17-08-2022, 01:48 PM
(16-08-2022, 12:08 PM)sudipto-ray Wrote: খুব ভালো হচ্ছে ভাই। এভাবেই ধীর-স্থীর ভাবে লিখে যান। দয়া করে নিয়মিত আপডেট দেবেন। বেশি কিছু না, সপ্তাহে অন্তত এক থেকে দুইটি প্রমাণ সাইজের আপডেট পেলেই আমরা সন্তুষ্ট।
আপডেটের জন্য লাইক ও রেপু রইল।
প্রিয় সুদীপ্ত,
তোমার চিঠি পেলাম। আশা করি, কুশল মঙ্গলে আছ। আমার উপন্যাস নিখোঁজপুরের পতিতা পুত্র'র প্রতিটা মুহূর্তে তোমায় পাশে পেয়ে সত্যিই অভিভূত। বিশ্বাস করতে পার যখনই আপডেট দিই ভাবি সুদীপ্তর রিপ্লাই তো এখনো এল না। তাহলে বুঝি নিয়মিত পাঠকদের পছন্দ হচ্ছে না লেখা!
সপ্তাহে দু-একটা প্রমাণ সাইজের আপডেট। নাহে! এই আবদারটা রাখা এই মুহূর্তে সম্ভব নয়। দুটো কারণ, কলেজের চাপ আছে প্রবল আর আইডিয়া বা প্লটের অভাব। মালমশলার বড্ডো হাতটান চলছে বুঝেছ একেবারে বাড়ন্ত অবস্থা! তাই এই অনুরোধ রাখতে পারলাম না ভাই। তবে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব।
ভাল থেকো, সর্ব শুভ মঙ্গলের কামনা রইল,
তোমার প্রিয়,
আকাশ রায়