15-08-2022, 07:52 PM
খ্যাতির মাসুল
সকালবেলার কঠোর পরিশ্রমের পর কামিনী বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলো। কিছুক্ষণের মধ্যে তার চোখের পাতা ভারী হয়ে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। আচমকা ডোরবেলটা বেজে ওঠায় তার তন্দ্রা কেটে যায়। সে খানিকটা বিরক্ত ওঠে। এই সাতসকালে কে আবার তাকে জ্বালাতে চলে এলো? সাধারণত এই সময়টাতে বাড়িতে সে একলাই থাকে। তার স্বামী রঞ্জন চ্যাটার্জী একটা স্থানীয় কারখানায় অ্যাকাউন্টেন্টের কাজ করে। প্রতিদিন সকাল আটটা বাজলেই অফিসে চলে যায় আর রাত দশটার আগে বাড়ি ফেরে না। তার অষ্টাদশী কন্যা দোলন অরফে ডলি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। সেও ওই সকাল আটটাতেই বাবার সাথে কলেজে বেরিয়ে যায়। তারপর কলেজ শেষ করে তিনটে টিউশন সেড়ে বাবার সাথেই রাত দশটায় বাড়ি ফেরে। কামিনী গৃহবধূ। দিনের বেশির ভাগ সময়টা তার একা একাই কাটে। মাঝেমধ্যে বোর লাগে। তবে বিশ বছরের বৈবাহিক জীবনের পর এই একঘেয়ে জীবনের সাথে সে এখন অভ্যস্ত হয়ে গেছে। সকালের খাটাখাটনির পর তার বিছানায় গড়ানোর অভ্যাস। মেয়ে আর স্বামীকে বিদায় দিয়ে প্রতিদিন সে ছোট্ট করে একটা দিবানিদ্রা দেয়। তার গঠনটা বরাবরই একটু ভরাট গোছের। সেই কৈশোরকাল থেকে তার বুক-পাছা খুবই ভারী। অবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে সে যথেচ্ছ মুটিয়েছে। তার বুকে-পাছায় প্রচুর মাংস লেগেছে। কোমরে চর্বি জমেছে। তবে স্থূলতা তার শারীরিক আকর্ষণকে বিন্দুমাত্র কম করেনি, বরং যথেষ্ঠ বাড়িয়েছে। একজন বাঙালি গৃহবধূকে একটু সুডৌল আকারেই সাধারণত বেশি মানায়। তার মুখশ্রীটাও বেশ মিষ্টি। তাই সে রাস্তাঘাটে বেরোলে, সবাই তার দিকে বারংবার ফিরে তাকায়। এক ভরাযৌবনা রূপসী স্বভাবতই লোকজনকে আকৃষ্ট করবে। কামিনী ব্যাপারটা ভালোই বোঝে এবং সত্যি বলতে যথেষ্ঠ উপভোগ করে। বর সাথে না থাকলে ইচ্ছে করে খোলামেলা কাপড়চোপড় পরে রাস্তায় বাড়ির বাইরে বেরিয়ে সে জোয়ান-বুড়ো সবধরণের মরদদের লোভ দেখিয়ে মজা পায়। তবে মাঝেসাঝে স্বামীর চোখকে ফাঁকি দিয়ে এক-আধটা পরপুরুষের সাথে আড়ালে-আবডালে হাসি-মস্করা করলেও, আজ পর্যন্ত বৈবাহিক বন্ধণের পবিত্র সীমারেখা সে কখনো লঙ্ঘন করেনি। পুরোপুরি সতীসাবিত্রী না হলেও স্বামী বাদে অন্যান্য পুরুষমানুষের সামনে সে তার সতীত্বকে এখনো পর্যন্ত বহাল তবিয়তে বজায় রাখতে সফল হয়েছে।
ঘুম চোখে দরজা খুলেই অবশ্য কামিনীর মন থেকে বিরক্তিভাব পুরোপুরি উধাও হয়ে গেলো। তার পুরনো বান্ধবী অগ্নিশিখা রায় অরফে শিখা তার সাথে দেখা করতে এসেছে। সে পেশায় একজন অভিনেত্রী। আর ঠিক নায়িকাদের মতোই মুখে মেকআপ ঘষে একেবারে সেজেগুজে ঝাঁ চকচকে হয়ে এসেছে। সে একটা সাদা অফ-শোল্ডার টপ আর একখানা আঁটসাঁট ডেনিম জিন্স পরে রয়েছে। তাকে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। পঁয়ত্রিশ পেরিয়েও শিখা শরীরটাকে দিব্যি ধরে রেখে দিয়েছে। তাকে এখনো কলেজ স্টুডেন্ট বলে চালিয়ে দেওয়া যায়। বোঝাই যায় যে তার রোজ জিমে গিয়ে শরীরচর্চা করার অভ্যাস আছে। তার দেহে আলগা একটা চটক আছে। তবে এতকিছুর পরেও সে সিনেমা বা টিভি কোনটাতেই তেমনভাবে জনপ্রিয়তা পায়নি। দু-একটা ফ্লপ সিনেমা করার পর খান তিনেক সিরিয়ালে কাজ করেছিল। অবশ্য বছর দুয়েক হলো টিভির পর্দাতেও তাকে আর দেখা যায় না। আজকাল যে সে কি করছে, সেটা কামিনীর জানা নেই। অনেকগুলো বছর বাদে দুজনের দেখা। দুজনে শহরের একটা নামজাদা ইংলিশ মিডিয়াম কলেজে পড়তো। তবে দুজনের কেউই পড়াশুনায় ভালো ছিল না। এমনকি দুজনেই বিদ্যালয়ের গণ্ডি পেরোতে সক্ষম হয়নি। দু-দুবার মাধ্যমিকে হোঁচট খাওয়ার পর কামিনীর বাবা তার বিয়ে দিয়ে দেন। আর ওদিকে অভিনয় করবে বলে শিখাও পড়াশুনা ছেড়ে দেয়। বহু বছর পর পুরোনো বান্ধবীকে সামনে পেয়ে কামিনী দারুণ খুশি হলো। তাকে সাদর অভ্যর্থনা জানালো। অনেকদিন পর তাকে কাছে পেয়ে, গল্পগুজবে মশগুল হয়ে উঠলো। শিখার ধূমপানের বদঅভ্যাস আছে। গল্প করতে করতেই সে একটার পর একটা সিগারেট টেনে গেল। কামিনীকেও টানতে দিয়েছিল। তবে সে সাথে সাথে প্রত্যাখ্যান করে। সে নেশাভানে অভ্যস্ত নয়।
এটা সেটা কথা হতে হতে একসময় টাকাপয়সার কথা ওঠে। কামিনী অকপটে স্বীকার করে নেয় যে বছর দুয়েক আগেও তাদের সংসারে সেভাবে কোনো অভাব ছিল না। কিন্তু এখন আর আগেকার সেই স্বচ্ছলতা নেই।
“তোকে কি আর বলবো বল? তুই তো জানিস মাধ্যমিকে দু-দুবার ডাব্বা মারার পর আমার বাবা আমাকে একরকম জোর করেই রঞ্জনের সাথে বিয়ে দিয়ে দেয়। যখন বউ হয়ে এ বাড়িতে আসি, তখন আমার একেবারেই কচি বয়েস। আর বিয়ের এক বছর যেতে না যেতেই ডলি আমার পেটে চলে আসে। রঞ্জন একজন অ্যাকাউন্টেন্ট। একটা লোকাল ফ্যাক্টরীতে কাজ করে। ওর মাইনেটা আহামরি কিছু না হলেও আমাদের মোটামুটি চলে যাচ্ছিলো। কিন্তু দুবছর আগে করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকে সময়টা আর মোটেও ভালো যাচ্ছে না রে। বলতে গেলে একরকম অর্থকষ্টেই ভুগছি। লকডাউনে ওদের কারখানাটা প্রচুর লোকসান খেয়েছে। অর্ধেক কর্মচারীকেই ওরা ছাটাই করে দিয়েছে। রঞ্জন অ্যাকাউন্টসে আছে বলে ওর চাকরিটা বেঁচে গেছে। তবে পে কাট নিতে হয়েছে। মাইনে প্রায় অর্ধেক হয়ে গেছে। ও অন্য কোম্পানিতে ঢোকার অনেক চেষ্টা করেছিল। কিন্তু আজকালকার চাকরির বাজারের হাল এতটাই খারাপ হয়ে গেছে, যে একটু বেশি মাইনে চাইলেই আর কেউ পাত্তা দিচ্ছে না। আমিও যে নিজে কিছু একটা কাজ জুটিয়ে ওকে কিছুটা সাহায্য করবো, তারও উপায় নেই। একটা মাধ্যমিক ফেলকে এই মন্দা বাজারে কে আর চাকরি দেবে বল?”
কামিনী কিছুই লুকালো না। সে বরাবরই মন খুলে কথা বলতে ভালোবাসে। অনেকদিন বাদে প্রাণের বন্ধুকে হাতের কাছে পেয়ে তার সামনে মন উজাড় করে দিলো। কিন্তু সে বুঝতে পারলো না এমন বোকার মতো সবকিছু বলে ফেলে সে অজান্তে নিজের কতটা ক্ষতি করলো। সে জানতো না যে তার কলেজের বান্ধবীটি আর আগের মতো নেই। বিনোদন জগতে নেমে পাকচক্রে তার অনেক অবনতি হয়েছে। সিনেমা আর টিভি কোনোটাতেই সুবিধা করতে না পেরে সে এখন অন্য ধান্দায় নেমেছে। আজকাল সে ছোট ছোট ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছাড়ছে। সেগুলোকে অতি ভদ্রভাষায় কুরুচিকর আখ্যা দিলেও নূন্যতম ভুল বলা হবে না। তবে এই দেশের জনসংখ্যার একটি বড় অংশ এই ধরনের অশ্লীল ভিডিও খুবই পছন্দ করে এবং সেই লম্পট সম্প্রদায়ের বদান্যতায় সে অল্পদিনের মধ্যেই ভালো জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই সস্তা জন্যপ্রিয়তা তার চারিত্রিক অধঃপতনে আরো গতি এনে দিয়েছে। আজ সে সমস্ত রকম অশ্লীল ব্যবসায় জড়িয়ে পড়েছে আর এই নাপাক ব্যবসার চড়া চাহিদার সাথে সর্বক্ষণ যুঝে থাকার জন্য সবরকম নেশা ধরেছে। এতে করে সে প্রচুর রোজগার করছে ঠিকই, কিন্তু সাথে সাথে তার কলঙ্কের বোঝাটাও ক্রমশ বেড়ে চলেছে। এইসব কুকীর্তির ফলে তার বিয়েটাও বেশীদিন টেকেনি। তবে তালাকপ্রাপ্ত বলে তার কোনো লজ্জা নেই। নোংরা বাজারে নেমে তার গায়ের চামড়াটা ভালোই মোটা হয়ে গেছে। সে এখন যাকে বলে একজন পাকা খেলোয়াড়। কোনো ধরণের কোনো অপবাদই, যতই নিম্নমানের হোক না কেন, সে আর গায়ে মাখে না। পয়সা কামানোর সহজ পথ পেয়ে গিয়ে শিখা সমস্ত রকম নীতিবোধের জলাঞ্জলী দিয়ে ফেলেছে। দুহাতে যেমন টাকা কামাচ্ছে, ঠিক তেমনই দুহাতে সেই টাকা ওড়াচ্ছে। স্বামীকে ত্যাগ করে নেশায় ডুবে থেকে লম্পট বন্ধুবান্ধবদের সাথে চরম ফুর্তি করছে। রঙ্গীন জীবনের দেদার মজা উপভোগ করে নিচ্ছে। পুরোনো বান্ধবীকে আক্ষেপ করতে দেখে সেই সর্বগ্রাসী আমোদপ্রমোদে ভরপুর জীবনযাত্রায় তাকে টেনে নামাতে সে প্রাণপণ চেষ্টা করলো।
“আরে এতো ভেঙে পড়ছিস কেন? তুই রোজগার করতে চাস? এ তো খুব ভালো কথা। এ আর এমন কি ব্যাপার? তোর মতো সুন্দরী চাইলেই অতি সহজে প্রচুর টাকা রোজগার করতে পারে। বুঝলি, আজকাল অনেক নতুন নতুন সুযোগ সুবিধা বাজারে চালু হয়েছে। আজকাল সুন্দরী মেয়েরা চাইলেই অনেক টাকা আয় করতে পারে। শুধু ইন্টারনেটটা ঠিক মতো ব্যবহার করতে জানতে হবে। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। হিন্দিতে যাকে বলে ‘প্যায়েসো কি বারিশ হোগি'।”
বান্ধবীর এমন আজগুবি দাবি শুনে কামিনী অবাক হয়ে গেলো। “কি যা তা বলছিস? টাকা রোজগার করা কি এতই সোজা? শুধু রূপ থাকলেই চলবে, গুণ লাগবে না! এ আবার হয় নাকি?”
সহজসরল প্রশ্নটা শুনে শিখা শিশুর মতো খিলখিল করে হেসে উঠলো। “তুই না সেই বোকাই রয়ে গেলি। এতবড় একটা মেয়ের মা হয়ে গেলি, কিন্তু সেই একইরকম সাধাসিধে থেকে গেলি। একটু তো নিজেকে আপগ্রেড করবি। যাক, আমিই না হয় সেই ভারটা নিলাম। তবে শোন, তোকে অন্য কারুর নয় আমার উদাহরণটাই এখানে দেবো। তুই তো জানিসই আমি সিনেমায় নামবো বলে পড়াশোনা ছেড়েছিলাম। কিন্তু বড় পর্দায় বিশেষ কল্কে পাইনি। ছোট পর্দাতেও কেউ কদর দিলো না। তা চুপচাপ তো আর ঘরে বসে থাকতে পারিনা। আমি শিল্পী মানুষ। বাড়িতে বেকার বসে থাকলে আমার ভিতরের শিল্পসত্ত্বাটাই বেমালুম উবে যাবে। তাই ইন্টারনেটে লাক ট্রাই করলাম। ওটাই তো লেটেস্ট ট্রেন্ড। বিশাল একটা প্ল্যাটফর্ম। একসাথে অনেকের কাছে পৌঁছানোর অতি সহজ উপায়। আমি কয়েকটা পাঁচ-সাত মিনিটের শর্ট ভিডিও বানালাম আর ইউটিউবে আপলোড করে দিলাম। তেমন কিছু না। কয়েকটা বলিউড নাচের ভিডিও। দেখলাম পাবলিক খুব খেলো। দারুন রেসপন্স পেলাম। তখন করোনার জন্য লকডাউন চলছিল। লোকের হাতে প্রচুর সময়। সবাই সারাদিন ধরে নেট খুলে বসে আছে। আমার ভিডিওগুলো তাই কয়েকদিনের মধ্যেই খুব পপুলার হয়ে গেলো। সেই শুরু, আর পিছনে তাকাতে হয়নি। এখন তো ইউটিউব ছাড়াও আরো নানা সাইটে আমার ভিডিও পেয়ে যাবি। আজকাল খুব রিল্স চলছে। ওখানেও সব্বাই আমায় খুব অ্যাপ্রিসিয়েট করে। এছাড়াও অনেক অ্যাপ্স আছে, যাদের সাথে আমার কোলাবোরেশন আছে। সেগুলোতে রেগুলারলি আমাকে ভিডিও আপলোড করতে হয়। বলতে পারিস, আজকাল আমার হাতে প্রচুর কাজ। আর এইসব ভিডিও করার জন্য প্রচুর টাকাও পাচ্ছি। আজ আমার গাড়ি-বাড়ি-ব্যাঙ্ক ব্যালান্স সব আছে। আর সাথে আছে অনেক অনেক মস্তি। খুব মস্তি করি। আমার প্রচুর বন্ধুবান্ধব। সবার সাথে এনজয় করি। তুই চাইলে তুইও করতে পারবি। তোর মতো সুন্দরীকে এই বস্তাপচা সংসারী জীবনে একদম মানায় না। তুই আমার বেষ্ট ফ্রেন্ড। তোকে এভাবে কষ্টের মধ্যে থাকতে দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে। কোই বাত নেহি। একবার যখন তোর সাথে আমার দেখা হয়েই গেলো, এবার তোর জীবনটা শুধরে দেওয়ার দায়িত্বটাও আমার। তুই কোনো চিন্তা করিস না। শুধু আমি যা বলবো, সেটা করবি। ব্যাস, দেখবি তোর লাইফ খুব তাড়াতাড়ি ইউ টার্ন নেবে।”
সকালবেলার কঠোর পরিশ্রমের পর কামিনী বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলো। কিছুক্ষণের মধ্যে তার চোখের পাতা ভারী হয়ে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। আচমকা ডোরবেলটা বেজে ওঠায় তার তন্দ্রা কেটে যায়। সে খানিকটা বিরক্ত ওঠে। এই সাতসকালে কে আবার তাকে জ্বালাতে চলে এলো? সাধারণত এই সময়টাতে বাড়িতে সে একলাই থাকে। তার স্বামী রঞ্জন চ্যাটার্জী একটা স্থানীয় কারখানায় অ্যাকাউন্টেন্টের কাজ করে। প্রতিদিন সকাল আটটা বাজলেই অফিসে চলে যায় আর রাত দশটার আগে বাড়ি ফেরে না। তার অষ্টাদশী কন্যা দোলন অরফে ডলি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। সেও ওই সকাল আটটাতেই বাবার সাথে কলেজে বেরিয়ে যায়। তারপর কলেজ শেষ করে তিনটে টিউশন সেড়ে বাবার সাথেই রাত দশটায় বাড়ি ফেরে। কামিনী গৃহবধূ। দিনের বেশির ভাগ সময়টা তার একা একাই কাটে। মাঝেমধ্যে বোর লাগে। তবে বিশ বছরের বৈবাহিক জীবনের পর এই একঘেয়ে জীবনের সাথে সে এখন অভ্যস্ত হয়ে গেছে। সকালের খাটাখাটনির পর তার বিছানায় গড়ানোর অভ্যাস। মেয়ে আর স্বামীকে বিদায় দিয়ে প্রতিদিন সে ছোট্ট করে একটা দিবানিদ্রা দেয়। তার গঠনটা বরাবরই একটু ভরাট গোছের। সেই কৈশোরকাল থেকে তার বুক-পাছা খুবই ভারী। অবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে সে যথেচ্ছ মুটিয়েছে। তার বুকে-পাছায় প্রচুর মাংস লেগেছে। কোমরে চর্বি জমেছে। তবে স্থূলতা তার শারীরিক আকর্ষণকে বিন্দুমাত্র কম করেনি, বরং যথেষ্ঠ বাড়িয়েছে। একজন বাঙালি গৃহবধূকে একটু সুডৌল আকারেই সাধারণত বেশি মানায়। তার মুখশ্রীটাও বেশ মিষ্টি। তাই সে রাস্তাঘাটে বেরোলে, সবাই তার দিকে বারংবার ফিরে তাকায়। এক ভরাযৌবনা রূপসী স্বভাবতই লোকজনকে আকৃষ্ট করবে। কামিনী ব্যাপারটা ভালোই বোঝে এবং সত্যি বলতে যথেষ্ঠ উপভোগ করে। বর সাথে না থাকলে ইচ্ছে করে খোলামেলা কাপড়চোপড় পরে রাস্তায় বাড়ির বাইরে বেরিয়ে সে জোয়ান-বুড়ো সবধরণের মরদদের লোভ দেখিয়ে মজা পায়। তবে মাঝেসাঝে স্বামীর চোখকে ফাঁকি দিয়ে এক-আধটা পরপুরুষের সাথে আড়ালে-আবডালে হাসি-মস্করা করলেও, আজ পর্যন্ত বৈবাহিক বন্ধণের পবিত্র সীমারেখা সে কখনো লঙ্ঘন করেনি। পুরোপুরি সতীসাবিত্রী না হলেও স্বামী বাদে অন্যান্য পুরুষমানুষের সামনে সে তার সতীত্বকে এখনো পর্যন্ত বহাল তবিয়তে বজায় রাখতে সফল হয়েছে।
ঘুম চোখে দরজা খুলেই অবশ্য কামিনীর মন থেকে বিরক্তিভাব পুরোপুরি উধাও হয়ে গেলো। তার পুরনো বান্ধবী অগ্নিশিখা রায় অরফে শিখা তার সাথে দেখা করতে এসেছে। সে পেশায় একজন অভিনেত্রী। আর ঠিক নায়িকাদের মতোই মুখে মেকআপ ঘষে একেবারে সেজেগুজে ঝাঁ চকচকে হয়ে এসেছে। সে একটা সাদা অফ-শোল্ডার টপ আর একখানা আঁটসাঁট ডেনিম জিন্স পরে রয়েছে। তাকে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। পঁয়ত্রিশ পেরিয়েও শিখা শরীরটাকে দিব্যি ধরে রেখে দিয়েছে। তাকে এখনো কলেজ স্টুডেন্ট বলে চালিয়ে দেওয়া যায়। বোঝাই যায় যে তার রোজ জিমে গিয়ে শরীরচর্চা করার অভ্যাস আছে। তার দেহে আলগা একটা চটক আছে। তবে এতকিছুর পরেও সে সিনেমা বা টিভি কোনটাতেই তেমনভাবে জনপ্রিয়তা পায়নি। দু-একটা ফ্লপ সিনেমা করার পর খান তিনেক সিরিয়ালে কাজ করেছিল। অবশ্য বছর দুয়েক হলো টিভির পর্দাতেও তাকে আর দেখা যায় না। আজকাল যে সে কি করছে, সেটা কামিনীর জানা নেই। অনেকগুলো বছর বাদে দুজনের দেখা। দুজনে শহরের একটা নামজাদা ইংলিশ মিডিয়াম কলেজে পড়তো। তবে দুজনের কেউই পড়াশুনায় ভালো ছিল না। এমনকি দুজনেই বিদ্যালয়ের গণ্ডি পেরোতে সক্ষম হয়নি। দু-দুবার মাধ্যমিকে হোঁচট খাওয়ার পর কামিনীর বাবা তার বিয়ে দিয়ে দেন। আর ওদিকে অভিনয় করবে বলে শিখাও পড়াশুনা ছেড়ে দেয়। বহু বছর পর পুরোনো বান্ধবীকে সামনে পেয়ে কামিনী দারুণ খুশি হলো। তাকে সাদর অভ্যর্থনা জানালো। অনেকদিন পর তাকে কাছে পেয়ে, গল্পগুজবে মশগুল হয়ে উঠলো। শিখার ধূমপানের বদঅভ্যাস আছে। গল্প করতে করতেই সে একটার পর একটা সিগারেট টেনে গেল। কামিনীকেও টানতে দিয়েছিল। তবে সে সাথে সাথে প্রত্যাখ্যান করে। সে নেশাভানে অভ্যস্ত নয়।
এটা সেটা কথা হতে হতে একসময় টাকাপয়সার কথা ওঠে। কামিনী অকপটে স্বীকার করে নেয় যে বছর দুয়েক আগেও তাদের সংসারে সেভাবে কোনো অভাব ছিল না। কিন্তু এখন আর আগেকার সেই স্বচ্ছলতা নেই।
“তোকে কি আর বলবো বল? তুই তো জানিস মাধ্যমিকে দু-দুবার ডাব্বা মারার পর আমার বাবা আমাকে একরকম জোর করেই রঞ্জনের সাথে বিয়ে দিয়ে দেয়। যখন বউ হয়ে এ বাড়িতে আসি, তখন আমার একেবারেই কচি বয়েস। আর বিয়ের এক বছর যেতে না যেতেই ডলি আমার পেটে চলে আসে। রঞ্জন একজন অ্যাকাউন্টেন্ট। একটা লোকাল ফ্যাক্টরীতে কাজ করে। ওর মাইনেটা আহামরি কিছু না হলেও আমাদের মোটামুটি চলে যাচ্ছিলো। কিন্তু দুবছর আগে করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকে সময়টা আর মোটেও ভালো যাচ্ছে না রে। বলতে গেলে একরকম অর্থকষ্টেই ভুগছি। লকডাউনে ওদের কারখানাটা প্রচুর লোকসান খেয়েছে। অর্ধেক কর্মচারীকেই ওরা ছাটাই করে দিয়েছে। রঞ্জন অ্যাকাউন্টসে আছে বলে ওর চাকরিটা বেঁচে গেছে। তবে পে কাট নিতে হয়েছে। মাইনে প্রায় অর্ধেক হয়ে গেছে। ও অন্য কোম্পানিতে ঢোকার অনেক চেষ্টা করেছিল। কিন্তু আজকালকার চাকরির বাজারের হাল এতটাই খারাপ হয়ে গেছে, যে একটু বেশি মাইনে চাইলেই আর কেউ পাত্তা দিচ্ছে না। আমিও যে নিজে কিছু একটা কাজ জুটিয়ে ওকে কিছুটা সাহায্য করবো, তারও উপায় নেই। একটা মাধ্যমিক ফেলকে এই মন্দা বাজারে কে আর চাকরি দেবে বল?”
কামিনী কিছুই লুকালো না। সে বরাবরই মন খুলে কথা বলতে ভালোবাসে। অনেকদিন বাদে প্রাণের বন্ধুকে হাতের কাছে পেয়ে তার সামনে মন উজাড় করে দিলো। কিন্তু সে বুঝতে পারলো না এমন বোকার মতো সবকিছু বলে ফেলে সে অজান্তে নিজের কতটা ক্ষতি করলো। সে জানতো না যে তার কলেজের বান্ধবীটি আর আগের মতো নেই। বিনোদন জগতে নেমে পাকচক্রে তার অনেক অবনতি হয়েছে। সিনেমা আর টিভি কোনোটাতেই সুবিধা করতে না পেরে সে এখন অন্য ধান্দায় নেমেছে। আজকাল সে ছোট ছোট ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছাড়ছে। সেগুলোকে অতি ভদ্রভাষায় কুরুচিকর আখ্যা দিলেও নূন্যতম ভুল বলা হবে না। তবে এই দেশের জনসংখ্যার একটি বড় অংশ এই ধরনের অশ্লীল ভিডিও খুবই পছন্দ করে এবং সেই লম্পট সম্প্রদায়ের বদান্যতায় সে অল্পদিনের মধ্যেই ভালো জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই সস্তা জন্যপ্রিয়তা তার চারিত্রিক অধঃপতনে আরো গতি এনে দিয়েছে। আজ সে সমস্ত রকম অশ্লীল ব্যবসায় জড়িয়ে পড়েছে আর এই নাপাক ব্যবসার চড়া চাহিদার সাথে সর্বক্ষণ যুঝে থাকার জন্য সবরকম নেশা ধরেছে। এতে করে সে প্রচুর রোজগার করছে ঠিকই, কিন্তু সাথে সাথে তার কলঙ্কের বোঝাটাও ক্রমশ বেড়ে চলেছে। এইসব কুকীর্তির ফলে তার বিয়েটাও বেশীদিন টেকেনি। তবে তালাকপ্রাপ্ত বলে তার কোনো লজ্জা নেই। নোংরা বাজারে নেমে তার গায়ের চামড়াটা ভালোই মোটা হয়ে গেছে। সে এখন যাকে বলে একজন পাকা খেলোয়াড়। কোনো ধরণের কোনো অপবাদই, যতই নিম্নমানের হোক না কেন, সে আর গায়ে মাখে না। পয়সা কামানোর সহজ পথ পেয়ে গিয়ে শিখা সমস্ত রকম নীতিবোধের জলাঞ্জলী দিয়ে ফেলেছে। দুহাতে যেমন টাকা কামাচ্ছে, ঠিক তেমনই দুহাতে সেই টাকা ওড়াচ্ছে। স্বামীকে ত্যাগ করে নেশায় ডুবে থেকে লম্পট বন্ধুবান্ধবদের সাথে চরম ফুর্তি করছে। রঙ্গীন জীবনের দেদার মজা উপভোগ করে নিচ্ছে। পুরোনো বান্ধবীকে আক্ষেপ করতে দেখে সেই সর্বগ্রাসী আমোদপ্রমোদে ভরপুর জীবনযাত্রায় তাকে টেনে নামাতে সে প্রাণপণ চেষ্টা করলো।
“আরে এতো ভেঙে পড়ছিস কেন? তুই রোজগার করতে চাস? এ তো খুব ভালো কথা। এ আর এমন কি ব্যাপার? তোর মতো সুন্দরী চাইলেই অতি সহজে প্রচুর টাকা রোজগার করতে পারে। বুঝলি, আজকাল অনেক নতুন নতুন সুযোগ সুবিধা বাজারে চালু হয়েছে। আজকাল সুন্দরী মেয়েরা চাইলেই অনেক টাকা আয় করতে পারে। শুধু ইন্টারনেটটা ঠিক মতো ব্যবহার করতে জানতে হবে। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। হিন্দিতে যাকে বলে ‘প্যায়েসো কি বারিশ হোগি'।”
বান্ধবীর এমন আজগুবি দাবি শুনে কামিনী অবাক হয়ে গেলো। “কি যা তা বলছিস? টাকা রোজগার করা কি এতই সোজা? শুধু রূপ থাকলেই চলবে, গুণ লাগবে না! এ আবার হয় নাকি?”
সহজসরল প্রশ্নটা শুনে শিখা শিশুর মতো খিলখিল করে হেসে উঠলো। “তুই না সেই বোকাই রয়ে গেলি। এতবড় একটা মেয়ের মা হয়ে গেলি, কিন্তু সেই একইরকম সাধাসিধে থেকে গেলি। একটু তো নিজেকে আপগ্রেড করবি। যাক, আমিই না হয় সেই ভারটা নিলাম। তবে শোন, তোকে অন্য কারুর নয় আমার উদাহরণটাই এখানে দেবো। তুই তো জানিসই আমি সিনেমায় নামবো বলে পড়াশোনা ছেড়েছিলাম। কিন্তু বড় পর্দায় বিশেষ কল্কে পাইনি। ছোট পর্দাতেও কেউ কদর দিলো না। তা চুপচাপ তো আর ঘরে বসে থাকতে পারিনা। আমি শিল্পী মানুষ। বাড়িতে বেকার বসে থাকলে আমার ভিতরের শিল্পসত্ত্বাটাই বেমালুম উবে যাবে। তাই ইন্টারনেটে লাক ট্রাই করলাম। ওটাই তো লেটেস্ট ট্রেন্ড। বিশাল একটা প্ল্যাটফর্ম। একসাথে অনেকের কাছে পৌঁছানোর অতি সহজ উপায়। আমি কয়েকটা পাঁচ-সাত মিনিটের শর্ট ভিডিও বানালাম আর ইউটিউবে আপলোড করে দিলাম। তেমন কিছু না। কয়েকটা বলিউড নাচের ভিডিও। দেখলাম পাবলিক খুব খেলো। দারুন রেসপন্স পেলাম। তখন করোনার জন্য লকডাউন চলছিল। লোকের হাতে প্রচুর সময়। সবাই সারাদিন ধরে নেট খুলে বসে আছে। আমার ভিডিওগুলো তাই কয়েকদিনের মধ্যেই খুব পপুলার হয়ে গেলো। সেই শুরু, আর পিছনে তাকাতে হয়নি। এখন তো ইউটিউব ছাড়াও আরো নানা সাইটে আমার ভিডিও পেয়ে যাবি। আজকাল খুব রিল্স চলছে। ওখানেও সব্বাই আমায় খুব অ্যাপ্রিসিয়েট করে। এছাড়াও অনেক অ্যাপ্স আছে, যাদের সাথে আমার কোলাবোরেশন আছে। সেগুলোতে রেগুলারলি আমাকে ভিডিও আপলোড করতে হয়। বলতে পারিস, আজকাল আমার হাতে প্রচুর কাজ। আর এইসব ভিডিও করার জন্য প্রচুর টাকাও পাচ্ছি। আজ আমার গাড়ি-বাড়ি-ব্যাঙ্ক ব্যালান্স সব আছে। আর সাথে আছে অনেক অনেক মস্তি। খুব মস্তি করি। আমার প্রচুর বন্ধুবান্ধব। সবার সাথে এনজয় করি। তুই চাইলে তুইও করতে পারবি। তোর মতো সুন্দরীকে এই বস্তাপচা সংসারী জীবনে একদম মানায় না। তুই আমার বেষ্ট ফ্রেন্ড। তোকে এভাবে কষ্টের মধ্যে থাকতে দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে। কোই বাত নেহি। একবার যখন তোর সাথে আমার দেখা হয়েই গেলো, এবার তোর জীবনটা শুধরে দেওয়ার দায়িত্বটাও আমার। তুই কোনো চিন্তা করিস না। শুধু আমি যা বলবো, সেটা করবি। ব্যাস, দেখবি তোর লাইফ খুব তাড়াতাড়ি ইউ টার্ন নেবে।”