17-08-2022, 01:27 PM
(17-08-2022, 01:19 PM)one_sick_puppy Wrote: এটা আপনার প্রথম লেখা, কেন জানি বিশ্বাস হতে চাইছে না।
আপনি জাত লিখিয়ে বোঝাই যাচ্ছে। আরেকজন ভালো লেখক পেতে যাচ্ছি আমরা, জেনে আনন্দবোধও হচ্ছে।
চরিত্রগুলোর ডায়ালগগুলো পড়ে শীর্ষেন্দূর অদ্ভূতুড়ে সিরিজের কোনও গল্প পড়ছি বলে ভ্রম হচ্ছিলো। হাহা।
আমার মত অখ্যাত লোকের উপন্যাসে সুবিখ্যাত ওয়ান সিক পাপ্পি'র কমেন্ট! সত্যি বলব বুঝতে পারছি না ঠিক কীভাবে রিয়াক্ট করব! ভীষণ ভীষণ স্বাগত দাদা। আমি জাত লিখিয়ে নই উপরন্তু বাঙালিও নই। কিন্তু তাও, এত আদর ভালোবাসা পেয়ে আমি অভিভূত। এটা সম্ভবতঃ বঙ্গদেশ বলেই সম্ভব যে পরকে এভাবে আপন করে নেয়। বিশ্বাস করুন এটি সত্যিই আমার প্রথম লেখা। অদ্ভুতুড়ে সিরিজের সাধুবাবার লাঠি গল্পটা আমি পড়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। ওনার পদধূলির যোগ্যাও নই তবুও তুলনা করলেন বলেই হয়ত আমার বুকের ছাতিটা কেমন যেন একটু ফুলে গেল। ভারী মুশকিল বুঝলেন, লোকে বীর ফির ভেবে না বসে!