15-08-2022, 09:04 PM
বাথরুমে বসে রুদ্রর কাল্পনিক কনফেশনের সিকোয়েন্সটা খুব ভালো ছিলো। আজকের পর্বের পুরোটাই আঞ্চলিক বিবাহের নিয়ম কানুন এবং গানের পংক্তিতে ভরা ছিল .. বেশ লাগছিল পড়তে। তবে যাই বলো ভাই জীবনে অনেক ঢলানি মেয়েমানুষ দেখেছি, কিন্তু এই পল্লবীর মতো আর একটাও দেখিনি। ওর যা মতিগতি দেখছি সুযোগ পেলেই পা ফাঁক করে দেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাইহোক ও কথা থাক .. সবশেষে বলি রুদ্রর প্রতি রাইয়ের ওই রাগ দেখানোটা "কপট রাগ" হলেই মধুরেণ সমাপয়েৎ হয়ে যায় আর কি ..