17-08-2022, 09:01 PM
যদিও ddey333 এর অনেক উগ্র আচরণ এই ফোরামে দেখেছি, যা কখনোই কাম্য নয়। আর এও জানি উনাকে একের অধিক বার ব্যান করা হয়েছে। তবে উনার শাস্তির মেয়াদ শেষ হয়ে থাকলে, মডারেটর মহাশয়কে অনুরোধ করবো উনার ব্যান তুলে নেয়ার জন্য। কারণ, এই ফোরামে উনার অবদান অনেক। এক্ষেত্রে উনাকে Warning দেয়া যেতে পারে, ভবিষ্যতে উনার আচরণ সংযত করার জন্য।