15-08-2022, 11:22 PM
(15-08-2022, 09:05 PM)Baban Wrote: ওটা যে দুশ্চিন্তা থেকে আসা কল্পনা ছিল সেটা সন্দেহ হয়েছিল কারণ রাই ম্যাডাম ছেলেটাকে চেনে ভালোই অন্তত কিছুটা তো বটেই। সেই ব্যাগে দুস্টু বই থেকে আজকে পর্যন্ত। তবে বেচারা ছেলেটার যে লেভেলে ফেটেছে আর ফাটছে দেখে কষ্ট হচ্ছে। নিশ্চই ওই অন্য রূদ্রটাকে পেলে পিটিয়ে লাল করে দিতো। গানগুলো আর বিয়ের মুহূর্তটা খুব সুন্দর লাগলো সাথে বাবা মেয়ের একে ওপরের প্রতি টান। যতই হোক বাবা তো। এবার রূদ্র বাবুর সাথে কি হয় সেটাই দেখার। ♥️
রুদ্র ফাটা বাঁশর চিপায় পড়েছে। যত তাড়াতাড়ি বিষয়টা সলভ করা যায় ততটাই ভালো।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।