঠিক মত হচ্ছে না।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।