17-08-2022, 01:24 PM
(17-08-2022, 09:27 AM)Bumba_1 Wrote: তোমরা সবাই মিলে আজ যে প্রতিবাদটা করছো দেখে ভালো লাগছে। কারণ আমি মনে করি ddey333 এর অবদান এই ফোরামের ক্ষেত্রে অনস্বীকার্য। ঠিক একই রকম ভাবে আমি মনে করি এই ফোরামের জন্য Baban এবং Jupiter10 এর অবদান অনস্বীকার্য। এই দুজনের বিরুদ্ধেও যদি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়া হয়, সব থেকে প্রথম প্রতিবাদটা আমি নিজেই করবো। তাই বহুদিন আগে (ddey333 মহাশয়কে ব্যান করার ঠিক পর পর) আমি নিজে মডারেটরকে অনুরোধ করেছিলাম উনাকে ফিরিয়ে আনার জন্য। এই ফোরামে আসার পর থেকে কোনোদিন আমার কোনো অনুরোধ প্রত্যাখ্যান না করা ওই ব্যক্তি এই প্রথম আমার অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছিলো "আমাকে ক্ষমা করো, তোমার এই অনুরোধটা আমি রাখতে পারবো না।" এবং এর পেছনে অকাট্য যুক্তি দিয়েছিল। যেটা আমি শত চেষ্টা করেও খন্ডন করতে পারিনি। (আমার কাছে স্ক্রিনশট আছে, চাইলে pm করে দেখাতে পারি, তবে পাবলিকলি নয়) যেহেতু ddey333 এর সঙ্গে আমার কোনোদিনই প্রাইভেটলি কথা হয়নি, তাই এই বিষয়টা যে ওনাকে জানাতে হবে এটা কখনো মনে হয়নি। বরং এই ফোরামে উনার স্নেহধন্য একজন ব্যক্তি আছে তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দুঃখ প্রকাশ করে বলেছিলাম কথাগুলো অবশ্যই ddey333 কে জানাতে। সেই ব্যক্তি বিষয়টা বেমালুম চেপে গিয়ে অনেক পরে আমাকে বলেছিলো "আমি এসব কথা আলোচনা করি না, তাই বলিনি" অথচ গতকাল যখন কেউ একজন আমার এবং এই ফোরামেরই একজনের সম্পর্কে কিছু ভুল শব্দ ব্যবহার করেছে, তৎক্ষণাৎ ওই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিয়েছে (যদিও মেসেজটা আজ সকালে দেখলাম)। এটা কে বিশ্বাসভঙ্গ ছাড়া আর কি বলবো! কিন্তু আমি কোনোদিনই সেই ব্যক্তির নাম সামনে আনবো না। কারণ, আমি বন্ধুত্ব এবং বিশ্বাসের মর্যাদা রাখতে জানি। কথাগুলো কোনওদিনই কাউকে বলতাম না। নিজের ভেতর রেখে দিতাম চিরকাল। কিন্তু আজ সকালে স্ক্রিনশটটা দেখার পর ভীষণ আঘাত পেয়েছি মনে, তাই বলে ফেললাম। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী
যাই হোক, এই বিষয়ে আর কথা বলা বাঞ্ছনীয় নয়। সবাই মিলে সঙ্ঘবদ্ধ হয়ে যদি মডারেটরকে অনুরোধ করে তাহলে উনাকে আশা করি আমরা আবার ফিরে পাবো। তবে আমি আগেও চাইতাম আর এখনো চাই এই ফোরামে সবাই মিলেমিশে থাকুক, মিলেমিশে গল্প লিখুক এবং শান্তি বজায় থাকুক।
আমার যতদূর মনে পড়ে। পুরনো সাইট বন্ধ হবার পর নতুন সাইটে পুরনো লেখকদের গল্প উপন্যাস এই সাইটে রিষ্টোর করা হচ্ছিলো। কিছু পুরনো লেখক নিজের অসম্পূর্ণ লেখা নিয়ে পুনরায় লেখা শুরু করলেও একটা বিরাট অংশের খ্যাতনামা লেখক এই নতুন সাইটে লেখার ইচ্ছা প্রকাশ করছিলেন না। ঠিক সেই সময় Baban নামক একজন লেখকের আবির্ভাব হলেন। যিনি কিছু ভিন্ন স্বাদের গল্প এই ফোরামকে উপহার দিলেন। শুধু বাংলায় নয়। হিন্দিতেও। যৌনতার উত্তেজনার সঙ্গে অলৌকিক অভিজ্ঞতা পাঠক শ্রেণীর কাছে নতুন বিষয় ছিল। ব্যাপারটা হিট করলো। গসিপ একটা নতুন সেলিব্রিটি লেখক পেলো।তার সঙ্গে বিপুল পরিমাণ পাঠক।যার রেপুটেশন এখনও অবধি সর্বাধিক। যিনি অলৌকিক যৌনতার সংমিশ্রণে গল্প উপহার দিলেন। রূপকথার প্রেম কাহিনীও শোনালেন। আবার বরিষ্ঠ পুরুষের সুপ্ত বাসনার গল্পও তুলে দিলেন পাঠকদের জন্য। যার ২৮টা ওরিজিনাল থ্রেড আছে। যার লেখা গুলোও সবার থেকে ভিন্ন।
এবার আসি Bumba_1 দার কথায়। তিনি এলেন আমার ঠিক পরে। বিবাহোত্তর প্রেম কাহিনী নিয়ে। পরকীয়া গল্প। যেটা সমাজে বহু নারী পুরুষের ফ্যান্টাসির বিষয়। বিবাহিত নারী পুরুষ পরকীয়ায় মেতে উঠলে তার পরিনাম কি হবে। তা সুখদ হবে না দুঃখদ হবে সেটা তিনি বর্ণনা করলেন। এবং এমন ভাবে করলেন যা অতীতে এমন কেউ লিখেছেন কিনা সন্দেহ। অজাচার গল্পের ক্ষেত্রে যেমন nandanadasnandana একটা ফর্মুলা সেট করে দিয়েছেন।ওর বাইরে কেউ লিখতে পারবে না। আগামী ভবিষ্যতে যতোই তাবড় লেখক আসুক। তারই ফর্মুলা দিয়ে শুরু করবেন এবং তারই ফর্মুলা দিয়ে শেষ করবেন। ঠিক তেমনই বুম্বা দা ফর্মুলা সেট করেছেন পরকীয়া গল্প দিয়ে। তিনি যে ফর্মুলা সেটা করেছেন ওটাই চলবে। ওনার গল্প গুলো বাস্তবিক পরকীয়া নিয়ে লেখা হয়। ফলে পাঠক নিজেকে কানেক্ট করে নিতে পারেন।
আমি লেখা শুরু করেছিলাম অজাচার দিয়ে। এখনও লিখছি।
বলতে গেলে আমরা নতুন গসিপের লেখক যারা পুরনো গসিপ বন্ধ হয়ে যাবার পর ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে পাঠক দের উপহার দিয়েছি। আমরা যদি একই স্বাদের গল্প লিখতাম তাহলে সাইটের এতো বৈচিত্র্য থাকতো না। এতো পাঠকও হয়তো থাকতো না।
আমরা প্রথমে এই সাইটে গল্প দিই তারপর কপি হয়ে ভিন্ন সাইটে যায়। সুতরাং আমাদের কোন একজন লেখককে যদি জোর করে লেখা থামিয়ে দিতে বলা হয় তাহলে কি করে চলবে।