15-08-2022, 07:03 PM
ওদের জন্য - বাবান
ওরা জানে লড়তে
নতুন শক্তি গড়তে
ওরা জানে লড়তে
প্রয়োজনে মরতে
ওরা চায় যুদ্ধ
ভীষণ ওরা ক্রুদ্ধ
স্বেত শক্তির বশে
বাকি রঙ গেছে মিশে
বাকি শুধুই ওরা
আগুন বুকেতে ভরা
হাতে তাদের অস্ত্র
নাই বা শরীরে বস্ত্র
কিন্তু ওরা যে মরিয়া
কালো শক্তি যাবে ছাড়িয়া
ফিরবে আবার রঙ সকল
থাকবে শুধুই সুখের দখল
সেইদিনের স্বপ্ন নিয়ে
ওরা গেছিলো যুদ্ধে এগিয়ে
ঘুম ভাঙেনি অনেকেরই আর
অগ্নিকান্ডে সব ছারখার
তবু বাকিরা গেছে লড়ে
নতুন ইতিহাস গেছে গড়ে
যুদ্ধে তারা হেরেছে জিতেছে
রক্ত বন্যায় তারাও ভিজেছে
কিন্তু তারা লড়ে গেছে রাতদিন
করে গেছে মোদের স্বাধীন।
#বাবান