16-08-2022, 03:00 PM
(16-08-2022, 01:21 PM)Jupiter10 Wrote: অসাধারণ!
এমনিতে মহাভারতের এই সব চরিত্র নিয়ে খুবই কম লেখা অথবা প্রতিবেদন বের হয়। এমনকি পাঠ্য পুস্তকেও খুব কম লেখা হয়ে থাকে এইসব চরিত্র নিয়ে। ফলে জন সাধারণ এদের কাহিনী বেশি জানতে পারে না। আমি খুব সম্ভবত নতুন মহাভারত টিভি সিরিয়ালেই এই ঘটনাটা প্রথম বার দেখেছিলাম। যদিও খুব ক্ষুদ্র রূপে।
আজকে আপনার এই প্রতিবেদনটা পড়ে ধৃতরাষ্টের আরেক সন্তানের বিষয়ে কিছুটা বেশি জ্ঞান অর্জন করতে পারলাম। আমি এটা কপি করে নিলাম।
বুম্বাদা আপনাকে নমন!!
মহাভারতে এমন বহু চরিত্র আছেন যারা অতটা চর্চিত নন। আমি তাদের বিষয়ে জানতে খুবই আগ্রহী। আপনি এই বিষয়ে বিশেষ করে আপনার একটা দৃষ্টিকোণ দিয়ে এই চরিত্র গুলোকে বিশ্লেষণ করেন। যেটা খুবই উপাদেয়। তার সঙ্গে চিন্তন এবং জ্ঞানেরও প্রসার হয়।বোঝো যায় আপনি বহু পুস্তক ঘেঁটে সেখান থেকে রিফারেন্স বের করেছেন।
আগামীকালে আপনার দৃষ্টিকোণ থেকে একলব্য, কর্ণ, গান্ধারী এবং কুন্তীর বিষয়েও জানতে পারবো।
ধন্যবাদ।
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ। হ্যাঁ, এগুলো আসলে তথ্যমূলক লেখা। authentic লেখকদের বিভিন্ন লেখা থেকে সংগ্রহ করা। ভবিষ্যতে চেষ্টা করবো আরো এই ধরনের LimeLight এর আড়ালে থাকা চরিত্রগুলোকে সামনে আনতে।