17-08-2022, 01:07 PM
গল্পটা সুন্দর ও ধারাবাহিক ভাবেই এগচ্ছে। দারুন। এগিয়ে যান।
কিন্তু লেখক হয়তো পাঠকের মন্তব্যকে কোন গুরুত্ব দিতে চান না। পাঠক কি বললো না বললো এতে তার কিভহু যায় আসে বলেও মনে হচ্ছে না।
অর্গানিজম- জীব বা জীবের অবয়ব
অর্গাজম- কাম উত্তেজনার চরম মুহূর্ত
এই বিষয়টা নিয়ে কনফার্ম হওয়া দরকার। অথচ তা না এএইভাবেই প্রতিবারই লিখে যাচ্ছেন। যেখানে পূর্বেও এক পাঠক জানতে চেয়েছিলেন। তার উত্তর করেন নি বা লিখাতেও কোন পরিবর্তন আনেন নি।
এতে বোঝা যাচ্ছে- লেখকের পাঠকের মন্তব্য/প্রশ্ন/ জিজ্ঞাসাতে কোন ধার ধারেন না। ধার ধারেন কে ভালো মন্তব্য করেছে। অথবা কে গালি দিয়েছে যার ফলে গাল ফুলিয়ে লিখা বন্ধ করে দেবেন।
আমি বলবো লিখা ভালো হচ্ছে, চালিয়ে যান। ত্রুটি কমিয়ে আনলে লিখার মান ও বাড়বে।
ধন্যবাদ যোগে-
ঝলক
ক্ষুদ জ্ঞানহীন পাঠক(লেখক মনোভাবে)